Thursday, April 28, 2022

Download Paradoxical Sajid E Book

 Download Paradoxical Sajid E Book

প্যারাডক্সিক্যাল সাজিদ ১ 


For Download Book 1

Download Paradoxical Sajid E Book


Click Here


For Download Book 2

প্যারাডক্সিক্যাল সাজিদ -২

Download Paradoxical Sajid E Book


Click Here

Sunday, April 17, 2022

Merit Academic Care Online Quiz Contest-3 সাধারন জ্ঞান

  

Merit Academic Care Online Quiz Contest-1

recent general lnowledge


সাধারন জ্ঞান চর্চার জন্য মেরিট একাডেমিক কেয়ারের পক্ষ  অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে , পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে  নিজেকে  দখ করে তুলুন ।  পরীক্ষা সকলের জন্য উন্মুক্ত 
পরীক্ষায় অংশগ্রহণ করতে নিচের লিঙ্কে প্রবেশ করুন 
Click Here


মেরিট লিস্ট দেখতে আমাদের ফেসবুকে চোখ রাখুন 

MAC HSC Physics Online MCQ Exam [তাপ গতিবিদ্যা ]

 Merit Academic Care Online Quiz Contest-2 Physics 



MAC HSC Physics Online MCQ Exam  [তাপ গতিবিদ্যা ]

পদার্থ বিজ্ঞান চর্চার জন্য মেরিট একাডেমিক কেয়ারের পক্ষ  অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে , পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে  নিজেকে দক্ষ  করে তুলুন ।  পরীক্ষা সকলের জন্য উন্মুক্ত 

PassCode জানতে আমাদের ফেসবুকের পোস্ট দেখুন বা ফেসবিকে মেসেজ দিন ক্লিক করুন 

পরীক্ষা দিতে নিচের লিঙ্কে ক্লিক করুন 


Click Here

Thursday, April 14, 2022

পরীক্ষা (১৫-৪-২২) সিলেবাস

 পরীক্ষা (১৫-৪-২২) সিলেবাস 
শুক্রবার মোট ৩টি পরীক্ষা অনুষ্ঠিত হবে 



১। পরীক্ষার বিষয়ঃ উচ্চতর গণিত 

সিলেবাসঃ বহুপদী ও বহুপদী সমীকরণ 

Time:8.00 am

২।   পরীক্ষার বিষয়ঃ ইংরেজি

সিলেবাসঃ right forms of verbs and narration 

Time:10.00 am


৩। পরীক্ষার বিষয়ঃ পদার্থ বিজ্ঞান 

সিলেবাসঃ  

time: 9.00 am


এখানে উল্লেখ্য রবিবার সমাজ কর্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে 

Monday, April 11, 2022

Merit Academic Care Online Quiz Contest

 

Merit Academic Care Online Quiz Contest-1



সাধারন জ্ঞান চর্চার জন্য মেরিট একাডেমিক কেয়ারের পক্ষ  অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে , পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে  নিজেকে  দখ করে তুলুন ।  পরীক্ষা সকলের জন্য উন্মুক্ত 
পরীক্ষায় অংশগ্রহণ করতে নিচের লিঙ্কে প্রবেশ করুন 
Click Here


মেরিট লিস্ট দেখতে আমাদের ফেসবুকে চোখ রাখুন 

Sunday, April 10, 2022

Mathematics Exam Result (8 April 22)

 Mathe CQ Exam Result 


Total Mark 20

Maruf=20

Mamun=10

Jesmin=9.5

Meghla=9.5

Saturday, April 9, 2022

Bangla Exam Result (8 April 2022)

 Bangla MCQ Result
Total MCQ Marks=20


Yeasin=15

Joyosri sorksr=15

Farzana Aktar Ritu=16 (Congratulations )

Prapti ghos=11

Borsha = 17 [Congratulations]

CQ Result Coming very soon

Biology Exam Result (8 April 2022)

The biology exam result has been published  unofficially 




MCQ Part 

Total Number 25+5=30

Name : Biology Mark   +  GK mark= Total Mark

Mehenaz = 22+1=23 [congratulations ]

Hasan=18+2=20

Puza rani bishas=18+3=21

Inzamamul Haque=23+3=26 [congratulations]

Mostafijur rahman =19+1=20

Anup=21+1=22

Mamun=20+1=21

Yeasin=17+3=20


If there is any mistake it will be corrected 


CQ Part result coming very soon.....

