Wednesday, September 27, 2023

NTRCA ICT Viva Preparation

NTRCA  ICT Viva Preparaation 
Lecturar ICT & Assistant Teacher ict 

প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত


প্রশ্ন ১। কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত?

উত্তর : সিমুলেশন তত্ত্ব।


প্রশ্ন ২। মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কী বলে?

উত্তর : নিউরাল নেট।


প্রশ্ন ৩। ভার্চুয়াল রিয়েলিটির অপর নাম কী 

উত্তর : কম্পিউটার সিমুলেশন।


প্রশ্ন ৪। কোন প্রজন্মের কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয় ?

উত্তর : পঞ্চম।


প্রশ্ন ৫। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র কোনটি? 

উত্তর : মেশিন লার্নিং ।


প্রশ্ন ৬। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় কাকে? 

উত্তর : জন ম্যাকার্থিকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় ।


প্রশ্ন ৭। রোবট কী? 

উত্তর : রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের কর্মকাণ্ডের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে। 

প্রশ্ন ৮। Actuator ব্যবহার হয় কোন ক্ষেত্রে?

উত্তর : রোবটিক্সে।


প্রশ্ন ৯। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানো যায়?

উত্তর : 360° ।


প্রশ্ন ১০। ক্রায়োসার্জারি কী?

উত্তর : ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি, যা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ত্বকের অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু/ত্বক কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয় ।


প্রশ্ন ১১। অতি শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করাকে কী বলে?

উত্তর : ক্রায়োসার্জারি।


প্রশ্ন ১২। কত তাপমাত্রায় ক্রায়োসার্জারি সেলগুলোকে ধ্বংস করার কাজ করে?

উত্তর : - 41°C

প্রশ্ন ১৩। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদানটির নাম কী?


উত্তর : নাইট্রোজেন ।


প্রশ্ন ১৪। ক্রায়োপ্রোব কী?


উত্তর : ক্রায়োপ্রোব হলে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত এক ধরনের নিয়ন্ত্রিত আল্টাথিন সুচ ও মাইক্রো ক্যামেরাযুক্ত নল যা দিয়ে ক্ষতস্থান শনাক্ত ও প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রায়োজেনিক গ্যাস ব্যবহার করা হয়।


প্রশ্ন ১৫। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের মালিকানা অর্জন করে?

উত্তর : ৫৭ তম।




প্রশ্ন ১৬। বায়োমেট্রিক কী? উত্তর : মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিই হলো বায়োমেট্রিক ।


প্রশ্ন ১৭। বায়োমেট্রিক সিস্টেমের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতির নাম কী? উত্তর : ফিঙ্গারপ্রিন্ট রিডার।


প্রশ্ন ১৮। জিন কী?

উত্তর : জিন হলো ডিএনএ-এর ভেতরে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যা সেই প্রাণীর জীবনের বৈশিষ্ট্যকে বহন করে।


প্রশ্ন ১৯। DNA কাকে বলে?

উত্তর : ক্রোমোজোমের মধ্যে চেইনের মতো প্যাচানো কিছু পদার্থ রয়েছে।  এগুলোকে ডিএনএ (DNA Deoxyribonucleic Acid) বলা হয়। 

প্রশ্ন ২০। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?

উত্তর : বায়োইনফরমেটিক্স।


প্রশ্ন ২১। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?

উত্তর : জীবদেহে জীনোমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে কিংবা একাধিক জীবের জীনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টির কৌশলই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং।


প্রশ্ন ২২। RDNA সমৃদ্ধ জীবকোষকে কী বলে?


উত্তর : GMO ।


প্রশ্ন ২৩। জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কী বলে?


উত্তর : জিনোম ।


প্রশ্ন ২৪। পাটের জিন মানচিত্র আবিষ্কার করেন কে?

উত্তর : ড. মাকসুদুল আলম।


প্রশ্ন ২৫। GMO কী?

উত্তর : রিকম্বিনেন্ট ডিএনএ সমৃদ্ধ জীবকোষকে বলা হয় Genetically Modified Organism (GMO)।


প্রশ্ন ২৬। ন্যানোটেকনোলজি কী?

উত্তর : বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে। থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তিই হলো ন্যানোটেকনোলজি।


প্রশ্ন ২৭। ন্যানো-পার্টিকেল কাকে বলে?

উত্তর : 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা হলে তাকে সাধারণভাবে ন্যানো-পার্টিকেল বলে।


প্রশ্ন ২৮। ন্যানো-টেকনোলজির জনক বলা হয় কাকে?

উত্তর : রিচার্ড ফাইনম্যানকে ন্যানো টেকনোলজির জনক বলা হয়। 

প্রশ্ন ২১। এক ন্যানোমিটার সমান কত মিটার?

উত্তর : 10 মিটার


দ্বিতীয় অধ্যায়। কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং


প্রশ্ন ৩০। ডেটা কমিউনিকেশন কী? উত্তর : ডেটা কমিউনিকেশন হলো উৎস (প্রেরণকারী) ও গ্রহণকারীর মধ্যে ডেটা আদান-প্রদানের একটি ব্যবস্থা।


প্রশ্ন ৩১। ব্যান্ডউইথ কী?

