Wednesday, June 22, 2022

সাম্প্রতিক সাধারন জ্ঞান | Recent General Knowledge

 ১) সামরিক শাসন জারি করা হয় –১৯৫৮ সালের ৭ অক্টোবর

২) আইয়ুব খান ক্ষমতা দখল করেন–১৯৫৮ সালের ২৭ অক্টোবর

৩) মৌলিক গণতন্ত্র চালু করেন–আইয়ুব খান

৪) আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয়–১৯৬১

৫) ছাত্র সমাজ ১৫ দফা কর্মসূচি ঘোষণা করে – ১৯৬২ সালে

৬) ভারত পাকিস্তান যুদ্ধ হয়–১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর

৭) ভারত পাকিস্তান যুদ্ধ চলে–১৭ দিন

৮) বাঙ্গালি জাতির মুক্তির সনদ–৬ দফা দাবি

৯) ৬ দফা দাবি উথাপন করেন–মুজিবুর রহমান

১০) ৬ দফা দাবি উথাপন করা হয়–১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি

১১) আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল–৩৫ জন

১২) আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয়–বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে

১৩) আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি হয়–১৯৬৮ সালের ১৯ জুন

১৪) ঊনসত্তরের গণ অব্যুথান হয় – ১৯৬৯ সালে

১৫) গণ অভ্যুথানে শহীদ হন – আসাদ, ড. শামসুজ্জোহা

১৬) আগরতাল ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয়া হয়–১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি

১৭) শেখ মুজিবুর রহমানকে ” বঙ্গবন্ধু ” উপাধি দেয়া হয় ➖১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি

১৮) আইয়ুব খান পদত্যাগ করেন ➖১৯৬৯ সালের ২৫ মার্চ

✿➢১৯) কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭০ সালের ৭ ডিসেম্বর

✿➢২০) নির্বাচনে মোট ভোটার ছিল – ৫ কোটি ৬৪ লাখ

✿➢২১) কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ আসন লাভ করে – ১৬৭ টি ( ১৬৯ এর মধ্যে)

✿➢২২) প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর

✿➢২৩) প্রাদেশিক পরিষদ নির্বাচনে আ.লীগ আসন পায় – ২৮৮ টি ( ৩০০ এর মধ্যে)

✿➢২৪) পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন – আগা খান

✿➢২৫) অধিবেশন স্থগিত করা হয় – ১৯৭১ সালের ১ মার্চ

✿➢২৬) অসহযোগ আন্দোলনের ডাক দেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

✿➢২৭) অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয় – ১৯৭১ সালের ২ মার্চ

✿➢২৮) বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের সময় পূর্ব পাকিস্তানে চলছিল – অসহযোগ আন্দোলন

✿➢২৯) জাতীয় পরিষদের অধিবেশন আহবান করা হয় – ১৯৭১ সালের ৩ মার্চ

➢পূর্ববাংলার স্বাধীনতার ঘোষণা দেয়া হয় – ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে

➢অপারেশন সার্চ লাইট চালানোর নীলনক্সা করা হয় – ১৯৭১ সালের ১৭ মার্চ

➢নীলনক্সা করেন – টিক্কা খান, রাও ফরমান আলী

➢অপারেশন সার্চ লাইট হলো ➖১৯৭১ সালের ২৫ মার্চের বর্বরহত্যাকান্ড

🔴 বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন ➖২৬ মার্চ প্রথম প্রহরে ওয়্যারলেসযোগে

✿ বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় –২৬ মার্চ প্রথম প্রহরে আনুমানিক রাত ১.৩০ মিনিটে

✿➢৩৬) শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন- ২৬ মার্চ প্রথম প্রহরে ২৫ মার্চ রাত ১২ টার পর

✿➢৩৭) বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি ছিল – ইংরেজিতে।

✿➢৩৮) বাংলাদেশের অধিকাংশ নদীর উৎপত্তিস্থল – ভারতে

✿➢৩৯) বাংলাদেশে নদী পথের দৈর্ঘ্য – ৯৮৩৩ কিমি

✿➢৪০) সারাবছর নৌ চলাচলের উপযোগী নৌপথ – ৩,৮৬৫ কি.মি

✿➢৪১) অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ তৈরি হয়েছে – ১৯৫৮ সালে

✿➢৪২) কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকর প্রথম বিদ্যুৎ উৎপাদন করা হয় – পাকিস্তান আমলে

✿➢৪৩) অভ্যন্তরীন নৌ পথে দেশের মোট বাণিজ্যিক মালামালের – ৭৫% আনা নেয়া হয়

✿➢৪৪) বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় – ১৯৭২ সালে

✿➢৪৫) বাংলাদেশে চা চাষ হচ্ছে – উওর ও পূর্বাঞ্চলের পাহাড়ে

✿➢৪৬) সারা বছর বৃষ্টিপাত হয় – উষ্ণ ও আদ্র জরবায়ু অঞ্চলে

✿➢৪৭) বাংলাদেশে চির হরিৎ বনাঞ্চল – পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল

✿➢৪৮) বাংলাদেশে খনিজ সম্পদ সমৃদ্ধ জেলা সমূহ – পূবাঞ্চলীয় পাহাড়ি জেলা সমূহ

✿➢৪৯) বাংলাদেশের লবণাক্তের পরিমাণ বেশি – দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকা

✿➢৫০) বাংলাদেশের ক্রান্তীয় চিরহরিৎ ও পত্রপতনশীল বনভূমি- দক্ষিণ পূর্ব ও উত্তর পুর্ব অংশের পাহাড়ী অঞ্চল

✿➢৫১) চিরহরিৎ বনকে বলা হয় – চির সবুজ বন

✿➢৫২) চিরহরিৎ বনভূমির পরিমাণ – ১৪ হাজার বর্গ কি.মি

✿➢৫৩) প্রচুচুর বাঁশ ও বেত জন্মে – সিলেটে

✿➢৫৪) রাবার চাষ হয় – পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে

✿➢৫৫) ক্রান্তীয় পাতাঝরা অরণ্য – ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর ও রংপুর জেলায়

✿➢৫৬) শীতকালে গাছের পাতা সম্পূর্ণ ঝরে যায় – ক্রান্তীয় পাতাঝরা বনভূমির

✿➢৫৭) ক্রান্তীয় পাতাঝরা বনভূমির প্রধান বৃক্ষ – শাল

✿➢৫৮) মধুপুর ভাওয়াল বনভূমি – ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরে

✿➢৫৯) দিনাজপুরে এটি – বরেন্দ্র নামে পরিচিত

✿➢৬০) স্রোতজ বনভূমি- দক্ষিণ পশ্চিমাংশের নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপকূলীয় বন

✿➢৬১) স্রোতজ বনভূমি প্রধানত জন্মে – সুন্দরবনে

✿➢৬২) বাংলাদেশে স্রোতজ বা গরান বনভূমির পরিমাণ – ৪,১৯২ বর্গ কি.মি

✿➢৬৩) বাংলাদেশ সরকারে বিভাগ – ৩ টি

✿➢৬৪) আইনবিভাগের কাজ – আইন প্রনয়ন ও প্রচলিত আইনের সংশোধন

✿➢৬৫) আইন বিভাগের একটি অংশ – আইনসভা

✿➢৬৬) এপ্রিল মাসের গড় তাপমাত্রা – কক্সবাজার ২৭.৬৪ ডিগ্রী, নারায়ণগঞ্জে ২৮.৬৬ ডিগ্রী, রাজশাহীতে ৩০ ডিগ্রী

✿➢৬৭) গ্রীষ্মকালে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় – দক্ষিণ পশ্চিম ✿➢৬৭) গ্রীষ্মকালে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় – দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু

✿➢৬৮) কালবৈশাখী ঝড় আঘাত হানে – পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে

✿➢৬৯) প্রলয়ংকারী ঘূর্ণিঝড় হয় – ১৯৯১ সালের ২৯ এপ্রিল

✿➢৭০) বাংলাদেশে বর্ষাকাল – জুন হতে অক্টোবর মাস

✿➢৭১) প্রচুর বৃষ্টিপাত হয় – জুন মাসের শেষ দিকে মৌসুমী বায়ুর প্রভাবে

✿➢৭২) বর্ষাকালে আবহাওয়া সর্বদা – উষ্ণ থাকে

✿➢৭৩) বর্ষাকালে গড় উষ্ণতা – ২৭ ডিগ্রী সে.