Wednesday, April 6, 2022

৮ এপ্রিল ২০২২ (শুক্রবার ) পরীক্ষার সিলেবাস

 ৮ এপ্রিল ২০২২ (শুক্রবার ) পরীক্ষার 


পরীক্ষার বিষয় ঃ জীববিজ্ঞান 
সময় সকাল ৮ টা 
সিলেবাস ঃ জীববিজ্ঞান প্রথম পত্র  ১১ অধ্যায় 

পরীক্ষার বিষয় ঃ বাংলা 

সময়ঃ সকাল ৯ টা 

সিলেবাস ঃ গদ্য - রেইন কোর্ট 

                 পদ্য ঃ আমি কিংবদন্তির কথা বলছি 

        ব্যকারণ ঃ সমাস 

আরও অন্য যে বিষয় পরীক্ষা হবে সেটা দ্রুতই  এখানে জানিয়ে দেয়া হবে 
ধন্যবাদ 


পরীক্ষার বিষয় ঃ Mathematics 

সময়ঃ সকাল 10 টা 

সিলেবাস ঃ 2nd part complex number 







Saturday, April 2, 2022

HSC Social Work CQ & MCQ Question Chapter 1 [First Part]

 সমাজকর্ম  

 দুইটি সৃজনশীল প্রশ্নের উত্তর দাও ?

প্রশ্ন ১:  জনাব আলীম মানুষের সাহায্যে সর্বদা এগিয়ে আসেন। সাহায্যের সময় তিনি দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক দিকের প্রতি সমান গুরুত্ব দিয়ে থাকেন।

ক. COS এর পূর্ণরূপ কী?

খ. সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা- ব্যাখ্যা করো।

গ. জনাব আলীম সমাজকর্মের কোন বৈশিষ্ট্যটি অনুশীলন করেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব আলীমের কার্যক্রম সমাজকর্মের উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্লেষণ করো।

 

প্রশ্ন ২:  প্রফেসর মো: মাহাদ্বীন দ্বাদশ শ্রেণির নবীন ছাত্র-ছাত্রীদের সমাজকর্ম পেশার উপর বক্তব্য দিচ্ছিলেন। রিমি তার পরিচয় দিতে গিয়ে তার বাবাকে সমাজকর্মী হিসেবে উল্লেখ করে। রিমির বাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সমাজসেবায় নিয়োজিত। রিমির যুক্তি তার বাবা অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এবং সমাজের উন্নয়নে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। সুতরাং তার বাবা একজন সমাজকর্মী লক্ষ্মীপুর সরকারি কলেজ।

ক. সমাজকর্ম কী?

খ. ডব্লিউ ফ্রিডল্যান্ডারের প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞা দাও।

গ. সমাজকর্মের চারটি লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ কর।

ঘ. বাংলাদেশের মত অনুন্নত দেশে সমাজকর্মের গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর।

প্রশ্ন ৩:  মি. সাইমন একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তাঁর সংস্থাটি সমস্যাগ্রস্ত ব্যক্তি, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু, মানসিক প্রতিবন্ধী, জনসংখ্যা হ্রাস ও অপরাধপ্রবণ শিশুদের উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে কাজ করে। সংস্থাটি দীর্ঘদিন যাবৎ মানুষের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন, সম্পদের সদ্ব্যবহারসহ আর্থ-সামাজিক ও মনো-দৈহিক সমস্যা দূরীকরণে অবদান রেখে যাচ্ছে।

ক. CSWE-এর পূর্ণরূপ কী?

খ. সমাজকর্মের ধারণা দাও।

গ. অনুচ্ছেদে সমাজকর্মের যেসব পরিধির উল্লেখ রয়েছে সেগুলো চিহ্নিত করে ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের আলোকে সমাজকর্মের গুরুত্ব বিশ্লেষণ করো।





১।  অর্থবহ সামাজিক পরিবর্তন আনয়নে সমাজকর্ম কীভাবে সহায়তা করে?