উত্তর : প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় অর্থাৎ ডেটা স্থানান্তরের হারই ব্যান্ডউইথ।


প্রশ্ন ৩২। bps এর পূর্ণরূপ কী?

উত্তর : bit per second.


প্রশ্ন ৩৩। ব্রডব্যান্ড কী?

উত্তর : 1 Mbps হতে আরম্ভ করে অনেক উচ্চগতি সম্পন্ন (যেমন : 1 Gbps) ডেটা স্থানান্তরের ব্যান্ড হলো ব্রডব্যান্ড । 

প্রশ্ন ৩৪। ডেটা ট্রান্সমিশন মেথড কী?

উত্তর : এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ডেটা বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তরের প্রক্রিয়াই হলো ডেটা ট্রান্সমিশন মেথড ।


প্রশ্ন ৩৫। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে একবারে কয়টি বিট পাঠানো হয়?


উত্তর : ১টি।


প্রশ্ন ৩৬। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কী?


উত্তর : যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক যখন খুশি তখন ডেটা প্রেরণ করতে পারে, গ্রাহক সবসময়েই সেই ডেটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে সেটিই হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। 

প্রশ্ন ৩৭। ওয়াকিটকি কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড?

উত্তর : হাফ ডুপ্লেক্স ।


প্রশ্ন ৩৮। ফুল-ডুপ্লেক্স কী?


উত্তর : যে ব্যবস্থাপনায় দুটি ডিভাইসের মধ্যে একই সময়ে ডেটা প্রেরণ এবং গ্রহণ করা যায় তাই ফুল-ডুপ্লেক্স মোড। যেমন— টেলিফোন, মোবাইল ইত্যাদি ।


প্রশ্ন ৩৯ । টুইস্টেড পেয়ার ক্যাবল কী?


উত্তর : দুটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে প্যাচিয়ে যে ক্যাবল তৈরি করা হয় তাই টুইস্টেড পেয়ার ক্যাবল ।


প্রশ্ন ৪০। কো-এক্সিয়েল ক্যাবল কী?


উত্তর : কো-এক্সিয়েল ক্যাবল মূলত তামা বা কপার-নির্মিত তিন স্তর বিশিষ্ট তারের ক্যাবল ।


প্রশ্ন ৪১। ফাইবার অপটিক্যাল ক্যাবল কী?

উত্তর : ফাইবার অপটিক্যাল ক্যাবল হলো বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি অত্যন্ত সূক্ষ্ম তন্তু বিশেষ যার মধ্যে আলোর পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে থাকে। প্রশ্ন ৪২। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা স্থানান্তরিত হয় কোন ক্যাবলে? উত্তর : অপটিক্যাল ফাইবার ক্যাবল ।


প্রশ্ন ৪৩। কোর কী?


উত্তর : ফাইবার অপটিক ক্যাবলের কেন্দ্রের যে অংশের প্রতিসরাংক


বেশি সেই অংশই হলো কোর।


প্রশ্ন ৪৪। ক্ল্যাড কী?


উত্তর : ফাইবার অপটিক ক্যাবলের কেন্দ্রের যে অংশের প্রতিসরাংক কম সেই অংশই হলো ক্ল্যাড।


প্রশ্ন ৪৫। মাইক্রো ওয়েভ কী?


উত্তর : মোটামুটিভাবে ১ গিগাহার্টজ হতে ১০০ গিগাহার্টজের ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি ব্যান্ডই হলো মাইক্রোওয়েড।


প্রশ্ন ৪৬। ব্লুটুথ কী?


উত্তর : ওয়্যারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বের মধ্যে তার-বিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে ।


প্রশ্ন ৪৭। Wi-Fi কত ফ্রিকোয়েন্সিতে কাজ করে?


উত্তর : 2.4 থেকে 5 GHz ।


প্রশ্ন ৪৮। 4G মোবাইল ফোনের ডেটা ট্রান্সফার রেট কত?


উত্তর : 100 Mbps


প্রশ্ন ৪৯। wwww কোন প্রজন্মের মোবাইল ফোনের সাথে সম্পর্কিত?


উত্তর : 5G 1


প্রশ্ন ৫০। wwww এর পূর্ণরূপ কী?


উত্তর : wwww এর পূর্ণরূপ হলো— World Wide Wireless Web.


প্রশ্ন ৫১। LAN এর সর্বোচ্চ বিস্তৃতি কত?


উত্তর : 1 কি.মি.।


প্রশ্ন ৫২। মডেম কী?


উত্তর : মডেম হলো অ্যানালগ সিগন্যাল ব্যবহার করে ডিজিটাল সিগন্যাল পাঠানোর একটি প্রক্রিয়া।


প্রশ্ন ৫৩। হাব কী?