✿➢৭৪) বর্ষাকালে সবচেয়ে বেশি গরম পড়ে – জুন ও সেপ্টেম্বর মাসে

✿➢৭৫) বাংলাদেশের মোট বৃষ্টিপাতের – ৪/৫ ভাগ হয় হয় বর্ষাকালে

✿➢৭৬) বর্ষাকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন গড় বৃষ্টিপাত হয় – ৩৪০ ও ১১৯ সে.মি

✿➢৭৭) বর্ষাকালে ক্রমে বৃষ্টিপাত বেশি হয় – পশ্চিম হতে পূর্ব দিকে

✿➢৭৮) বর্ষাকালে বিভিন্ন জেলার বৃষ্টিপাতের পরিমান –পাবনায় প্রায় ১১৪, ঢাকায় ১২০, কুমিল্লায় ১৪০, শ্রীমঙ্গলে ১৮০ এবং রাঙ্গামাটিতে ১৯০ সে.মি

✿➢৭৯) বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় – মৌসুমী বায়ুর প্রভাবে

✿➢৮০) বর্ষাকালে পর্বতের পাদদেশে এবং উপকূলবর্তী অঞ্চলের কোথাও বৃষ্টিপাত – ২০০ সে.মি কম হয়

✿➢৮১) বর্ষাকালে বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত – সিলেটের পাহাড়ী অঞ্চলে ৩৪০ সেমি, পটুয়াখালীতে ২০০ সেমি, চটগ্রামে ২৫০ সেমি, রাঙ্গামাটিতে ২৮০ সেমি এবং কক্সবাজারে ৩২০ সেমি।

✿➢৮২) জলবায়ু পরিবর্তনের কারনে সমুদ্রপৃষ্টের উচ্চতা প্রতি বছর গড়ে বৃদ্ধি – ৪ মিমি থেকে ৬ মিমি ( হিরন পয়েন্ট, চর চংগা, কক্সবাজার)

✿➢৮৩) গত ৪ হাজার বছরে ভূমিকম্পে পৃথিবীতে মানুষ মারা যায় – প্রায় ১ কোটি ৫০ লাখ

✿➢৮৪) ভৌগোলিক ভাবে বাংলাদেশের অবস্থান – ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের সীমানায়

✿➢৮৫) বাংলাদেশে ভূমিকম্পের মানবসৃষ্ট কারন – পাহাড় কাটা

✿➢৮৬) ভূমিকম্পের ফলে সমুদ্রের পানি উপকূলে উঠে – ১৫-২০ মিটার উঁচু হয়ে

✿➢৮৭) ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় – সুনামি

✿➢৮৮) ইন্দোনেশিয়ায় মারাত্নক সুনামি আঘাত হানে – ২০০৪ সালের ২৬ ডিসেম্বর

✿➢৮৯) বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে – টেকটনিক প্লেটের সংঘর্ষের কারনে

✿➢৯০) বাংলাদেশের ভূমিকম্প বলয় মানচিত্র তৈরি করেছিলেন – ফরাসি ইঞ্জিনিয়ার কনসোর্টিয়াম ১৯৮৯ সালে

✿➢৯১) তিনি বলয় দেখিয়েছেন – ৩ টি

✿➢৯২) বলয়গুলোকে ভাগ করেছেন – প্রলয়ংকারী, বিপজ্জনক, লঘু

✿➢৯৩) এই বলয় সমূহকে বলা হয় – সিসমিক রিস্ক জোন

✿➢৯৪) বরেন্দ্রভূমি – নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুরের অংশ বিশেষ নিয়ে গঠিত

✿➢৯৫) বরেন্দ্রভূমির আয়তন – ৯৩২০ বর্গ কি.মি

✿➢৯৬) প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা – ৬ থেকে ১২ মিটার

✿➢৯৭) বরেন্দ্র অঞ্চলের মাটি – ধূসর ও লাল বর্ণের

✿➢৯৮) মধুপুর ও ভাওয়ালের সোপানের আয়তন – ৪,১০৩ বর্গ কি.মি

✿➢৯৯) সমভূমি থেকে এর উচ্চতা – ৬থেকে ৩০ মিটার

✿➢১০০) মধুপুর ও ভাওয়ালের মাটি – লালচে ও ধূসর

১০১) লালমাই পাহাড় – কুমিল্লা শহর থেকে ৮ কি.মি পশ্চিমে

১০২) লালমাই পাহাড়ের আয়তন – ৩৪ বর্গ কি.মি

১০৩) এই পাহাড়ের উচ্চতা–২১ মিটার

১০৪) লালমাই পাহাড়ের মাটি- লালচে, এবং নুড়ি, বালি ও কংকর মিশ্রিত

১০৫) বাংলাদেশের নদী বিধৌত বিস্তীর্ণ সমভূমি – প্রায় ৮০%

১০৬) প্লাবন সমভূমির আয়তন – ১,২৪,২৬৬ বর্গ কি.মি

১০৭) প্লাবন সমভূমি – দেশের উত্তর পশ্চিমে অবস্থিত রংপুর ও দিনাজপুর জেলার অধিকাংশ

১০৮) উপকূলীয় সমভূমি – নোয়াখালী, ফেনীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত

১০৯) স্রোতজ সমভূমি – খুলনা পটুয়াখালী ও বরগুনা জেলার কিয়দংশ

১১০) জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান – ৯ম

১১১) ২০০১ সালে জনসংখ্যা ছিল – ১২.৯৩ কোটি

(২০১৭সালে১৬৩,১৮৭,০০০ জন প্রায়)

১১২) জনসংখ্যা বৃদ্ধির হার ছিল – ১.৪৮%

১১৩) বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার – ১.৩৭ %

১১৪) আদমশুমারি ২০১১ অনুযায়ী জনসংখ্যা – ১৪.৯৭ কোটি (১৪,৯৭,৭২,৩,৬৪জন)

১১৫) প্রতি বর্গকিলোমিটারে বাস করে – ১১০৬ জন

১১৬) জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম – পার্বত্য অঞ্চল ও সুন্দরবনে

১১৭) শীত গ্রীষ্মের তারতম্য বেশী – দেশের উত্তরাঞ্চলে

১১৮) বর্তমানে মাথাপিছু জমির পরিমান – ০.২৫ একর

১১৯) বাংলাদেশের জলবায়ু – ক্রান্তীয় মৌসুমী জলবায়ু

১২০) বাংলাদেশে শীতকাল- নভেম্বর থেকে ফেব্রুয়ারি

১২১) শীতকালে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা – ২৯ ডিগ্রী ও ১১ ডিগ্রী সে.

১২২) বাংলাদেশের শীতলতম মাস- জানুয়ারি

১২৩) জানুয়ারি মাসের গড় তাপমাত্রা – ১৭.৭ ডিগ্রী সে.

১২৪) জানুয়ারি মাসে সবচেয়ে কম তাপমাত্রা – দিনাজপুরে ১৬.৬

১২৫) বাংলাদেশে গ্রীষ্মকাল – মার্চ থেকে মে মাস

১২৬) গ্রীষ্মকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা – ৩৮ এবং ২১ ডিগ্রী সে.

১২৭) উষ্ণতম মাস – এপ্রিল মাস

১২৮) মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দেন – ১৯৩৭ সালে

১২৯) ব্রিটিশ শাসনের অবসান হয় – ১৯৪৭ সালের ১৪ আগষ্ট

১৩০) মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবের বিরোধীতা করেন – শেরে বাংলা এ.কে. ফজলুল হক

১৩১) চৌধুরী খালেকুজ্জামান পাকিস্তানের রাষ্ট্র ভাষা উর্দু করার দাবি করেন – ১৯৪৭ সালের ১৭ মে

১৩২) চৌধুরী খালেকুজ্জামান এর প্রস্তাবের বিরোধীতা করেন – ড.

মুহাম্মদ শহীদুল্লাহ এবং ড. এনামুল হক

১৩৩) ‘ গণ আজাদী লীগ’ গঠিত হয় – ১৯৪৭ সালে কারুদ্দিন আহমদের নেতৃত্বে

১৩৪) গণ আজাদী লীগের দাবি ছিল – মাতৃভাষায় শিক্ষা দান

১৩৫) তমদ্দুন মজলিশ গঠিত হয় – ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর

১৩৬) তমদ্দুন মজলিশ গঠিত হয় – অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে

১৩৭) ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে – তমদ্দুন মজলিশ

১৩৮) উর্দুকে পাকিস্তানের রাষ্ট্র ভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয় – ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে

১৩৯) বাংলাকে উর্দু ও ইংরেজির পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানান – ধীরেন্দ্রনাথ দত্ত ( ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি)

১৪০) সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় – ১৯৪৮ সালের ২ মার্চ

১৪১) বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেয় যে তারিখকে – ১৯৪৮ সালে ১১ মার্চকে

১৪২) পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ ( বর্তমান ছাত্র লীগ) গঠিত হয় – ১৯৪৮ সালের ৪ জানুয়ারি

১৪৩) ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৪৮ সালের ১৫ মার্চ

১৪৪) ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয় – মুখ্য মন্ত্রী খাজা নাজিমুদ্দিন ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে

