HSC Higher Mathematics short syllabus exam 2023
প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি ২৩ সালের পরীক্ষার জন্য এখানে উচ্চতর গণিত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হলো , আসা করি তোমরা এখান থেকে অনেক উপকার পাবে ।
এইচএসসি পরীক্ষা ২০২৩-এর | নতুন প্রশ্নকাঠামো ও মানবণ্টন . উচ্চতর গণিত প্রথম পত্র
পূর্ণমান : ১০০ নম্বর
সৃজনশীল প্রশ্ন ৫০ নম্বর
প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০।
1. 'ক' বিভাগ
(বীজগণিত ও জ্যামিতি) থেকে ৪টি, খ বিভাগ (ত্রিকোণমিতি ও
ক্যালকুলাস) থেকে ৪টি করে
2. মোট
৮টি সৃজনশীল প্রশ্ন থাকবে।
3. প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে ২টি করে মোট ৫টি
প্রশ্নের উত্তর দিতে হবে।
4. বীজগণিত
ও জ্যামিতি (মাট্রিক্স ও নির্ণায়ক, সরলরেখা, বৃত্ত)
5. ত্রিকোণমিতি ও ক্যালকুলাস (সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অন্তরীকরণ, যোগজীকরণ)
বহুনির্বাচনি প্রশ্ন : ২৫
1. ২৫টি
বহুনির্বাচনি প্রশ্ন থাকবে এবং সরকাাটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি
বহুনির্বাচনি প্রশ্নের নম্বর ১।
2. বীজগণিত ও জ্যামিতি থেকে ১৪-১৮ এবং ত্রিকোনমিতি
ও ক্যালকুলাস থেকে ৮-১২টি বহুনির্বাচনি প্রশ্ন সন্নিবেশন করতে হবে।
3. শর্ট সিলেবাস অন্তর্ভুক্ত অধ্যায়সমূহ থেকে বহুনির্বাচনি প্রশ্ন সন্নিবেশন করতে হবে।
ব্যবহারিক অংশ : ২৫ নম্বর
সিলেবাস প্রদান করেছেন
মোঃ বায়েজিদ হোসেন
গণিত শিক্ষক
কলেজ এবং স্কুল পর্যায়
মেরিট একাডেমিক কেয়ার, যশোর
ধন্যবাদ
0 comments:
Post a Comment