উত্তর : একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটার বা ডিভাইসের নেটওয়ার্কিং করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটিই হচ্ছে হাব। 

প্রশ্ন ৫৪। হাব ও সুইচের মূল পার্থক্য কোথায়?

উত্তর : বুদ্ধিমত্তার।


প্রশ্ন ৫৫। রাউটার কী?


উত্তর : একই প্রটোকলভুক্ত দুই বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কের জন্য সংযোগ স্থাপন করে নেটওয়ার্ক সম্প্রসারণ করতে যে যন্ত্র ব্যবহার করা হয় তাই রাউটার।


প্রশ্ন ৫৬। স্টার টপোলজি কী?


উত্তর : যে টপোলজিতে কম্পিউটার বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক


ডিভাইস যেমন— প্রিন্টার সরসরি একটি হাব বা সুইচের মাধ্যমে


পরস্পর যুক্ত থাকে তাই স্টার টপোলজি ।


প্রশ্ন ৫৭। ট্রি টপোলজি কী?


উত্তর : যে টপোলজিতে কম্পিউটার


বা নোডগুলো পরস্পরের সাথে


গাছের শাখা-প্রশাখার ন্যায় বিন্যস্ত ও যুক্ত থাকে তাই হচ্ছে ট্রি টপোলজি।


প্রশ্ন ৫৮। প্রাইভেট নেটওয়ার্ক কী? উত্তর : যে নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত এবং কোনো কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করতে কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়, তাই প্রাইভেট নেটওয়ার্ক।


প্রশ্ন ৫৯। হাইব্রিড টপোলজি কী ?


উত্তর : স্টার, রিং, বাস, মেশ প্রভৃতি নেটওয়ার্কের সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাই হাইব্রিড টপোলজি।


প্রশ্ন ৬০। হাইব্রিড ক্লাউড কী?


উত্তর : দুই বা ততোধিক ধরনের ক্লাউড (প্রাইভেট, পাবলিক বা কমিউনিটি) এর সংমিশ্রণই হলো হাইব্রিড ক্লাউড ।


তৃতীয় অধ্যায়) সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস


প্রশ্ন ৬১। সংখ্যা পদ্ধতি কি? উত্তর : সংখ্যাকে প্রকাশ করার এবং গণনা করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি।


প্রশ্ন ৬২। দশমিক সংখ্যা পদ্ধতি কী?


উত্তর : যে সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 9 9 অঙ্ক বা


চিহ্ন বা প্রতীক নিয়ে আলোচনা করা হয় তাই দশমিক সংখ্যা পদ্ধতি । প্রশ্ন ৬৩। র‍্যাডিক্স বিন্দু কী? উত্তর : পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণসংখ্যা ও


ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাই র‍্যাডিক্স বিন্দু ।


প্রশ্ন ৬৪। অক্টাল সংখ্যা কি?


উত্তর : যে সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 ব্যবহৃত হয় তা


হচ্ছে অক্টাল সংখ্যা ।


প্রশ্ন ৬৫। । এর পরিপূরক কী?


উত্তর : বাইনারী সংখ্যায় () এর স্থানে । এবং এর স্থানে । বসিয়ে,


অর্থাৎ সংখ্যার বিটগুলোকে উল্টিয়ে যে বাইনারী সংখ্যা গঠন করা হয় তা হচ্ছে 1-এর পরিপূরক।


প্রশ্ন ৬৬। ASCII কোড কত বিটের কোড?


উত্তর : ASCII কোড একটি সাত বিটের আলফানিউমেরিক কোড । প্রশ্ন ৬৭। সর্বশেষ ইউনিকোডের standard অনুযায়ী প্রত্যেকটা বর্ণের


জন্য নির্ধারিত সংখ্যা কত?


প্রশ্ন ৬৮। NOT গেট কী?


উত্তর : যে গেট একটি ইনপুটের বিপরীত অবস্থান তৈরি করে, সেটি


হচ্ছে NOT গেট ।


প্রশ্ন ৬৯। NOR গেট কী?


উত্তর : NOR গেট হচ্ছে OR গেটের আউটপুটকে NOT গেট দিয়ে পরিবর্তিত করা রূপ ।


প্রশ্ন ৭০। কোন ক্ষেত্রে XOR গেটে আউটপুট ( হয়?


উত্তর : XOR গেটে ইনপুট দুটি একই হলে আউটপুট ) হয়।


প্রশ্ন ৭১। হাফ-অ্যাডার কী?


প্রশ্ন ৭২। ফুল অ্যাডার কাকে বলে?


সাপ্লিমেন্ট উত্তর : যে অ্যাডার দুটি বিট যোগ করে যোগফল ও হাতে থাকে সংখ্যা বা ক্যারি বের করতে পারে তাই হাফ অ্যাডার।


উত্তর : যে বর্তনীর সাহায্যে তিনটি বাইনারি যোগ করার পর দুটি আউটপুট সংকেত যার একটি যোগফল এবং আউটপুট ক্যারি পাওয়া যায় তাকে ফুল অ্যাডার বলে । প্রশ্ন ৭৩। ফ্লিপফ্লপ কী?