১৪৫) মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে উর্দুকে রাষ্ট্রভাষার করার কথা ঘোষণা দেন – ১৯৪৮ সালের ২১ মার্চ

১৪৬) খাজা নাজিমুদ্দিন উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন- ১৯৫২ সালের ২৬ জানুয়ারি পল্টন ময়দানে

১৪৭) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুন ভাবে গঠিত হয় – ১৯৫২ সালের ৩০ জানুয়ারি ( আবদুল মতিন আহবায়ক)

১৪৮) ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কর্মসূচি পালনের পরামর্শ দেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৪৯) ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি – সকাল ১১ টায় সভা অনুষ্ঠিত হয়

১৫০) ২১ ফেব্রুয়ারির সভা অনুষ্ঠিত হয় – ঢাকা

বিশ্ববিদ্যালয়ের আমতলায়

১৫১) সভায় সিদ্ধান্ত হয় – ১০ জন করে মিছিল করবে

১৫২) শহীদ শফিউর মৃত্যুবরণ করেন – ১৯৫২ সালের ২২ফেব্রুয়ারি

১৫৩) প্রথম শহীদ মিনার নির্মান করা হয় – ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে

১৫৪) প্রথম শহীদ মিনার উদ্বোধন – ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি

১৫৫) প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন – ভাষা শহীদ শফিউরের পিতা

১৫৬) একুশে ফ্রব্রুয়ারির উপর প্রথম কবিতা লেখেন – চট্টগ্রামের কবি মাহবুব উল আলম

১৫৭) ভাষা আন্দোলনের প্রথম কবিতার নাম – কাঁদতে

আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি

১৫৮) আলাউদ্দিন আল আজাদ রচনা করেন – স্মৃতির মিনার কবিতাটি

১৫৯) ভাষা আন্দোলনের গান – আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি ( আব্দুল গাফফার চৌধুরী)

১৬০) আব্দুল লতিফ রচনা করেন – ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়

১৬১) মুনীর চৌধুরী ঢাকা জেলে বসে রচনা করেন – কবর নাটক

১৬২) জহির রায়হান রচনা করেন – আরেক ফাল্গুন উপন্যাস

১৬৩) বাংলাকে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত করে – ১৯৫৬ সালে

১৬৪) বাঙ্গালীর পরিবর্তী সব আন্দোলনের প্ররণা দিয়েছিল – ১৯৫২ সালের

ভাষা আন্দোলন

১৬৫) শহীদ দিবস পালন শুরু হয় – ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি থেকে

১৬৬) শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে – UNESCO

১৬৭) ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে – ১৯৯৯ সালের ১৭ নভেম্বর

১৬৮) পৃথিবীতে ভাষা রয়েছে – ৬০০০ এর বেশি

১৬৯) পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় – ১৯৪৯ সালের ২৩ জুন

১৭০) গঠনের স্থান – ঢাকার রোজ গার্ডেন

১৭১) সভাপতি ছিলেন – মওলানা আব্দুল হামিদ খান ভাসানী

১৭২) সাধারণ সম্পাদক ছিলেন – শামসুল হক ( টাঙ্গাইল)

১৭৩) যুগ্ন সম্পাদক ছিলেন – শেখ মুজিবুর রহমান

১৭৪) ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের উদ্যোগ ছিল – আওয়ামী লীগের

১৭৫) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামকরন করা হয় – ১৯৫৫ সালে

১৭৬) যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয় – ১৯৫৩ সালের ১৪ নভেম্বর

১৭৭) যুক্তফ্রন্ট গঠিত হয় – ৪ টি দল নিয়ে

১৭৮) যুক্তফ্রন্টের ইশতেহার ছিল – ২১ টা

১৭৯) প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৫৪ সালের মার্চে

১৮০) পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন

ছিল – ২৩৭ টি

১৮১) যুক্তফ্রন্ট আসন লাভ করে – ২২৩ টি

১৮২) ২১ দফার প্রথম দফা ছিল – বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা

১৮৩) যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন – এ.কে ফজলুল হক ( ১৯৫৪ সালের ৩ এপ্রিল)

১৮৪) যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল – ৫৬ দিন

১৮৫) যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে – ১৯৫৪ সালের ৩০ মে

১৮৬) বরখাস্ত করেন – গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ

১৮৭) বরখাস্তের ইস্যু ছিল – আদমজি ও কর্ণফুলি কাগজ কলে বাঙ্গালি

অবাঙ্গালি দাঙ্গা।

১৮৮) বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয় – ইপিআর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে

১৮৯) বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে প্রচার করেন – ২৬ মার্চ দুপুর ও সন্ধ্যায় এম, এ, হান্নান

১৯০) মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন – ২৭ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে

১৯১) বাঙ্গালী পাকিস্তানের শাসনের অধীনে ছিল- ২৪ বছর

১৯২) মেহেরপুর জেলার অন্তর্গত – বৈদ্যনাথ তলা

এবং আম্রকানন

১৯৩) বৈদ্যনাথ তলার বর্তমান নাম – মুজিবনগর

১৯৪) মুজিবনগর সরকার গঠিত হয় – ১৯৭১ সালের ১০ এপ্রিল

১৯৫) বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় – ১৯৭১ সালের ১০ এপ্রিল

১৯৬) মুজিবনগর সরকার শপথ গ্রহন করে – ১৯৭১ সালের ১৭ এপ্রিল

১৯৭) মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৯৮) উপরাষ্ট্রপতি – সৈয়দ নজরুল ইসলাম

১৯৯) প্রধান মন্ত্রী – তাজ উদ্দীন আহমেদ

২০০) অর্থমন্ত্রী – এম. মনসুর আহমদ

❍☞২০১)মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্

রী – এ.এইচ. এম. কামারুজ্জামান

❍☞ ২০২) মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্র

ী – খন্দকার মোশতাক আহমেদ

❍☞২০৩) মুজিব নগর সরকারের শপথবাক্য পাঠ করান – অধ্যাপক ইউসুফ আলী

❍☞২০৪) মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন – কর্ণেল ( অব.) এম.এ. জি ওসমানী

❍☞২০৫) মুজিব নগর সরকারের প্রধান উদ্দেশ্য ছিল – মুক্তিযুদ্ধ পরিচালনা ও বাংলাদেশের পক্ষে বিশ্বে জনমত সৃষ্টি করা

❍☞২০৬) মুজিবনগর সরকারের মন্ত্রনালয় ছির – ১২ টি

❍☞২০৭) মুজিবনগর সরকারের বিশেষ দূত ছিলেন – বিচারপতি আবু সাঈদ চৌধুরী

❍☞২০৮) বাংলাদেশে কয়টি সামরিক জোনে ভাগ করা হয় – ৪ টি ( ১৯৭১ সাল ১০ এপ্রিল)

❍☞২০৯) ৪ সামরিক জোনে ছিলেন – ৪ জন সেক্টর কমান্ডার

❍☞২১০) ১১ এপ্রিল পুনঃরায় ভাগ করা হয় – ১১ টি সেক্টরে

❍☞২১১) মুক্তিযুদ্ধের ব্রিগেড ফোর্স ছিল – ৩ টি

❍☞২১২) কাদেরীয়া বাহিনী ছিল – টাঙ্গাইলের

❍☞২১৩) ইপিআর – ইষ্ট পাকিস্তান রাইফেল

❍☞২১৪) বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বলা যায় – গণযুদ্ধ বা জনযুদ্ধ

❍☞২১৫) ভারতে শরার্থী ছিল – ১ কোটি

❍☞২১৬) বুদ্ধিজীবীদের হত্যাকরা হয় – ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর

❍☞২১৭) ১১ দফা আন্দোলন হয়েছিল – ১৯৬৮ সালে

❍☞২১৮) ১৯৭১ সালের মার্চ মাসে চলছিল – বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন

❍☞২১৯) মুজিবনগর সরকারের অধীনে ” পরিকল্পনা সেল ” গঠন করে – পেশাজীবীরা

❍☞২২০) মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারান – প্রায় তিন লক্ষ নারী

❍☞২২১) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন – চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতিনকর্মীরা

❍☞২২২) ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় – ৬ ডিসেম্বর১৯৭১

❍☞২২৩) মুক্তি বাহিনী ও ভারতীয় বাহিনী মিলে গঠিত হয় – যৌথ কমাণ্ড

❍☞২২৪) মুক্তিযুদ্ধের পক্ষে বহির্বিশ্বে প্রচারের প্রধান কেন্দ্র ছিল – লন্ডন

❍☞২২৫) কনসার্ট ফর বাংলাদেশ এর শিল্পী ছিলেন – জর্জ হ্যারিসন

❍☞২২৬) কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় – যুক্তরাষ্ট্রর নিউইয়র্ক শহরে ( ৪০০০০ লোক ছিল)