(ক) সামাজিক সুসম্পর্ক তৈরি করে     (খ) সকল মানুষের কল্যাণ সাধন করে।

(গ) দক্ষতা বৃদ্ধি করে                        (ঘ)  ব্যক্তিগত সমস্যা সমাধান করে

২।  কোন সমাজের জটিল আর্থ-সামাজিক ও মানসিক সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে সমাজকর্মের উদ্ভব?

(ক) সনাতন      (খ) আধুনিক      (গ) প্রাচীন       (ঘ)  শিল্প বিপ্লবোত্তর

৩।  সমাজকর্ম মানুষকে কোন ধরনের ভূমিকা পালনে একটা কার্যকর পর্যায়ে উপনীত হতে সহায়তা করে?

(ক) মনো-সামাজিক  (খ) অর্থনৈতিক      (গ) ধর্মীয়   (ঘ)  রাজনৈতিক

৪।  সনাতন সমাজকল্যাণের পরিশীলিত রূপ কোনটি?

(ক) ঐতিহ্যবাহী সমাজকল্যাণ (খ) সমাজকর্ম     (গ) শিল্প সমাজকল্যাণ  (ঘ) সমাজবিজ্ঞান

৫।  সক্ষমকারী পেশা বলতে বোঝায়

(ক) সমাজকর্মীর আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা (খ) সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সাহায্য দেয়া

(গ) সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা (ঘ)  সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী

৬।  সমাজকর্ম”-এর ইংরেজি হলো?

(ক) Social science    (খ) Social welfare    (গ) Social work    (ঘ) Sociology

৭।   Introduction to social work গ্রন্থের লেখক কে?

(ক) আর. এ. স্কিডমোর এবং এম.জি. থ্যাকারি    (খ) উইলেনস্কি ও লেবো

(গ) ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডার                           (ঘ)  জি. উইলসন ও রাইল্যান্ড

৮. ব্যক্তি ও পরিবেশের মধ্যে কার্যকর মিথস্ক্রিয়ায় সাহায্য করে কোনটি? (জ্ঞান)

(ক) সমাজকর্ম   (খ) অর্থনীতি    (গ) ইতিহাস    (ঘ)  পৌরনীতি ও সুশাসন

৯।  সমাজকর্ম পত্রিকা Charities Review কবে প্রকাশিত হয়?

(ক) ১৮৯০ সালে        (খ) ১৯৯০ সালে      (গ) ১৮৯১ সালে      (ঘ)  ১৯৯১ সালে

১০।   কত সালে প্রকাশিত সমাজকর্ম অভিধানের সংজ্ঞায় ফ্রিল্যান্ডারের সংজ্ঞার প্রতিফলন ঘটেছে?

(ক) ১৯৬৩ সালে     (খ) ১৯৬৭ সালে      (গ) ১৯৯৫ সালে      (ঘ)  ১৯৯৮ সালে

১১।   Government and Social Welfare গ্রন্থের লেখক কে?

(ক) চার্লস জ্যাস্ট    (খ) ফ্রিডল্যান্ডার   (গ) ওয়েন ভেসী   (ঘ)  উইলসন

১২।  সমাজকর্মীর কার্যক্রমের মধ্যে প্রকাশ পায় কোনটি?

(ক) চার্লস জ্যাস্ট    (খ) ফ্রিডল্যান্ডার   (গ) ওয়েন ভেসী   (ঘ)  উইলসন

১৩।  মাসুদ সাহেব একজন সমাজকর্মী। তিনি সেবা প্রদানের ক্ষেত্রে কী মেনে চলেন?

(ক) ধর্মীয় আইন (খ) পেশাদার নীতিমালা   (গ) রাষ্ট্রীয় আইন (ঘ) সামাজিক আইন

১৪।   মানুষের আচরণের মানদণ্ড কোনটি?

(ক) সামাজিক মূল্যবোধ (খ) ধর্মীয় মূল্যবোধ (গ) রাজনৈতিক মূল্যবোধ (ঘ) সাংস্কৃতিক মূল্যবোধ

 

 ১৫।   নিচের কোনটি পেশা হিসেবে সমাজকর্মকে পরিচালনার জন্য সমাজকর্মের ধ্যান-ধারণা, নিয়ম-শৃঙ্খলা বা নীতি প্রণয়নের একটি মানদণ্ড স্থাপন করে?