উত্তর : ফ্লিপফ্লপ এক ধরনের সার্কিট যেখানে একটি ইনপুট দিয়ে সেই


ইনপুটের মান সংরক্ষণ করা যায়। প্রশ্ন ৭৪। বাইনারি সংখ্যা পদ্ধতি কী?


উত্তর : 0 এবং 1 এ দুই চিহ্ন ব্যবহার করে গড়ে ওঠা সংখ্যা পদ্ধতিই


বাইনারি সংখ্যা পদ্ধতি।


প্রশ্ন ৭৫। সার্বজনীন গেইট কী?


উত্তর : যে সকল গেইট দিয়ে মৌলিক গেইটসহ অন্যান্য সকল প্রকার গেইট তৈরি বা বাস্তবায়ন করা যায় সেসব গেইট হচ্ছে সার্বজনীন গেইট ।


প্রশ্ন ৭৬। BCD কী?


উত্তর : একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদাভাবে চারটি বাইনারি বিট দিয়ে প্রকাশ করাকে বিসিডি কোড বলে।


প্রশ্ন ৭৭। ইউনিকোড কী?


উত্তর : ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে


একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড।


প্রশ্ন ৭৮ । Universal গেট কী?


উত্তর : যে সকল গেইট দিয়ে মৌলিক গেইটসহ অন্যান্য সকল প্রকার প্রশ্ন ৭৯। সত্যক সারণি কী?


গেইট তৈরি বা বাস্তবায়ন করা যায় সেসব গেইট হচ্ছে সর্বজনীন গেট ।


উত্তর : একটি বিশেষ প্রক্রিয়ায় কোন ইনপুটের জন্য কোন আউটপুট পাওয়া যায় সেটি যদি একটি সারণি বা টেবিল দিয়ে পুরোপুরিভাবে প্রকাশ করা হয় সেটি হচ্ছে সত্যক সারণি বা ট্রুথ টেবিল ।


প্রশ্ন ৮০। কোড কী?


উত্তর : কম্পিউটারে বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারীতে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে কোড।


প্রশ্ন ৮১। কাউন্টার কী?


উত্তর : কাউন্টার এক ধরনের ডিজিটাল সার্কিট যেটি গণনা করতে পারে।


প্রশ্ন ৮২। বুলিয়ান অ্যালজেবরা কী? উত্তর : বুলিয়ান এলজেবরা একটি ভিন্ন ধরনের এলজেবরা যেখানে শুধামাত্র 0 এবং 1 এর সেট {0, 1} নিয়ে কাজ করা হয়।


প্রশ্ন ৮৩। মৌলিক গেইট কী?


উত্তর : যেসব গেইট অন্য কোনো গেইটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাই মৌলিক গেইট ।


প্রশ্ন ৮৪। যৌগিক গেট কী?


উত্তর : যে সকল গেইট এক বা একাধিক মৌলিক গেইটের সমন্বয়ে


তৈরি হয় তাই যৌগিক গেইট । প্রশ্ন ৮৫। লজিক গেইট কী?


উত্তর : বুলিয়ান অ্যালজেবরায় মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য


যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয়, তাই


লজিক গেইট ।


প্রশ্ন ৮৬। ফ্লিপ-ফ্লপ কী ?


উত্তর : ফ্লিপফ্লপ এক ধরনের সার্কিট যেখানে একটি ইনপুট দিয়ে সেই ইনপুটের মান সংরক্ষণ করা যায়।


চতুর্থ অধ্যায়। ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML


প্রশ্ন ৮৭। স্ট্যাটিক ওয়েবসাইট কী?


উত্তর : স্ট্যাটিক ওয়েবসাইট হলো এক ধরনের ওয়েবসাইট যেখানে বিভিন্ন তথ্য রাখা হয় এবং ব্যবহারকারী ওয়েব ব্রাউজারের মাধ্যমে


সেই তথ্য দেখতে পারে।


প্রশ্ন ৮৮। ডায়নামিক ওয়েবসাইট কী? উত্তর : ডায়নামিক ওয়েবসাইট হলো এমন এক ধানের ওয়েবসাইট


যেখানে ব্যবহারকারীরা ওয়েব সাইটে বিভিন্ন ইনপুট দেন আর সেই


ইনপুট অনুসারে বিভিন্ন আউটপুট তৈরি হয়।


প্রশ্ন ৮১। রিকোয়েস্ট কাকে বলে?


উত্তর : ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারীর ইনপুট নিয়ে সার্ভারের কাছে ডেটা পাঠায় যাকে বলা হয় রিকোয়েস্ট।


প্রশ্ন ৯০। HTML এর কাজ কী?


উত্তর : HTML এর কাজ হচ্ছে কোনো তথ্য ব্রাউজারে প্রদর্শনের


উপযোগী করা।


প্রশ্ন ৯১। HTML কী ধরনের ভাষা?


