Monday, June 21, 2021

HSC Physics Assignment Solution Second Week (2nd Assignment)

 

HSC Physics Assignment Solution Second Week

Merit Academic Care



Download PDF


Video Discussion

follow our Facebook page  





ক প্রশ্নের উত্তরঃ

উদ্দীপকের প্রক্রিয়াটি একটি সমোষ্ণ প্রক্রিয়া, উদ্দীপকে তাপ সুপরিবাহী পাত্রের মধ্যে গ্যাসটি আছে যাতে করে পরিবেশ থেকে তাপের আদান প্রদান হয়। আমরা জানি, তাপের আদান প্রদান হলে প্রক্রিয়াটি সমোষ্ণ হয়।

এখন T1 থেকে T2 অংশের কাজ W হলে।





V1

V2

T1

T2

 

 


বিকল্প পদ্ধতি

W= (P* dv) j [dv আয়তনের পরিবর্তন ]

W=(p*0) j

W=0 j

T1 T2 অংশে কাজ 0 j


খ প্রশ্নের উত্তরঃ


ক হতে  T1 থেকে T2 অংশে কাজ

Dw= 0j -----------------------১

আমরা জানি

গৃহীত তাপ= সম্পাদিত কাজ + অভান্তরীন শক্তির পরিবর্তন

 dQ= du+dw

dQ=du+0 [1 নং থেকে পাই ]

আবার dQ=du  

সুতরাং উপরুক্ত তাপমাত্রার পরিবর্তনে গৃহীত তাপ অভান্তরীন শক্তির সমান।


গ প্রশ্নের উত্তরঃ


T2 থেকে T3 তে যেতে চাপ ও আয়তনের পরিবর্তন হয়।

যে প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের পরিবর্তন ঘটে কিন্তু সিস্টেমের তাপ ধ্রুব থাকে তাকে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া বলে।

তাই এ  প্রক্রিয়াটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যদি কোন গ্যাসকে কু পরিবাহী পাত্রে রেখে খুব দ্রুত চাপের পরিবর্তন ঘটানো যায় তাহলে তাপ সিস্টেম থেকে বের হতে পারবে না।( যদিও কোন প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া নয় যেহেতু কিছু তাপ সবসময়ই আদান প্রদান হয়। কিন্তু কিছু ক্ষেত্রে এই তাপের আদান প্রদান এতই কম হয় যে সেই সব প্রক্রিয়া কে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ধরা হয় ) রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের তাপের আদান প্রদান হয় না বলে dQ =0

আমরা জানি

গৃহীত তাপ= সম্পাদিত কাজ + অভান্তরীন শক্তির পরিবর্তন

dQ= du+dw

0=du+dw [1 নং থেকে পাই ]

আবার dw=-du  

এখানে আয়তন বেড়ে যায় বলে রুদ্ধ তাপীয় প্রসারন ঘটে। ফলে সিস্টেমের অভান্তরীন শক্তি দ্বারা কাজ সম্পাদিত হয়, তাই সিস্টেম শীতল হয় এবং এ জন্য ঋনাত্নক চিহ্ন ব্যবহার করা হয়।



0 comments:

Post a Comment

Featured Post

২০২৫ ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস

  ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস (২০২৩ সালের সিলেবাসের অনুরূপ) পত্রিকার খবরের লিঙ্ক     ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস (২০২৩ সালের...

Blog Archive

Powered by Blogger.