(ক) সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান          (খ) সমাজকর্মের মূল্যবোধ

(গ) সমাজকর্মের ব্যবহারিক জ্ঞান       (ঘ) সমাজকর্মের পদ্ধতি

১৬।  সমাজকর্মের অনুশীলন কেমন হয়?

(ক) একমুখী (খ) কঠিন   (গ) বাস্তবতা বর্জিত  (ঘ)  দ্বিমুখী ও অংশগ্রহণমূলক

১৭।  সমাজের ক্রমবর্ধমান জটিল সমস্যাবলির স্থায়ী সমাধানের লক্ষ্যে কোনটির উদ্ভব ঘটেছে?

(ক) সনাতন সমাজকর্ম                   (খ) ঐতিহ্যগত সমাজকর্ম  

 (গ) পেশাদার সমাজকর্ম                (ঘ)  মনো-সমাজকর্ম

১৮।   সমাজকর্মে 'ত্রিবিধ ভূমিকা” বলতে বোঝায়?

(ক) প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক (খ) পরিচর্যা, প্রতিকার ও বস্তুগত সহায়তামূলক

 (গ) পরিবর্তন, প্রতিরোধ অবস্তুগত   সহায়তামূলক (ঘ)  উন্নয়নমূলক পরিচর্যা ও পরামর্শমূলক

১৯।  সদ্য নির্বাচিত সরকার তার দেশের মানুষের সামাজিক জীবনের সার্বিক কল্যাণের জন্যে কাজ করতে চান , এজন্য তাকে প্রথমত

i. সুষ্ঠু সামাজিক নীতি প্রণয়ন করতে হবে

 ii. সুষ্ঠু সামাজিক পরিকল্পনা গ্রহণ করতে হবে

iii. সুষ্ঠু অবকাঠামোগত উন্নয়ন করতে হবে

নিচের কোনটি সঠিক?

(ক) i ii (খ) ii iii (গ) i iii (ঘ) i, ii iii

২০।  সমাজকর্ম আর্থ-সামাজিক স্বনির্ভরতা অর্জনের একটি প্রক্রিয়া হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—

i নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে

ii সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে

iii. গোষ্ঠীগত শক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

(ক) i ii (খ) ii iii (গ) i iii (ঘ) i, ii iii

২১। ব্যক্তিস্বাতন্ত্র্য মূল্যবোধ অনুসারে ব্যক্তি—

i. নিজের মূল্যবোধকে সর্বাধিক প্রাধান্য দেয়

ii. সবকিছু থেকে নিজের মূল্যবোধ রক্ষাকে প্রাধান্য দেয়

iii. জাতীয় মূল্যবোধকে অবজ্ঞা করে

নিচের কোনটি সঠিক?

(ক) i ii (খ) ii iii (গ) i iii (ঘ) i, ii iii





মেডিকেল (এম.বি.বি.এস / MBBS) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১।। সকল প্রশ্নের উত্তর

  

Medical Admission Test 21-22

 Question Solution

 


Subject: Biology

 

. জবার অমরাবিন্যাস

 উত্তরঃ অক্ষীয়

 

2. cell mediated immunuty –

উত্তরঃ T lymphocyte

. কোন অঙ্গে সবচেয়ে বেশি রক্ত প্রবাহ হয়

উত্তরঃ যকৃত

 

8. DNA সংশ্লেষ হয় কোন পর্যায়ে

উত্তরঃ S phase

 . পত্ররন্ধ্র খোলা তরান্বিত করে

উত্তরঃ নীল আলো

 

. গবলেট কোষ কোথায় থাকে

উত্তরঃ মিউকোসা

.কোনটা লালারসে থাকে

 উত্তরঃ টায়ালিন

 

. আমিষ পরিপাকে

 উত্তরঃ ট্রিপসিন

 

. মায়ের দুধে-

উত্তরঃ IgA

 

১০. পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে

উত্তরঃ মেসোফিল

১১. অদ্রবনীয় প্রোটিন

উত্তরঃ গ্লুটামিন

 