উত্তর : মার্কআপ ভাষা ।


প্রশ্ন ৯২। আধুনিক সব ওয়েবসাইটে HTML এর সাথে কী ব্যবহৃত হয়?


উত্তর : আধুনিক সব ওয়েবসাইটে HTML এর সাথে CSS ব্যবহৃত হয়। প্রশ্ন ১৩। হোম পেইজ কী?


উত্তর : ওয়েবসাইটের একদম প্রথম পৃষ্ঠাটি হলো হোমপেজ।


প্রশ্ন ৯৪ । এইচটিএমএল ফাইলের এক্সটেনশন কী? উত্তর : এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হলো .HTML.


প্রশ্ন ৯৫। HTML ফাইলের কয়েকটি টেক্সট এডিটরের নাম লিখ।


উত্তর : HTML ফাইলের কয়েকটি টেক্সট এডিটরের নাম হলো- নোটপ্যাড, নোটপ্যাড ++, সাবলাইম টেক্সট ইত্যাদি ।


প্রশ্ন ১৬। HTML এলিমেন্ট কী? উত্তর : HTML পেইজের বিভিন্ন অংশ বা উপাদানগুলোই হলো


HTML এলিমেন্ট ।


প্রশ্ন ১৭। HTML-এর এলিমেন্ট লেখার জন্য কী ব্যবহার করা হয়?


উত্তর : ট্যাগ।


প্রশ্ন ১৮। HTML এলিমেন্ট লেখার জন্য কী ব্যবহার করা হয়?


উত্তর : HTML এলিমেন্ট লেখার জন্য ট্যাগ ব্যবহার করা হয়। প্রশ্ন ১৯। ট্যাগকে কিসের সাথে তুলনা করা হয়?


উত্তর : ট্যাগকে ব্র্যাকেট বা বন্ধনীর সাথে তুলনা করা হয়।


প্রশ্ন ১০০। এম্পটি এলিমেন্ট কী?


উত্তর : যেসব এলিমেন্টের মধ্যে কনটেন্ট থাকে না এবং ক্লোজিং ট্যাগও থাকে না তাই হলো এম্পটি এলিমেন্ট।


প্রশ্ন ১০১। ওপেনিং ও ক্লোজিং ট্যাগের গঠন লিখ ।


উত্তর : ওপেনিং ও ক্লোজিং ট্যাগের গঠন হলো- <element_name ও </element_name>




প্রশ্ন ১০২। ইটালিক করার জন্য কোন এলিমেন্ট উত্তর : i এলিমেন্ট।


ব্যবহার করা হয়?


প্রশ্ন ১০৩। লেখাকে নিচে নামানোর জন্য কোন এলিমেন্ট ব্যবহার করা হয়?


উত্তর : sub


প্রশ্ন ১০৪। HTML এর মূল এলিমেন্ট কোনটি?


উত্তর : HTML এর মূল এলিমেন্ট হলো <html>।


প্রশ্ন ১০৫। এইচটিএমএলে কয়টি হেডিং এলিমেন্ট রয়েছে? উত্তর : এইচটিএমএলে ছয়টি হেডিং এলিমেন্ট রয়েছে।


প্রশ্ন ১০৬। সবচেয়ে বড় হেডিং কোনটি?


উত্তর : সবচেয়ে বড় হেডিং h1 প্রশ্ন ১০৭। সবচেয়ে ছোট হেডিং কোনটি?


উত্তর : সবচেয়ে ছোট হেডিং h6


প্রশ্ন ১০৮। ব্রাউজারে রিফ্রেশ করার কিবোর্ড কমান্ড কোনটি?


উত্তর : ব্রাউজারে রিফ্রেশ করার কিবোর্ড কমান্ড F5।


প্রশ্ন ১০৯। <hr> কী? উত্তর : <hr> হলো হরাইজন্টাল রুল এলিমেন্ট। এটি একটি ফাঁকা এলিমেন্ট ।


প্রশ্ন ১১০ ।strong এলিমেন্ট কী?


উত্তর : বক্তব্যের কোনো নির্দিষ্ট অংশকে বিশেষ জোর দিয়ে বলার জন্য ব্যবহৃত এলিমেন্ট হলো strong এলিমেন্ট ।


প্রশ্ন ১১১। ul অর্থ কী?


উত্তর : ul অর্থ হলো unorder list,


প্রশ্ন ১১২ ৷li অর্থ কী?


উত্তর : li অর্থ হলো list itme.


প্রশ্ন ১১৩। ul এলিমেন্ট ব্যবহার করা হয় কেন?


উত্তর : ক্রমবিহীন তালিকা তৈরির জন্য ul এলিমেন্ট ব্যবহার করা হয়। প্রশ্ন ১১৪।li এলিমেন্ট ব্যবহার করা হয় কেন?


উত্তর : li এলিমেন্ট ব্যবহার করা হয় তালিকার উপাদানগুলো রাখতে । প্রশ্ন ১১৫। অ্যাট্রিবিউট কী?