❍☞২২৭) স্বাধীন বাংলাদেশ সরকার ক্ষমতা গ্রহন করে – ১৯৭১ সালের ২২ ডিসেম্বর

❍☞২২৮) বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন – ১৯৭২ সালের ১০ জানুয়ারি

❍☞২২৯) অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় – ১৯৭২ সালের ১১ জানুয়ারি

❍☞২৩০) অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

❍☞২৩১) গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় – ১৯৭২ সালের ১০ এপ্রিল

❍☞২৩২) সংবিধান প্রনয়ণ কমিটির সদস ছিলেন – ৩৪ জন

❍☞২৩৩) সংবিধান কমিটি খসড়া সংবিধান পেশ করেন – ১৯৭২ সালের ১২ অক্টোবর

❍☞২৩৪) সংবিধান গণ পরিষদে গৃহীত হয় – ১৯৭২ সালের ৪ নভেম্বর

❍☞২৩৫) বাংলাদেশের সংবিধান কার্যকর হয় – ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে

❍☞২৩৬) সংবিধানের মূলনীতি – ৪ টি

❍☞২৩৭) বাংলাদেশ গণ পরিষদ আদেশ জারি করা হয় – ১৯৭২ সালের ২৩ মার্চ

❍☞২৩৮) বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন – ড. কুদরত এ খুদা কমিশন

❍☞২৩৯) বাংলাদেশের প্রথম সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭৩ সালের ৭ মার্চ

❍☞২৪০) বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল – সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়

❍☞২৪১) প্রথম দিকে বাংলাদেশকে স্বীকৃতি দান করে – ১৪০ টি দেশ

❍☞২৪২) চট্টগ্রাম বন্দরের মাইনমুক্ত করার বিষয়ে সহযোগিতা করে – সোভিয়েত ইউনিয়ন

❍☞২৪৩) ভারতীয় বাহিনী বাংলাদেশ ছাড়ে – ১৯৭২ সালের মার্চে

❍☞২৪৪) বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয় – ১৯৭২ সালে

❍☞২৪৫) জাতিসংঘের সদস্যপদ লাভ করে – ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর

❍☞২৪৬) জাতি সংঘের সাধারণ অধিবেশনে সর্বপ্রথম বাংলায় ভাষণ দেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

❍☞২৪৭) বঙ্গবন্ধু পুরষ্কার পান – জুলিও কুরি শান্তি পদক

❍☞২৪৮) জুলিও কুরি পদক দেয় – বিশ্বশান্তি পরিষদ

❍☞২৪৯) সংবিধান কমিটির প্রধান ছিলেন – ড. কামাল হোসেন

❍☞২৫০) সংবিধান প্রণয়ণ কমিটিতে মহিলা সদস্য ছিলেন – ১ জন

✺ ২৫১) বাংলাদেশের সংবিধান প্রনয়ণে সময় লাগে – ১০ মাস

✺ ২৫২) বাংলাদেশ সংবিধান – লিখিত ও দুষ্পরিবর্তনীয়

✺ ২৫৩) সংবিধানে ন্যায়পাল সৃষ্টির কথা বলা হয়েছে – ৭৭ নং অনুচ্ছেদে

✺ ২৫৪) বীরঙ্গনাদের সরকার ” নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয় – ২০১৬ সালের ২৯ জানুয়ারি

✺ ২৫৫) সর্বজনীন ভোটাধিকারের নীতি – এক ব্যক্তি এক ভোট নীতি

✺ ২৫৬) সুপ্রীম কোর্ট বাতিল করে সংবিধানের – ৫ম, ৭ম ও ১৩ দশ সংশোধনী

✺ ২৫৭) জাতীয় শোক দিবস – ১৫ আগষ্ট

✺ ২৫৮) বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় – ১৯৭৫ সালের ১৫ আগষ্ট

✺ ২৫৯) জাতীয় ৪ নেতাকে গ্রেপ্তার করা হয় – ১৯৭৫ সালে ২২ আগষ্ট

✺ ২৬০) রাজনৈতিক দল ও কার্যকলাপ নিষিদ্ধ করা হয় – ১৯৭৫ সালের ৩১ আগষ্ট

✺ ২৬১) ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন – খন্দকার মোশতাক আহমেদ

✺ ২৬২) ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় – ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর

✺ ২৬৩) খালেদ মোশাররফ এর নেতৃত্বে সেনা অভ্যুথান হয় -১৯৭৫ সালের ৩ নভেম্বর

✺ ২৬৪) জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয় – ১৯৭৫ সালের ৩ নভেম্বর

✺ ২৬৫) বাংলাদেশে সেনা শাসন আমল – ১৯৭৫ সালের ১৫ আগষ্টের পর থেকে ১৯৯০ পর্যন্ত

✺ ২৬৬) গণতন্ত্রের যাত্রা শুরু হয় – ১৯৯১ সালে

✺ ২৬৭) জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন – ২ নং সেক্টরের

✺ ২৬৮) জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন – ১৯৭৭ সালের ২১ এপ্রিল

✺ ২৬৯) রাষ্টপতি নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭৮ সালের ৩ জুন

✺ ২৭০) বাংলাদেশের ২য় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি

✺ ২৭১) সংবিধানের ৫ম সংশোধনী অবৈধ বলে সুপ্রীম কোর্ট রায় দেন – ২০০৮ সালে

✺ ২৭২) সার্ক গঠনের উদ্যেগক্তা – জিয়াউর রহমান

✺ ২৭৩) রাষ্টপতি জেনারেল জিয়াউর রহমান নিহত হন – ১৯৮১ সালের ৩১ মে

✺ ২৭৪) জিয়াউর রহমানের সামরিক শাসন ছিল – সাড়ে ৫ বছর

✺ ২৭৫) জেনারেল এরশাদ রাষ্টপতি হন – ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর

✺ ২৭৬) রাষ্টপতি এরশাদ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেন – ১৯৮২ সালের ২৪ মার্চ

✺ ২৭৭) সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ হয় – ১৯৮৩ সালে

✺ ২৭৮) গণ আন্দোলন হয় – ১৯৯০ সালে

✺ ২৭৯) জেনারেল এরশাদ পদত্যাগ করেন – ১৯৯০ সালের ৬ ডিসেম্বর

✺ ২৮০) এরশাদ ক্ষমতা দখল করেন – ১৯৮২ সালের ২৪ মার্চ

✺ ২৮১) ঘরোয়া রাজনীতির অনুমতি দেয়া হয় – ১৯৮৩ সালের ১ এপ্রিল

✺ ২৮২) ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৮৩ সালে

✺ ২৮৩) পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৮৪ সালে

✺ ২৮৪) এরশাদ গণভোটের আয়োজন করেন – ১৯৮৫ সালের ২১ মার্চ

✺ ২৮৫) উপজেলা পদ্ধতি চালু করেন – এরশাদ

✺ ২৮৬) উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৮৫ সালের ১৬ ও ২১ মে

✺ ২৮৭) বাংলাদেশের ৩য় জাতীয় সংসদ নির্বাচন হয় – ১৯৮৬ সালের ৭ মে

✺ ২৮৮) ৪র্থ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হয় – ১৯৮৮ সালের ৩ মার্চ

✺ ২৮৯) জেনারেল এরশাদের শাসন আমল – ৯ বছর

✺ ২৯০) প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি

✺ ২৯১) নুর হোসেন শহীদ হন – স্বৈরাচার বিরোধি আন্দোলন ১৯৮৭ সালের ১০ নভেম্বর

✺ ২৯২) এরশাদ জরুরি অবস্থা ঘোষণা করেন – ১৯৮৭ সালের ২৭ নভেম্বর

✺ ২৯৩) সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করা হয় – ১৯৯০ সালের ১০ অক্টোবর ( ২২ টি ছাত্র সংগঠন)

✺ ২৯৪) ডা. সামসুল আলম মিলন গুলিবিদ্ধ হয়ে মারা যান – ১৯৯০ সালের ২৭ নভেম্বর

✺ ২৯৫) ৫ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি

✺ ২৯৬) তত্ববধায়ক সরকারে বিল সংসদে পাশ হয় – ১৯৯৬ সালের ২৬ মার্চ

✺ ২৯৭) তত্তবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা ছিলেন – বিচারপতি হাবিবুর রহমান

✺ ২৯৮) তত্ববধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় – ১২ জুন ১৯৯৬ সালে ( ৭ম জাতীয় নির্বাচন)

✺ ২৯৯) ৮মম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় – ২০০১ সালের ১ অক্টোবর

