সমাজকর্ম
দুইটি সৃজনশীল প্রশ্নের উত্তর দাও ?
প্রশ্ন
১: জনাব আলীম মানুষের সাহায্যে সর্বদা এগিয়ে আসেন।
সাহায্যের সময় তিনি দৈহিক, মানসিক, সামাজিক,
অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক দিকের প্রতি সমান
গুরুত্ব দিয়ে থাকেন।
ক.
COS এর পূর্ণরূপ কী?
খ.
সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা- ব্যাখ্যা করো।
গ.
জনাব আলীম সমাজকর্মের কোন বৈশিষ্ট্যটি অনুশীলন করেন? ব্যাখ্যা করো।
ঘ.
জনাব আলীমের কার্যক্রম সমাজকর্মের উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্লেষণ করো।
প্রশ্ন
২: প্রফেসর মো: মাহাদ্বীন দ্বাদশ শ্রেণির নবীন
ছাত্র-ছাত্রীদের সমাজকর্ম পেশার উপর বক্তব্য দিচ্ছিলেন। রিমি তার পরিচয় দিতে
গিয়ে তার বাবাকে সমাজকর্মী হিসেবে উল্লেখ করে। রিমির বাবা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান হিসেবে সমাজসেবায় নিয়োজিত। রিমির যুক্তি তার বাবা অসহায় ও দুস্থ
মানুষের কল্যাণে এবং সমাজের উন্নয়নে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। সুতরাং তার বাবা
একজন সমাজকর্মী লক্ষ্মীপুর সরকারি কলেজ।
ক.
সমাজকর্ম কী?
খ.
ডব্লিউ ফ্রিডল্যান্ডারের প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞা দাও।
গ.
সমাজকর্মের চারটি লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ কর।
ঘ.
বাংলাদেশের মত অনুন্নত দেশে সমাজকর্মের গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন
৩: মি. সাইমন একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তাঁর
সংস্থাটি সমস্যাগ্রস্ত ব্যক্তি, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু, মানসিক প্রতিবন্ধী, জনসংখ্যা হ্রাস ও অপরাধপ্রবণ
শিশুদের উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে কাজ করে। সংস্থাটি দীর্ঘদিন যাবৎ মানুষের
পারস্পরিক সম্পর্কের উন্নয়ন, সম্পদের সদ্ব্যবহারসহ
আর্থ-সামাজিক ও মনো-দৈহিক সমস্যা দূরীকরণে অবদান রেখে যাচ্ছে।
ক.
CSWE-এর পূর্ণরূপ কী?
খ.
সমাজকর্মের ধারণা দাও।
গ.
অনুচ্ছেদে সমাজকর্মের যেসব পরিধির উল্লেখ রয়েছে সেগুলো চিহ্নিত করে ব্যাখ্যা করো।
ঘ.
উদ্দীপকের আলোকে সমাজকর্মের গুরুত্ব বিশ্লেষণ করো।
১। অর্থবহ সামাজিক পরিবর্তন আনয়নে সমাজকর্ম
কীভাবে সহায়তা করে?
(ক)
সামাজিক সুসম্পর্ক তৈরি করে (খ) সকল
মানুষের কল্যাণ সাধন করে।
(গ)
দক্ষতা বৃদ্ধি করে (ঘ) ব্যক্তিগত
সমস্যা সমাধান করে
২। কোন সমাজের জটিল আর্থ-সামাজিক ও মানসিক সমস্যা
নিয়ন্ত্রণের লক্ষ্যে সমাজকর্মের উদ্ভব?
(ক)
সনাতন (খ) আধুনিক
(গ) প্রাচীন (ঘ) শিল্প বিপ্লবোত্তর
৩। সমাজকর্ম মানুষকে কোন ধরনের ভূমিকা পালনে একটা
কার্যকর পর্যায়ে উপনীত হতে সহায়তা করে?
(ক)
মনো-সামাজিক (খ) অর্থনৈতিক (গ) ধর্মীয় (ঘ) রাজনৈতিক
৪। সনাতন সমাজকল্যাণের পরিশীলিত রূপ কোনটি?
(ক)
ঐতিহ্যবাহী সমাজকল্যাণ (খ) সমাজকর্ম (গ)
শিল্প সমাজকল্যাণ (ঘ) সমাজবিজ্ঞান
৫। সক্ষমকারী পেশা বলতে বোঝায়
(ক)
সমাজকর্মীর আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা (খ) সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিক
সাহায্য দেয়া
(গ)
সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা (ঘ)
সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী
৬। সমাজকর্ম”-এর ইংরেজি হলো?
(ক)
Social
science (খ) Social
welfare (গ) Social work (ঘ) Sociology
৭। Introduction to
social work গ্রন্থের লেখক কে?
(ক)
আর. এ. স্কিডমোর এবং এম.জি. থ্যাকারি (খ) উইলেনস্কি ও লেবো
(গ)
ডব্লিউ.এ.
ফ্রিডল্যান্ডার (ঘ) জি. উইলসন ও রাইল্যান্ড
৮.