উত্তর : অ্যাট্রিবিউট হচ্ছে এলিমেন্টের একটি অংশ, যা এলিমেন্টের


কার্যক্ষমতা বা ফাংশনালিটি বৃদ্ধি করে।


প্রশ্ন ১১৬। লিংক কী?


উত্তর : এক পেইজের সঙ্গে অন্য পেইজের বা একই পেইজের বিভিন্ন


অংশের মধ্যে সংযোগ করার পদ্ধতিই হলো লিংক।


প্রশ্ন ১১৭। হাইপারলিংক কী?


উত্তর : এক পেইজের সঙ্গে অন্য পেইজের বা একই পেইজের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ করার পদ্ধতিটি যখন হাইপারটেক্সটে থাকে


তখন তাকে বলা হয় হাইপারলিংক। প্রশ্ন ১১৮। img কী ধরনের এলিমেন্ট?


উত্তর : img একটি এম্পটি এলিমেন্ট অর্থাৎ এর কোনো ক্লোজিং বা শেষ ট্যাগ নেই।


প্রশ্ন ১১৯। alt অ্যাট্রিবিউটের কাজ কী?


উত্তর : alt অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে কোনো কারণে যদি ছবিটি না দেখা যায় তাহলে ছবিটি আসলে কিসের তা বর্ণনা করা।


প্রশ্ন ১২০। সারি বা রো কাকে বলে? উত্তর : টেবিলের অনুভূমিক বরাবর ঘরগুলোকে বলা হয় সারি বা রো ।


প্রশ্ন ১২১।স্তম্ভ বা কলাম কী?


উত্তর : টেবিলে খাড়াভাবে প্রকাশিত ঘরগুলো হলো স্তম্ভ বা কলাম । প্রশ্ন ১২২। সেল কাকে বলে?


উত্তর : টেবিলের একেকটি ঘরকে বলা হয় সেল।


প্রশ্ন ১২৩। হেডার কাকে বলে?


উত্তর : টেবিলের একেবারে ওপরের সারিকে বলা হয় হেডার।


প্রশ্ন ১২৪। tr এলিমেন্টের কাজ কী?


উত্তর : tr এলিমেন্টের কাজ হচ্ছে টেবিলের একটি সারি তৈরি করা।


প্রশ্ন ১২৫। th এলিমেন্ট ব্যবহার করা হয় কেন? উত্তর : হেডিং অংশে টেবিলের হেডিং বসাতে th এলিমেন্ট ব্যবহার করা হয়।


প্রশ্ন ১২৬। rowspan কী?


উত্তর : কয়েকটি রো জুড়ে একটি সেল তৈরি করতে ব্যবহৃত


অ্যাট্রিবিউট হলো rowspan প্রশ্ন ১২৭। colspan কী?


উত্তর : কয়েকটি কলাম জুড়ে একটি সেল তৈরি করতে ব্যবহৃত


অ্যাট্রিবিউট হলো colspan


প্রশ্ন ১২৮। UTF-8 কী?


উত্তর: UTF-8 হচ্ছে জনপ্রিয় একটি ইউনিকোড ক্যারেক্টার সেট । প্রশ্ন ১২৯। lang অ্যাট্রিবিউটের কাজ কী?


উত্তর : lang অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে ডকুমেন্টটি কোন ভাষায় আছে


তা ব্রাউজার ও সার্চ ইঞ্জিনকে জানানো।


প্রশ্ন ১৩০। ওয়ারফ্রেম কী?


উত্তর : এইচটিএমএলের লে-আউট ডিজাইনটি প্রথমে হাতে কলমে করা যায় । এ জাতীয় কাগজে কলমে আঁকা ডিজাইন হলো ওয়ারফ্রেম।


প্রশ্ন ১৩১। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কী?


উত্তর : ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হলো কোনো একটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ওয়েবসাইটের বিভিন্ন ফিচার ইমপ্লিমেন্টেশন, ডেটাবেজ সার্ভারের সাথে সংযোগ স্থাপন করা।


প্রশ্ন ১৩২। IP Address কী?


উত্তর : IP Address হলো ইন্টারনেটে প্রতিটি কম্পিউটারের একটি


নির্দিষ্ট ঠিকানা ।


পঞ্চম অধ্যায়। প্রোগ্রামিং ভাষা


প্রশ্ন ১৩৩। স্থায়ী মেমোরি কী? উত্তর : যেসব মেমোরিতে কম্পিউটার বন্ধ করার পরেও ডেটা সংরক্ষিত থাকে সেসব মেমোরিই হলো স্থায়ী মেমোরি।


প্রশ্ন ১৩৪। হার্ডডিস্ক কী ধরনের মেমোরি?


উত্তর : স্থায়ী।


প্রশ্ন ১৩৫ । অস্থায়ী মেমোরি কী?


উত্তর : যেসব মেমোরির ডেটা কম্পিউটার বন্ধ করলে হারিয়ে যায়, সেসব মেমোরিই হলো অস্থায়ী মেমোরি ।


প্রশ্ন ১৩৬। মেশিন কোড কাকে বলে?