✺ ৩০০) বাংলাদেশে ১/ ১১ এর সময় কাল – ২০০৭ সাল

❑➫৩০১) ৮ম জাতীয় সংসদ নির্বাচন হয় – ২০০৮ সালের ২৯ ডিসেম্বর

৩০২) ১৯৭২ সালে বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল – ৭০%

৩০৩) ৪০ বছরে দারিদ্যের হার কমেছে – ৩০%

❑➫৩০৪) ৪ দশকে শিশু মৃত্যু হার কমেছে -প্রতি হাজারে ১৮৫ থেকে ৪৮

❑➫৩০৫) বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষানীতি প্রনীত হয় – ২০১০ সালে

❑➫৩০৬) পারিবারিক সংহিংসতা ও সুরক্ষা আইন – ২০১০ সালে প্রণীত হয়

❑➫৩০৭) জাতীয় খাদ্য নীতি – ২০০৬ সালে

❑➫৩০৮) জাতীয় শিশু নীতি প্রণীত হয় – ২০১১ সালে

❑➫৩০৯) জাতীয় শিশু নীতি ২০১১ অনুযায়ী শিশু বলে বিবেচিত হবে -১৮ বছরের কম বয়সী সব ব্যক্তি

❑➫৩১০) বাংলাদেশ পলল গঠিত – আদ্র অঞ্চল

❑➫৩১১) বাংলাদেশের পাহাড়ী অঞ্চল – উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বে

❑➫৩১২) উঁচু ভুমির অবস্থান – উত্তর পশ্চিমাংশে

❑➫৩১৩) বাংলাদেশের ভূ প্রকৃতি – নিচু ও সমতল

❑➫৩১৪) দক্ষিণ এশিয়ার বড় নদী – ৩ টি( গঙ্গা, ব্রক্ষপুত্র, মেঘনা)

❑➫৩১৫) বাংলাদেশের অবস্থান – এশিয়া মহাদেশের দক্ষিণে

❑➫৩১৬) বাংলাদেশের অবস্থান – ২০.৩৪“ উত্তর অক্ষরেখা থেকে ২৬.৩৮” উত্তর অক্ষরেখার মধ্যে

❑➫৩১৭) দ্রাঘিমা রেখা – ৮৮.০১” থেকে ৯২.৪১” পূর্ব দ্রাঘিমা

❑➫৩১৮) বাংলাদেশের মাঝামাঝি দিয়ে অতিক্রম করেছে – কর্কটক্রান্তি রেখা ( ২৩.৫”)

❑➫৩১৯) বাংলাদেশের উত্তরে – পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম

❑➫৩২০) পূর্বে – আসাম, ত্রিপুরা, মিজোরাম,মায়ানমার

❑➫৩২১) দক্ষিণে – বঙ্গোপসাগর

❑➫৩২২) মোট আয়তন – ১,৪৭,৬১০ কি.মি.।

❑➫৩২৩) পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ – বাংলাদেশ

❑➫৩২৪) বাংলাদেশের ভু খন্ড – উত্তর থেকে দক্ষিণে ঢালু

❑➫৩২৫) বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল – এক বিস্তীর্ন সমভূমি

❑➫৩২৬) ভূ প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশ ভাগ করা হয় – ৩ টি শ্রেণীতে

❑➫৩২৭) টারশিয়ারে যুগের পাহাড়সমূহ – মোট ভূমির প্রায় ১২%

❑➫৩২৮) হিমালয় পর্বত উথিত হয় – টারশিয়ারি যুগে

❑➫৩২৯) দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ – রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রামের পূর্বাংশ

❑➫৩৩০) দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর উচ্চতা – ৬১০ মিটার

❑➫৩৩১) বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ – তাজিনডং ( বিজয়)

❑➫৩৩২) বিজয়ের উচ্চতা – ১২৩১ মিটার

❑➫৩৩৩) বিজয় – বান্দরবানে অবস্থিত

❑➫৩৩৪) বাংলাদেশের ২য় সর্বোচ্চ শৃঙ্গ – কিওক্রাডং( ১২৩০ মি)

❑➫৩৩৫) আরো দুটি পাহাড় – মোদকমুয়াল ( ১০০০মি.), পিরামিড( ৯১৫মি)

❑➫৩৩৬) এই পাহাড় গুলো গঠিত – বেলে পাথর, কর্দম, শেল পাথর দ্বারা

❑➫৩৩৭) উত্তর উত্তরপূর্বাঞ্চলের পাহাড়সমূহ – ময়মনসিংহ, নেত্রকোনার উত্তরাংশ, সিলেটের উত্তর উত্তর পূর্বাংশ, মৌলভী বাজার, হবিগঞ্জের দক্ষিনের পাহাড়

❑➫৩৩৮) পাহাড় গুলোর উচ্চতা – ২৪৪ মিটার

❑➫৩৩৯) উত্তরের পাহাড়গুলো – টিলা নামে পরিচিত

❑➫৩৪০) টিলার উচ্চতা – ৩০ থেকে ৯০ মিটার

❑➫৩৪১) এ অঞ্চলের পাহাড় সমূহ – চিকনাগুল, খাসিয়া, জয়ন্তিয়া

❑➫৩৪২) প্লাইস্টোসিন কালের সোপান – দেশের মোট ভূমির ৮% নিয়ে গঠিত

❑➫৩৪৩) প্লাইস্টোসিন কাল বলা হয় – আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে

❑➫৩৪৪) প্লাইস্টোসিন কালের সোপিনসমূহ – ৩ ভাগে বিভক্ত

❑➫৩৪৫) বাংলাদেশে ছোট বড় নদী রয়েছে -৭০০ টি

❑➫৩৪৬) নদীর গুলোর আয়তন দৈর্ঘ্যে – ২২,১৫৫ কি.মি

❑➫৩৪৭) পদ্মা নদী ভারতে পরিচিত – গঙ্গা নামে

❑➫৩৪৮) পদ্মা নদীর উৎপত্তিস্থল – হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে

❑➫৩৪৯) গঙ্গা বাংলাদেশে প্রবেশ করে – রাজশাহী জেলা দিয়ে

❑➫৩৫০) পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয় – গোয়ালন্দে

■➢৩৫১) ব্রক্ষপুত্রের প্রধান ধারা – যমুনা নদী

■➢৩৫২) পদ্মা নদী মেঘনার নাথে মিলিত হয় – চাঁদপুরে

■➢৩৫৩) গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের পরিমান – ৩৪, ১৮৮ বর্গ কি.মি

■➢৩৫৪) পদ্মার শাখা নদী সমূহ – ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ইছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতী, আড়িয়াল খাঁ

■➢৩৫৫) ব্রক্ষপুত্রের উৎপত্তি – তিব্বতের মানস সরোবর

■➢৩৫৬) বক্ষপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করেছে – কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে

■➢৩৫৭) ১৭৮৭ সালের আগে ব্রক্ষপুত্রের প্রধান ধারাটি প্রবাহিত হতো – ময়মনসিংহের মধ্যে দিয়ে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে

■➢৩৫৮) ব্রক্ষপুত্র নদের গতি পরিবর্তিত হয় – ১৭৮৭ সালের ভূমিকম্পে

■➢৩৫৯) যমুনা নদীর শাখা নদী – ধলেশ্বরী

■➢৩৬০) ধলেশ্বরী নদীর শাখা নদী – বুড়িগঙ্গা

■➢৩৬১) যমুনা নদীর উপনদী সমূহ – ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই

■➢৩৬২) গঙ্গার সঙ্গমস্থল পর্যন্ত ব্রক্ষপুত্রের দৈর্ঘ্য – ২৮৯৭ কি.মি এবং আয়তন – ৫,৮০,১৬০ বর্গ কি.মি এবং এর ৪৪,০৩০ বর্গ কি.মি বাংলাদেশের

■➢৩৬৩) সুরমা ও কুশিয়ারা নদী মিলনে উৎপত্তি – মেঘনা নদী

৩৬৪) সুরমা ও কুশিয়ার উৎপত্তি- আসামের বরাক নদী নাগা- মণিপুর অঞ্চলে

৩৬৫) সুরমা ও কুশিয়ারা নদী বাংলাদেশে প্রবেশ করে – সিলেট জেলা দিয়ে

৩৬৬) সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয় – সুনামগঞ্জের আজমিরিগঞ্জে এবং কালনী নামে দক্ষিণ পশ্চিমে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারন করে

৩৬৭) মেঘনা পুত্রের সাথে মিলিত হয় – ভৈরব বাজারের কাছে

৩৬৮) বুড়িগঙ্গা, ধলেশ্বরী, ও শীতলক্ষ্যা মেঘনার সাথে মিলিত হয় – মুন্সিগঞ্জে

■➢৩৬৯) মেঘনার শাখা নদী – মুন, তিতাস, গোমতী, বাউলাই।

■➢৩৭০) বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী – কর্ণফুলী

■➢৩৭১) কর্ণফুলি নদীর উৎপত্তি – লুসাই পাহাড়ে

■➢৩৭২) কর্ণফুলির দৈর্ঘ্য – ৩২০ কি.মি

■➢৩৭৩) কর্ণফুলির প্রধান উপনদী – কাপ্তাই, হালদা, কাসালাং, রাঙখিয়াং

■➢৩৭৪) বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর – চট্টগ্রাম কর্ণফুলির তীরে অবস্থিত

■➢৩৭৫) তিস্তা নদীর উৎপত্তি – সিকিমের পার্বত্য অঞ্চল

■➢৩৭৬) তিস্তা নদী – ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং হয়ে ডিমলা অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে

■➢৩৭৭) তিস্তা নদীরর গতিপথ পরিবর্তিত হয় – ১৯৮৭ সালের বন্যায়

■➢৩৭৮) তিস্তা নদী মিলিত হয় – ব্রক্ষপুত্রের সাথে

■➢৩৭৯) তিস্তা নদীর দৈর্ঘ্য ও প্রস্থ – ১৭৭ কি.মি ও ৩০০ থেকে ৫৫০ মি.