ব্যক্তি ও পরিবেশের মধ্যে কার্যকর মিথস্ক্রিয়ায় সাহায্য করে কোনটি? (জ্ঞান)
(ক)
সমাজকর্ম (খ) অর্থনীতি (গ) ইতিহাস (ঘ) পৌরনীতি ও সুশাসন
৯। সমাজকর্ম পত্রিকা Charities Review কবে প্রকাশিত হয়?
(ক)
১৮৯০ সালে (খ) ১৯৯০ সালে (গ) ১৮৯১ সালে (ঘ)
১৯৯১ সালে
১০। কত সালে প্রকাশিত সমাজকর্ম অভিধানের সংজ্ঞায়
ফ্রিল্যান্ডারের সংজ্ঞার প্রতিফলন ঘটেছে?
(ক)
১৯৬৩ সালে (খ) ১৯৬৭ সালে (গ) ১৯৯৫ সালে (ঘ)
১৯৯৮ সালে
১১। Government and
Social Welfare গ্রন্থের লেখক কে?
(ক)
চার্লস জ্যাস্ট (খ) ফ্রিডল্যান্ডার (গ) ওয়েন ভেসী (ঘ) উইলসন
১২। সমাজকর্মীর কার্যক্রমের মধ্যে প্রকাশ পায়
কোনটি?
(ক)
চার্লস জ্যাস্ট (খ) ফ্রিডল্যান্ডার (গ) ওয়েন ভেসী (ঘ) উইলসন
১৩। মাসুদ সাহেব একজন সমাজকর্মী। তিনি সেবা
প্রদানের ক্ষেত্রে কী মেনে চলেন?
(ক)
ধর্মীয় আইন (খ) পেশাদার নীতিমালা (গ) রাষ্ট্রীয়
আইন (ঘ) সামাজিক আইন
১৪। মানুষের আচরণের মানদণ্ড কোনটি?
(ক)
সামাজিক মূল্যবোধ (খ) ধর্মীয় মূল্যবোধ (গ) রাজনৈতিক মূল্যবোধ (ঘ) সাংস্কৃতিক
মূল্যবোধ
১৫। নিচের কোনটি পেশা হিসেবে সমাজকর্মকে পরিচালনার জন্য সমাজকর্মের ধ্যান-ধারণা, নিয়ম-শৃঙ্খলা বা নীতি প্রণয়নের একটি মানদণ্ড স্থাপন করে?
(ক)
সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান (খ) সমাজকর্মের
মূল্যবোধ
(গ)
সমাজকর্মের ব্যবহারিক জ্ঞান (ঘ) সমাজকর্মের পদ্ধতি
১৬।
সমাজকর্মের অনুশীলন কেমন হয়?
(ক)
একমুখী (খ) কঠিন (গ) বাস্তবতা বর্জিত (ঘ) দ্বিমুখী
ও অংশগ্রহণমূলক
১৭। সমাজের ক্রমবর্ধমান জটিল সমস্যাবলির স্থায়ী সমাধানের
লক্ষ্যে কোনটির উদ্ভব ঘটেছে?
(ক)
সনাতন সমাজকর্ম (খ) ঐতিহ্যগত সমাজকর্ম
(গ) পেশাদার সমাজকর্ম (ঘ) মনো-সমাজকর্ম
১৮। সমাজকর্মে 'ত্রিবিধ ভূমিকা” বলতে বোঝায়?
(ক)
প্রতিকার,
প্রতিরোধ ও উন্নয়নমূলক (খ) পরিচর্যা, প্রতিকার
ও বস্তুগত সহায়তামূলক
(গ) পরিবর্তন, প্রতিরোধ অবস্তুগত সহায়তামূলক (ঘ) উন্নয়নমূলক পরিচর্যা ও পরামর্শমূলক
১৯।
সদ্য নির্বাচিত সরকার তার দেশের মানুষের
সামাজিক জীবনের সার্বিক কল্যাণের জন্যে কাজ করতে চান , এজন্য তাকে প্রথমত
i. সুষ্ঠু সামাজিক নীতি প্রণয়ন করতে হবে
ii. সুষ্ঠু সামাজিক পরিকল্পনা
গ্রহণ করতে হবে
iii. সুষ্ঠু অবকাঠামোগত উন্নয়ন করতে হবে
নিচের
কোনটি সঠিক?
(ক)
i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
২০।
সমাজকর্ম আর্থ-সামাজিক স্বনির্ভরতা
অর্জনের একটি প্রক্রিয়া হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—
i নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে
ii সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে
iii. গোষ্ঠীগত শক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে
নিচের
কোনটি সঠিক?
(ক)
i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
২১।
ব্যক্তিস্বাতন্ত্র্য মূল্যবোধ অনুসারে ব্যক্তি—
i. নিজের মূল্যবোধকে সর্বাধিক প্রাধান্য দেয়
ii. সবকিছু থেকে নিজের মূল্যবোধ রক্ষাকে প্রাধান্য দেয়
iii. জাতীয় মূল্যবোধকে অবজ্ঞা করে
নিচের
কোনটি সঠিক?
(ক)
i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
0 comments:
Post a Comment