উত্তর : 0 ও 1 দিয়ে তৈরি করা প্রোগ্রামকে মেশিন


কোড বলা হয় ।


প্রশ্ন ১৩৭। মেশিন ল্যাঙ্গুয়েজ কাকে বলে? উত্তর : 0 ও 1 দিয়ে তৈরি যে প্রোগ্রাম, তাকে বলে মেশিন কোড।


আর এ ভাষাটিকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ।


প্রশ্ন ১৩৮। মধ্যম স্তরের ভাষা কাকে বলে?


উত্তর : অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং উচ্চ স্তরের ভাষার মধ্যবর্তী


ভাষাকে মধ্যম স্তরের ভাষা বলা হয় ।


প্রশ্ন ১৩৯। C++ কোন ধরনের প্রোগ্রামিং ভাষা?


উত্তর : হাই লেভেল প্রোগ্রামিং ভাষা ।


প্রশ্ন ১৪০। অনুবাদক প্রোগ্রাম কী?


উত্তর : অনুবাদক প্রোগ্রাম হলো বিভিন্ন ভাষায় লেখা প্রোগ্রামকে


মেশিন কোডে রূপান্তর করার জন্য বিশেষ প্রোগ্রাম ।


প্রশ্ন ১৪১। অ্যাসেম্বলার কী?


উত্তর : অ্যাসেম্বলার হলো অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন


কোডে অনুবাদ করার প্রোগ্রাম।


প্রশ্ন ১৪২। কম্পাইলার কী?


উত্তর : কম্পাইলার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যা পুরো প্রোগ্রাম


পরীক্ষা করে সিনট্যাক্সগুলো মেশিন কোডে রূপান্তর করে। প্রশ্ন ১৪৩। সিনট্যাক্স কী?


উত্তর : C প্রোগ্রামিং ভাষার নিয়ম কানুনগুলোই হলো সিনট্যাক্স । প্রশ্ন ১৪৪। ইন্টারপ্রেটার কী?


উত্তর : ইন্টারপ্রেটার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যা পুরো প্রোগ্রাম পরীক্ষা না করে প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট মেশিন কোডে রূপান্তর করে সেটিকে এক্সিকিউট করে।


প্রশ্ন ১৪৫। অ্যালগরিদম কী?


উত্তর : অ্যালগরিদম হলো প্রোগ্রামিং সমস্যা সমাধানের বিভিন্ন ধাপ।


প্রশ্ন ১৪৬। ফ্লোচার্ট কী?


উত্তর : ফ্লোচার্ট হলো সমস্যা সমাধানের ধাপগুলোকে ছবির মাধ্যমে


প্রকাশ করা।


প্রশ্ন ১৪৭। সি কী? ভাষা।


উত্তর : সি একটি অত্যান্ত শক্তিশালী প্রোগ্রামিং


প্রশ্ন ১৪৮। SQL কী ধরনের ভাষা?


উত্তর : 4GL ভাষা


প্রশ্ন ১৪৯। সি প্রোগ্রামিং ভাষা কে তৈরি করেন? উত্তর : সি প্রোগ্রামিং ভাষা ডেনিস রিচি তৈরি করেন।


প্রশ্ন ১৫০। সি প্রোগ্রামিং ভাষার ফাইল এক্সটেনশন কী? উত্তর : সি প্রোগ্রামিং ভাষার ফাইল এক্সটেনশন হলো .C।


প্রশ্ন ১৫১। বাগ কাকে বলে?


উত্তর : প্রোগ্রামের ভুলকে বলা হয় বাগ ।


প্রশ্ন ১৫২। ডিবাগিং কী?


উত্তর : প্রোগ্রামের যাবতীয় বাগ খুঁজে বের করে সমাধান করার


ধাপটিই হলো ডিবাগিং ।


প্রশ্ন ১৫৩। কোডব্লকস (Code:: blocks) কী?


উত্তর : সি ভাষার জন্য ব্যবহৃত একটি আইডিই (IDE) সফটওয়্যার


হচ্ছে কোডব্লকস


প্রশ্ন ১৫৪। printf () কী ? উত্তর : printf( ) হলো স্ক্রিনে কোনো কিছু প্রিন্ট করার ফাংশন ।


প্রশ্ন ১৫৫। char কী?


উত্তর : char হলো ডেটা টাইপ যা একটি মাত্র অক্ষর ধারণ করতে পারে। প্রশ্ন ১৫৬। ফরম্যাট স্পেসিফায়ার কী?


উত্তর : ক্যারেক্টার টাইপের ডেটা প্রিন্ট করার জন্য যে সাংকেতিক চিহ্ন


ব্যবহার করা হয় সেটিই ফরম্যাট স্পেসিফায়ার।


প্রশ্ন ১৫৭। Scanf( )


কী ?


উত্তর : Scanf( ) হলো ইনপুট নেওয়ার ফাংশন।


প্রশ্ন ১৫৮। এক্সপ্রেশন কী?