■➢৩৮০) বাংলাদেশের উত্তরাঞ্চলের পানি নিষ্কাশনের প্রধান উৎস – তিস্তা নদী

■➢৩৮১) তিস্তা ব্যারেজ প্রকল্পটি নির্মিত হয় – ১৯৯৭-৯৮ সালে

■➢৩৮২) মংলা বন্দরের দক্ষিণে – পশুর নদী

■➢৩৮৩) পশুর নদীর দৈর্ঘ্য প্রস্থ – প্রায় ১৪২ কি.মি ও ৪৬০ মি. থেকে ২.৫ কি.মি

■➢৩৮৪) সাঙ্গু নদীর উৎপত্তি – আরাকান পাহাড়

Collected

সমাসের সর্বসেরা হ্যান্ডনোট

 Somas Hand Note 























Collected From BCS Our Gole Facebook Group

Tuesday, June 21, 2022

HSC Batch 2022 [Sociology & Social Work Exam Result

 Sociology & Social Work Exam 

Date : 20 June 22 [ 3.00pm]

Total Marks: 40

Name                       Roll       CQ + MCQ   =   Total   [Position]

Farjana Akter Ritu : 213        9+ 14           =23           [First]

Sadia Khatun Bristy:220       7+ 8             =15            

Asif Hosen ridoy    :225        10+10          =20            

Ariful Islam Raj    :  226         8+11            =19            

Priya                      :                7+9            =16             

Umme Arina Hassan  :          0+0             =00             

Farjana                                   9+9             =18


Sociology Total Mark   =  20 

Prapti Ghos                   :         13

joyosri                           :        12

Boishakhi Bishas          :       13








Thursday, June 16, 2022

HSC Batch 2022 Social Work 1st part 1st chapter Exam Result

 Social Work Exam 
Date : 15 June 22 [ 3.00pm]

Total Marks: 40

Name                       Roll       CQ + MCQ   =   Total   [Position]

Farjana Akter Ritu : 213       - 11+ 15         =26           [First]

Sadia Khatun Bristy:220       8.5 + 11        =20            [

Asif Hosen ridoy    :225        8+15             =23            [

Ariful Islam Raj    :  226      10+15             =25            [Second]

Priya                      :                8+12            =20             [

Umme Arina Hassan  :         8+16              =24             [Third]





Friday, June 10, 2022

English Exam Question 10 june 2022

Merit academic care 

Weekly Exam 

Batch: HSC Exam 22 Batch 


1.  Complete the following text with suitable prepositions.                         .5×10=5

Preposition connects all types (a) --------- words together and supports them make better sense (b) ---------  the readers. They help us to understand the relationship (c) ---------  objects. (d) ---------  example, the book and the table are (e) ---------  the kitchen. This ensures you a basic understanding. If we add another preposition, it makes it even clearer. This book is (f) ---------  top of the table (g) the kitchen. We have a clear picture (h) ---------  our mind (i) ---------  the relation of those two objects and their relationship (j) ---------  each other.

 

2.  Complete the sentences with suitable phrases/words given in the box.   0.5×10=5

had better

let alone

what does ....... look like

as soon as

as if

there

would you mind

would rather

it

was born

 

(a) Our spring is very charming. During spring verious kinds of flowers bloom. ---------  seems that everything has got a new life.

(b) Baby: Mom, an owl ---------?

(c) Don't disturb me, you---------  leave me alone at this moment.

(d) The poor man---------  starve than beg.

(e) --------- exists no life on Mars.

(f) ---------  taking tea with me?

(g) Sir Walter Scott was both a poet and a novelist. He---------  in 1771.

(h) She acts---------  she were mad.

(i) --------- we reached the station, the train started.

(j) He did not even see a hill, ---------  a mountain.

 

3. Complete the sentences using suitable clauses/phrases.                        0.5×10=5

(a) We cannot buy a car if---------  . It costs a lot of money.

(b) You are now very helpless. Call me whenever--------- .

(c) The man was so weak that---------  , He should consult a doctor.

(d) Since it was raining heavily, --------- . We stayed at home.

(e) Though he is dull of hearing, --------- He can make a good result.

(f) Danger comes when---------   So, we have to be careful in our life.

(g) When I was a child, --------- . I was fond of playing cricket.

(h) Hardly had we seen the police when---------  . Thus we were saved.

(i) Speak the truth or---------   A truthful man is always honoured everywhere.

(j) He took Biology in lieu of ---------  Mathematics is difficult for him.


4.  Read the following text and fill in the gaps with the right form of verbs as per subject and context.

(a) -------- (Teach) is a noble profession. A teacher (b) -------- (teach) his students from the core of his heart. He teaches his students with a view to (c) -------- (give) the light of education. By (d) --------(get) the light of education, students can-------- (enlighten) their inside. The students (f) -------- (learn) their lessons now as their teachers (g) -------- (instruct) them. But the students nowadays act as though they (h) -------- (know) everything. They are not (i) -------- (pay) heed to their teachers' advice. But the students must be careful in their studies lest they (j) -------- (fall) to secure good marks.

 

 

5.  Change the narrative style by using indirect speeches.

 

"My sons," said he, "A great treasure lies hidden in the estate. I am about to leave you." "Where is it hidden?" said the sons. "I am about to tell you," said the old man. "But you must dig the land for it "

 

 

 

6. Fill in the blanks with suitable linking words/sentence connectors.       0.5×10=5

 

Unemployment is a great curse. (a) ------- all the countries of the world suffer from the curse. (b) ------- nowhere in the world, this problem is so acute as in our country. (c) ------- there are many reasons behind it. (d) -------, our country is industrially backward. (e) ------- our traditional education system is not service-oriented. (f) ------- our students and youths have false sense of dignity. (g) ------- they run after jobs only. (h) -------unemployment problem should be removed at any cost. (i) ------- education system should be changed. (j) ------- more mills and factories should be established.

 

7. Write an application on increasing common room facilities.









Friday, June 3, 2022

Notice For HSC Humanities

 

প্রিয় শিক্ষার্থীরা 

আমাদের হাতে সময় আছে ৭৫ দিন মত 

সুতরাং আমাদের নতুন করে পরিকল্পনা করে পড়তে হবে 

তোমরা যারা রেগুলার পড়তে  আসবে না বা নিয়মিত পড়াশুনা করবে না ,   পরীক্ষায় অংশগ্রহণ করবে না 

এবং যাদের  কোচিং এর বেতন বাকি আছে '''' 

আমরা তাদের পড়াতে চাচ্ছি না , সুতরাং শুধু মাত্র যারা আগ্রহী তাদেরই পড়াবো বাকিদের আসার দরকার নেই 

তোমাদের রুটিন করেছি আপাতত এই রুটিন  অনুযায়ী ক্লাস হবে যদিও এটি পরিবর্তন যোগ্য 

তাছাড়া তোমাদের মতামতের ভিত্তিতে কিভাবে আরও ভাল পড়াশুনা করা যায় সেটি আমরা করবো 

ধন্যবাদ

new Routine

MAC Note

  BIOLOGY FIRST PAPER

Chaper-01    [Lecture-03]

Click Here

Teacher:
MD. MOHAIMINUL ISLAM (SAGOR)
MBBS (Final Year)
Jashore Medical College, Jashore

HSC Session 2023-24

 Science Batch 2023

1. Mst Zohona Khatun

Hamidpur Al-Hera College

Roll:101

Nilgonj Shahpara Jashore 

2. Mst Lamia Khatun

Hamidpur Al-Hera College

Roll:102

Nilgonj Shahpara Jashore

3. Mitanur Akter July

Hamidpur Al-Hera College

Roll:103

Blood Group: O+

Jamdiya Bagherpara Jashore

4. Shirazum Munir Tamim

Hamidpur Al-Hera College

Roll:104

Blood Group: B+

Rajarhat, Jahore

5. Md. Riyajul Islam

Hamidpur al Hera College

Blood Group: A+

Roll: 105

Ramnagar Razarhat Jashore


Humanities Batch 2023


1. Mohammad Al Mujahid

Govt City College Jashore

Roll:201

2. Sumaiya Khatun

Govt City College 

Roll: Sultanpur Jashore

3. Mst Joti Khatun

Govt. City College

Roll: 203
Sultanpur Jashore

 4. Mst. Mehenaj Khatun 

Al-hera college Jashore

Roll: 204

Sultanpur Jashore

5. Mst. Ruposi Khatun
Hamidpur Al-Hera College
 Roll: 205

Sultanpur Jashore
6. Orin Fariya 
Talbaria Degree College 
Roll: 206
Talbariya College Jashore
7. Md. Badon Hossain 
Talbaria Degree College
Roll: 207
Talbariya College Jashore

8. Md. Airin Hossen Titas
Talbariya Degree College 

Roll: 208
Talbariya Sadar Jashore

......

