Wednesday, December 7, 2022

ভর্তি পরীক্ষার প্রস্তুতির নির্দেশনা

 

প্রিয় HSC  পরীক্ষার্থীরা
তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হতে যাচ্ছে। এখন তোমাদের বিশ্ববিদ্যালয় , মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময়

এক্ষেত্রে তোমাদের প্রতি কিছু নির্দেশনা
১। ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগের মাধ্যমে তোমার এত দিনের পরিশ্রম এবং স্বপ্ন ব্যাস্তবায়ন করা সম্ভব , কিন্তু একটা ভুল সিধান্ত তোমার স্বপ্ন নস্যাৎ করে দিতে পারে। সামনের এই ৩ মাসের প্রস্তুতিই পারে তোমার জীবনের মোড় ঘুড়িয়ে দিতে , যেহেতু সময় অনেক কম সুতরাং সঠিক সিধান্ত নেয়া অনেক কঠিন, অন্যের কথায় বা পরিবারের চওয়াই ভুল সিধান্ত নিবে না।
১। খুব ভেবে চিন্তে তোমাদের যোগ্যতা আনুজায় সিধান্ত নিবে তোমরা উচ্চশিক্ষার জন্য কোথায় ভর্তি হতে চাও , অবশ্যই খেয়াল রাখবে শুধু চওয়া থাকলেই হবে না , সিধান্ত নিতে হবে তোমার যোগ্যতা অনুজায়, যেমন তুমি বুয়েটে পড়তে চাও কিন্তু তোমার আবেদন করার যোগ্যতাই নেই বা অন্যের কথা শুনে বা অন্যের দেখা দেখি বুয়েট বা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে লাভ হবে না । তুমি ভালো জানো তোমার যোগ্যতা কি বা তোমার এইচএসসির ফলাফল কেমন হতে পারে। সুতরাং সেই অনুজায় বিশ্ববিদ্যালয় , মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কোন কোচিং তুমি করবে সেটার সিধান্ত দিকে।

২। ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাকে অবশ্যই কোন কোচিং এর শরণাপন্ন হতে হবে , কারণ এইচএসসি এর ভর্তি পরীক্ষার প্রস্তুতির মধ্যে পার্থক্য আছে। ভর্তি কোচিং করার মাধ্যমে তুমি সঠিক দিক নির্দেশনা পাবে।
৩। তবে কোচিং এর পাশাপাশি তোমাদের উচিৎ কোন ভাইয়ার কাছে স্পেশাল ভাবে প্রস্তুতি নেয়া , সে ক্ষেত্রে তোমার ছোট ৫ জনের একটা গ্রুপ করে পড়তে পারো তাহলে ভালো ফলাফল পাবে , কোচিং এর মাধ্যমে তুমি নিজেকে যাচায় করতে পারবে অনেকের মধ্যে তুমি কেমন করছো কিন্তু কোচিং দ্বারা পূর্ণ প্রস্তুতি সম্ভব না সেটা যে কোচিংই হোক না কেন।
৪। ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই বিশ্ববিদ্যালয় পড়ে এমন কারর কাছ থেকে পরামর্শ নিবে এবং সবসময় তাদের দিকনির্দেশনা অনুসরণ করবে।
৫। ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য একটুও সময় নষ্ট করবে না এইচএসসি পরীক্ষা শেষ হবার সাথে সাথে প্রস্তুতি শুরু করে দিবে।

এ ছাড়াও তোমাদের যদি কোন কিছু জানার থাকে সে ক্ষেত্রে ম্যাক এর সাথে যোগাযোগ করতে পারো
মেরিট  একাডেমিক কেয়ার, যশোর
ধন্যবাদ





0 comments:

Post a Comment

Featured Post

২০২৫ ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস

  ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস (২০২৩ সালের সিলেবাসের অনুরূপ) পত্রিকার খবরের লিঙ্ক     ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস (২০২৩ সালের...

Powered by Blogger.