উত্তর : সি প্রোগ্রামিং ভাষায় এক্সপ্রেশন হলো কিছু কোড যা একটি


মান প্রকাশ করে।


প্রশ্ন ১৫৯। কি-ওয়ার্ড কী?


উত্তর : কি-ওয়ার্ড হলো সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত বেশ কিছু


সংরক্ষিত শব্দ ।


প্রশ্ন ১৬০। স্টেটমেন্ট দ্বারা কী বোঝানো হয়?


উত্তর : স্টেটমেন্ট দ্বারা একটি কাজ বোঝানো হয়।


প্রশ্ন ১৬১। সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তরের সূত্র লিখ। উত্তর : সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তরের সূত্র হলো—


F = 1.8 x C + 32


প্রশ্ন ১৬২। কন্ডিশন কাকে বলে? উত্তর : কম্পিউটার প্রোগ্রাম এমন ভাবে লেখা যায়, যেন প্রোগ্রামটি

বিভিন্ন শর্তের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই শর্তকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলে কন্ডিশন ।


 প্রশ্ন ১৬৩। কন্ডিশনাল এক্সপ্রেশন কী?

উত্তর : যে এক্সপ্রেশন ব্যবহার করে শর্ত তৈরি করা হয় তাই হলো কন্ডিশনাল এক্সপ্রেশন ।


প্রশ্ন ১৬৪। রিলেশনাল অপারেটর কী? উত্তর : সি প্রোগ্রামিং ভাষায় দুটি সংখ্যা তুলনা করার জন্য ব্যবহৃত অপারেটরগুলোই হলো রিলেশনাল অপারেটর।


প্রশ্ন ১৬৫। সি প্রোগ্রামিং ভাষার ফাইল এক্সটেনশন কী?


উত্তর : .c।


প্রশ্ন ১৬৬। সি প্রোগ্রামিং ভাষায় % কী?


উত্তর : সি প্রোগ্রামিং ভাষায় % হলো ভাগশেষ বের করার অপারেটর। একে মডুলাস অপারেটরও বলা হয়।


প্রশ্ন ১৬৭। নেস্টেড লুপ কী?


উত্তর : নেস্টেড লুপ হলো একটি লুপের ভেতর আরও লুপ ব্যবহার করা।


প্রশ্ন ১৬৮। অ্যারে কী?


উত্তর : সি প্রোগ্রামিং ভাষায় অ্যারে হলো একটি বিশেষ ডেটা স্ট্রাকচার


যাতে একই ধরনের একাধিক ডেটা রাখা যায়। প্রশ্ন ১৬৯। কোনটিতে একই ধরনের একাধিক ডেটা রাখা যায়?


উত্তর : অ্যারে ।


প্রশ্ন ১৭০। স্ট্রিং কাকে বলে?


উত্তর : সি প্রোগ্রামিং ভাষায় ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলে একাধিক অক্ষর রাখতে হলে ক্যারেক্টার টাইপের অ্যারে ব্যবহার করাকে বলা হয় স্ট্রিং।


প্রশ্ন ১৭১।নাল ক্যারেন্টার (10) কী ?


উত্তর : একটি স্ট্রিংয়ের শেষ অক্ষরটি হলো নাল ক্যারেক্টার (10)।


প্রশ্ন ১৭২। স্ট্রিংয়ের দৈর্ঘ্য কাকে বলে? উত্তর : একটি স্ট্রিংয়ে মোট অক্ষরের সংখ্যাকে সেই স্ট্রিংয়ের দৈর্ঘ্য বলা হয়।


প্রশ্ন ১৭৩। একটি ফাংশন ব্যবহার করতে হলে কয়টি জিনিস জানতে


হয়?


উত্তর : ৩টি।


প্রশ্ন ১৭৪। প্যারামিটার কী?


উত্তর : ফাংশনের নামের পরে প্রথম বন্ধনীর ভেতর ইনপুট হিসেবে যে ডেটা গ্রহণ করা হয় একে বলা হয় ফাংশনের প্যারামিটার। প্রশ্ন ১৭৫। আর্গুমেন্ট কাকে বলে?


উত্তর : ফাংশনটি যখন ব্যবহার করা হয় তখন প্যারামিটারের জায়গায়  ডেটা পাঠানো হয়, তাকে বলা হয় আর্গুমেন্ট।


প্রশ্ন ১৭৬। Strlen কী?

উত্তর : Strlen হলো একটি লাইব্রেরি ফাংশন যেটি ব্যবহার করে স্ট্রিংয়ের দৈর্ঘ্য এবং ক্যারেক্টার সংখ্যা নির্ণয় করা যায় ।


প্রশ্ন ১৭৭। হেডার ফাইল কী? 

উত্তর : সি প্রোগ্রামে ব্যবহৃত ফাংশন যে ফাইলে থাকে তাই হলো হেডার ফাইল ।

0 comments:

Post a Comment

Featured Post

২০২৫ ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস

  ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস (২০২৩ সালের সিলেবাসের অনুরূপ) পত্রিকার খবরের লিঙ্ক     ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস (২০২৩ সালের...

Powered by Blogger.