Biology Exam

 

Merit Academic Care Online Quiz Contest-জীববিজ্ঞান [কোষ বিভাজন ও অণুজীব ]

পরীক্ষা দিতে নিচের লিঙ্কে ক্লিক করুন 
Click here

Tuesday, May 17, 2022

Merit Admission care jashore

 Merit Admission care

Merit Admission Care

Medical & University

Jashore_admission_care

আনন্দের সাথে জানাচ্ছি যে ম্যাক এর পক্ষ থেকে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য স্পেশাল প্রাইভেট ব্যাচ চালু হচ্ছে

For Contact
Mobile:01771-388445
Nilgonj Tatipara, jashore {beside Monihar}

Facebook: www.facebook.com/jashoremac

Admission coaching jashore


Friday, May 6, 2022

Admission Going on For HSC Section

 Merit Academic Care 

Admission Going on For HSC Section 

#Merit_Academic_care 

#Mac_jashore




Thursday, April 28, 2022

Download Paradoxical Sajid E Book

 Download Paradoxical Sajid E Book

প্যারাডক্সিক্যাল সাজিদ ১ 


For Download Book 1

Download Paradoxical Sajid E Book


Click Here


For Download Book 2

প্যারাডক্সিক্যাল সাজিদ -২

Download Paradoxical Sajid E Book


Click Here

Sunday, April 17, 2022

Merit Academic Care Online Quiz Contest-3 সাধারন জ্ঞান

  

Merit Academic Care Online Quiz Contest-1

recent general lnowledge


সাধারন জ্ঞান চর্চার জন্য মেরিট একাডেমিক কেয়ারের পক্ষ  অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে , পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে  নিজেকে  দখ করে তুলুন ।  পরীক্ষা সকলের জন্য উন্মুক্ত 
পরীক্ষায় অংশগ্রহণ করতে নিচের লিঙ্কে প্রবেশ করুন 
Click Here


মেরিট লিস্ট দেখতে আমাদের ফেসবুকে চোখ রাখুন 

MAC HSC Physics Online MCQ Exam [তাপ গতিবিদ্যা ]

 Merit Academic Care Online Quiz Contest-2 Physics 



MAC HSC Physics Online MCQ Exam  [তাপ গতিবিদ্যা ]

পদার্থ বিজ্ঞান চর্চার জন্য মেরিট একাডেমিক কেয়ারের পক্ষ  অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে , পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে  নিজেকে দক্ষ  করে তুলুন ।  পরীক্ষা সকলের জন্য উন্মুক্ত 

PassCode জানতে আমাদের ফেসবুকের পোস্ট দেখুন বা ফেসবিকে মেসেজ দিন ক্লিক করুন 

পরীক্ষা দিতে নিচের লিঙ্কে ক্লিক করুন 


Click Here

Thursday, April 14, 2022

পরীক্ষা (১৫-৪-২২) সিলেবাস

 পরীক্ষা (১৫-৪-২২) সিলেবাস 
শুক্রবার মোট ৩টি পরীক্ষা অনুষ্ঠিত হবে 



১। পরীক্ষার বিষয়ঃ উচ্চতর গণিত 

সিলেবাসঃ বহুপদী ও বহুপদী সমীকরণ 

Time:8.00 am

২।   পরীক্ষার বিষয়ঃ ইংরেজি

সিলেবাসঃ right forms of verbs and narration 

Time:10.00 am


৩। পরীক্ষার বিষয়ঃ পদার্থ বিজ্ঞান 

সিলেবাসঃ  

time: 9.00 am


এখানে উল্লেখ্য রবিবার সমাজ কর্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে 

Monday, April 11, 2022

Merit Academic Care Online Quiz Contest

 

Merit Academic Care Online Quiz Contest-1



সাধারন জ্ঞান চর্চার জন্য মেরিট একাডেমিক কেয়ারের পক্ষ  অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে , পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে  নিজেকে  দখ করে তুলুন ।  পরীক্ষা সকলের জন্য উন্মুক্ত 
পরীক্ষায় অংশগ্রহণ করতে নিচের লিঙ্কে প্রবেশ করুন 
Click Here


মেরিট লিস্ট দেখতে আমাদের ফেসবুকে চোখ রাখুন 

Sunday, April 10, 2022

Mathematics Exam Result (8 April 22)

 Mathe CQ Exam Result 


Total Mark 20

Maruf=20

Mamun=10

Jesmin=9.5

Meghla=9.5

Saturday, April 9, 2022

Bangla Exam Result (8 April 2022)

 Bangla MCQ Result
Total MCQ Marks=20


Yeasin=15

Joyosri sorksr=15

Farzana Aktar Ritu=16 (Congratulations )

Prapti ghos=11

Borsha = 17 [Congratulations]

CQ Result Coming very soon

Biology Exam Result (8 April 2022)

The biology exam result has been published  unofficially 




MCQ Part 

Total Number 25+5=30

Name : Biology Mark   +  GK mark= Total Mark

Mehenaz = 22+1=23 [congratulations ]

Hasan=18+2=20

Puza rani bishas=18+3=21

Inzamamul Haque=23+3=26 [congratulations]

Mostafijur rahman =19+1=20

Anup=21+1=22

Mamun=20+1=21

Yeasin=17+3=20


If there is any mistake it will be corrected 


CQ Part result coming very soon.....

Wednesday, April 6, 2022

৮ এপ্রিল ২০২২ (শুক্রবার ) পরীক্ষার সিলেবাস

 ৮ এপ্রিল ২০২২ (শুক্রবার ) পরীক্ষার 


পরীক্ষার বিষয় ঃ জীববিজ্ঞান 
সময় সকাল ৮ টা 
সিলেবাস ঃ জীববিজ্ঞান প্রথম পত্র  ১১ অধ্যায় 

পরীক্ষার বিষয় ঃ বাংলা 

সময়ঃ সকাল ৯ টা 

সিলেবাস ঃ গদ্য - রেইন কোর্ট 

                 পদ্য ঃ আমি কিংবদন্তির কথা বলছি 

        ব্যকারণ ঃ সমাস 

আরও অন্য যে বিষয় পরীক্ষা হবে সেটা দ্রুতই  এখানে জানিয়ে দেয়া হবে 
ধন্যবাদ 


পরীক্ষার বিষয় ঃ Mathematics 

সময়ঃ সকাল 10 টা 

সিলেবাস ঃ 2nd part complex number 







Saturday, April 2, 2022

HSC Social Work CQ & MCQ Question Chapter 1 [First Part]

 সমাজকর্ম  

 দুইটি সৃজনশীল প্রশ্নের উত্তর দাও ?

প্রশ্ন ১:  জনাব আলীম মানুষের সাহায্যে সর্বদা এগিয়ে আসেন। সাহায্যের সময় তিনি দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক দিকের প্রতি সমান গুরুত্ব দিয়ে থাকেন।

ক. COS এর পূর্ণরূপ কী?

খ. সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা- ব্যাখ্যা করো।

গ. জনাব আলীম সমাজকর্মের কোন বৈশিষ্ট্যটি অনুশীলন করেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব আলীমের কার্যক্রম সমাজকর্মের উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্লেষণ করো।

 

প্রশ্ন ২:  প্রফেসর মো: মাহাদ্বীন দ্বাদশ শ্রেণির নবীন ছাত্র-ছাত্রীদের সমাজকর্ম পেশার উপর বক্তব্য দিচ্ছিলেন। রিমি তার পরিচয় দিতে গিয়ে তার বাবাকে সমাজকর্মী হিসেবে উল্লেখ করে। রিমির বাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সমাজসেবায় নিয়োজিত। রিমির যুক্তি তার বাবা অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এবং সমাজের উন্নয়নে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। সুতরাং তার বাবা একজন সমাজকর্মী লক্ষ্মীপুর সরকারি কলেজ।

ক. সমাজকর্ম কী?

খ. ডব্লিউ ফ্রিডল্যান্ডারের প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞা দাও।

গ. সমাজকর্মের চারটি লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ কর।

ঘ. বাংলাদেশের মত অনুন্নত দেশে সমাজকর্মের গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর।

প্রশ্ন ৩:  মি. সাইমন একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তাঁর সংস্থাটি সমস্যাগ্রস্ত ব্যক্তি, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু, মানসিক প্রতিবন্ধী, জনসংখ্যা হ্রাস ও অপরাধপ্রবণ শিশুদের উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে কাজ করে। সংস্থাটি দীর্ঘদিন যাবৎ মানুষের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন, সম্পদের সদ্ব্যবহারসহ আর্থ-সামাজিক ও মনো-দৈহিক সমস্যা দূরীকরণে অবদান রেখে যাচ্ছে।

ক. CSWE-এর পূর্ণরূপ কী?

খ. সমাজকর্মের ধারণা দাও।

গ. অনুচ্ছেদে সমাজকর্মের যেসব পরিধির উল্লেখ রয়েছে সেগুলো চিহ্নিত করে ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের আলোকে সমাজকর্মের গুরুত্ব বিশ্লেষণ করো।





১।  অর্থবহ সামাজিক পরিবর্তন আনয়নে সমাজকর্ম কীভাবে সহায়তা করে?

(ক) সামাজিক সুসম্পর্ক তৈরি করে     (খ) সকল মানুষের কল্যাণ সাধন করে।

(গ) দক্ষতা বৃদ্ধি করে                        (ঘ)  ব্যক্তিগত সমস্যা সমাধান করে

২।  কোন সমাজের জটিল আর্থ-সামাজিক ও মানসিক সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে সমাজকর্মের উদ্ভব?

(ক) সনাতন      (খ) আধুনিক      (গ) প্রাচীন       (ঘ)  শিল্প বিপ্লবোত্তর

৩।  সমাজকর্ম মানুষকে কোন ধরনের ভূমিকা পালনে একটা কার্যকর পর্যায়ে উপনীত হতে সহায়তা করে?

(ক) মনো-সামাজিক  (খ) অর্থনৈতিক      (গ) ধর্মীয়   (ঘ)  রাজনৈতিক

৪।  সনাতন সমাজকল্যাণের পরিশীলিত রূপ কোনটি?

(ক) ঐতিহ্যবাহী সমাজকল্যাণ (খ) সমাজকর্ম     (গ) শিল্প সমাজকল্যাণ  (ঘ) সমাজবিজ্ঞান

৫।  সক্ষমকারী পেশা বলতে বোঝায়

(ক) সমাজকর্মীর আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা (খ) সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সাহায্য দেয়া

(গ) সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা (ঘ)  সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী

৬।  সমাজকর্ম”-এর ইংরেজি হলো?

(ক) Social science    (খ) Social welfare    (গ) Social work    (ঘ) Sociology

৭।   Introduction to social work গ্রন্থের লেখক কে?

(ক) আর. এ. স্কিডমোর এবং এম.জি. থ্যাকারি    (খ) উইলেনস্কি ও লেবো

(গ) ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডার                           (ঘ)  জি. উইলসন ও রাইল্যান্ড

৮. ব্যক্তি ও পরিবেশের মধ্যে কার্যকর মিথস্ক্রিয়ায় সাহায্য করে কোনটি? (জ্ঞান)

(ক) সমাজকর্ম   (খ) অর্থনীতি    (গ) ইতিহাস    (ঘ)  পৌরনীতি ও সুশাসন

৯।  সমাজকর্ম পত্রিকা Charities Review কবে প্রকাশিত হয়?

(ক) ১৮৯০ সালে        (খ) ১৯৯০ সালে      (গ) ১৮৯১ সালে      (ঘ)  ১৯৯১ সালে

১০।   কত সালে প্রকাশিত সমাজকর্ম অভিধানের সংজ্ঞায় ফ্রিল্যান্ডারের সংজ্ঞার প্রতিফলন ঘটেছে?

(ক) ১৯৬৩ সালে     (খ) ১৯৬৭ সালে      (গ) ১৯৯৫ সালে      (ঘ)  ১৯৯৮ সালে

১১।   Government and Social Welfare গ্রন্থের লেখক কে?

(ক) চার্লস জ্যাস্ট    (খ) ফ্রিডল্যান্ডার   (গ) ওয়েন ভেসী   (ঘ)  উইলসন

১২।  সমাজকর্মীর কার্যক্রমের মধ্যে প্রকাশ পায় কোনটি?

(ক) চার্লস জ্যাস্ট    (খ) ফ্রিডল্যান্ডার   (গ) ওয়েন ভেসী   (ঘ)  উইলসন

১৩।  মাসুদ সাহেব একজন সমাজকর্মী। তিনি সেবা প্রদানের ক্ষেত্রে কী মেনে চলেন?

(ক) ধর্মীয় আইন (খ) পেশাদার নীতিমালা   (গ) রাষ্ট্রীয় আইন (ঘ) সামাজিক আইন

১৪।   মানুষের আচরণের মানদণ্ড কোনটি?

(ক) সামাজিক মূল্যবোধ (খ) ধর্মীয় মূল্যবোধ (গ) রাজনৈতিক মূল্যবোধ (ঘ) সাংস্কৃতিক মূল্যবোধ

 

 ১৫।   নিচের কোনটি পেশা হিসেবে সমাজকর্মকে পরিচালনার জন্য সমাজকর্মের ধ্যান-ধারণা, নিয়ম-শৃঙ্খলা বা নীতি প্রণয়নের একটি মানদণ্ড স্থাপন করে?

(ক) সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান          (খ) সমাজকর্মের মূল্যবোধ

(গ) সমাজকর্মের ব্যবহারিক জ্ঞান       (ঘ) সমাজকর্মের পদ্ধতি

১৬।  সমাজকর্মের অনুশীলন কেমন হয়?

(ক) একমুখী (খ) কঠিন   (গ) বাস্তবতা বর্জিত  (ঘ)  দ্বিমুখী ও অংশগ্রহণমূলক

১৭।  সমাজের ক্রমবর্ধমান জটিল সমস্যাবলির স্থায়ী সমাধানের লক্ষ্যে কোনটির উদ্ভব ঘটেছে?

(ক) সনাতন সমাজকর্ম                   (খ) ঐতিহ্যগত সমাজকর্ম  

 (গ) পেশাদার সমাজকর্ম                (ঘ)  মনো-সমাজকর্ম

১৮।   সমাজকর্মে 'ত্রিবিধ ভূমিকা” বলতে বোঝায়?

(ক) প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক (খ) পরিচর্যা, প্রতিকার ও বস্তুগত সহায়তামূলক

 (গ) পরিবর্তন, প্রতিরোধ অবস্তুগত   সহায়তামূলক (ঘ)  উন্নয়নমূলক পরিচর্যা ও পরামর্শমূলক

১৯।  সদ্য নির্বাচিত সরকার তার দেশের মানুষের সামাজিক জীবনের সার্বিক কল্যাণের জন্যে কাজ করতে চান , এজন্য তাকে প্রথমত

i. সুষ্ঠু সামাজিক নীতি প্রণয়ন করতে হবে

 ii. সুষ্ঠু সামাজিক পরিকল্পনা গ্রহণ করতে হবে

iii. সুষ্ঠু অবকাঠামোগত উন্নয়ন করতে হবে

নিচের কোনটি সঠিক?

(ক) i ii (খ) ii iii (গ) i iii (ঘ) i, ii iii

২০।  সমাজকর্ম আর্থ-সামাজিক স্বনির্ভরতা অর্জনের একটি প্রক্রিয়া হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—

i নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে

ii সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে

iii. গোষ্ঠীগত শক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

(ক) i ii (খ) ii iii (গ) i iii (ঘ) i, ii iii

২১। ব্যক্তিস্বাতন্ত্র্য মূল্যবোধ অনুসারে ব্যক্তি—

i. নিজের মূল্যবোধকে সর্বাধিক প্রাধান্য দেয়

ii. সবকিছু থেকে নিজের মূল্যবোধ রক্ষাকে প্রাধান্য দেয়

iii. জাতীয় মূল্যবোধকে অবজ্ঞা করে

নিচের কোনটি সঠিক?

(ক) i ii (খ) ii iii (গ) i iii (ঘ) i, ii iii





Featured Post

২০২৫ ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস

  ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস (২০২৩ সালের সিলেবাসের অনুরূপ) পত্রিকার খবরের লিঙ্ক     ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস (২০২৩ সালের...

Powered by Blogger.