১২. কোষের অভ্যন্তরীন pH নিয়ন্ত্রন করে-

উত্তরঃ কোষ গহ্বর

 

১৩. কোন আয়ন দ্রুত শোষিত হয়

উত্তরঃ K+

 

১৪. দেহের ক্ষত নিরাময়ে কোন বিভাজন

 

উত্তরঃ মাইটোসিস

 

১৫. হৃদপিন্ডের কোন প্রাচীর পুরু

উত্তরঃ বাম ভেন্ট্রিকল

 ১৬. চর্মরোগের ওষুধ

উত্তরঃ Cycas circinalis

 

১৭. কোনটা Autosomal recessive এর রোগ

 

উত্তরঃ থ্যালাসেমিয়া

 

১৮. হৃদস্পন্দন শুরু হয়

উত্তরঃ 6th week

 

 

১৯. কেচো শ্বাস নেয়

উত্তরঃ ত্বক

 

২০. প্রজাপতির প্রতিসাম্যতা

উত্তরঃ দ্বিপার্শ্বীয়

২১. সালোকসংশ্লেষণে কয় অক্সিজেন তৈরি হয়

 উত্তরঃ ৬ অনু

 

২২. প্রস্বেদন কখন বেশি হয়

উত্তরঃ আদ্রতা কম থাকলে

 

২৩. অক্সিজেন বিহীন শ্বসনের ধাপ

 

উত্তরঃ গ্লাইকোলাইসিস

 

২৪. নিষেক ছাড়া ভ্রূণ হয়

উত্তরঃ Apogamy

 

২৫. জুভেনাইল হরমোন ক্ষরণ হয়

উত্তরঃ করপোরা এলাটা

 

২৬.করোনা ভ্যাক্সিন তৈরি হয় না কোন পদ্ধতিতে -

 

উত্তরঃ টক্সোয়েড

 

২৭. বংশগতির বাহক কে-

উত্তরঃ ক্রোমসোম

 

২৮. অক্সিজেন রক্তচাপ মাপা যায় পালস

 

উত্তরঃ অক্সিমিটার

 

২৯.টিস্যু কালচারের মাধ্যমে সফল ভাবে উৎপাদিত হচ্ছে-

উত্তরঃ স্ট্রবেরি

 

৩০. কোণ খনিজ লবনের অভাবে গাছের পাতা ও ফুল ঝড়ে যায়

উত্তরঃ ফসফরাস

 

Subject: English

 

1. The teacher has repeated herself twice, here twice is-

উত্তরঃ Adverb

2. Which is the following sentence contain and inappropriate preposition

 

উত্তরঃ Early rising is conductive with help

 

3.Synonym for polite is

উত্তরঃ Courteous

 4.Select the correct tense"

I had been studying english for five years before I moved to the USA উত্তরঃ Past perfect continuous

 

5.Identify the tense of the Sentence"She will be starting her new job tomorrow –

উত্তরঃ Future continuous

6.Which of the following is the meaning of the phrase read between the lines-

উত্তরঃ Understand the inner meaning

 

7.Which is the noun form of the word beneficial-

উত্তরঃ benefit

8.Which of the following sentence contain an adverb clause-

উত্তরঃ You can be allowed here only if you are student.

9.Which of the following sentence contain correct subject-verb agreement –

উত্তরঃ One problem for the players was unexpected threats of injury 10.Select the sentence with a noun as a pr-modifier-

উত্তরঃ No passenger flight departed on that day

 

 

11. Which of the following is not a noun-

উত্তরঃ softly

12.Choose the sentence with incorrect use of phrase-

উত্তরঃ I Don't want to hear a long description, i just want the bottom line

 

 

Subject: GK

 

১।বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি?

 

উত্তরঃ টি

 

২। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন ছিল স্বাধীনতার মূল দলিল এইটা কে বলেছিলেন?

 

উত্তরঃ নেলসন ম্যান্ডেলা

 

৩। মুজিব বর্ষ ক্ষন গননা শুরু হয় কবে থেকে?

উত্তরঃ১০ জানুয়ারি, ২০২০

 

৪।ঢাবি থেকে বঙ্গবন্ধুর বহিষ্কার প্রত্যাহার করা হয় কবে?

 

উত্তরঃ১৪ আগস্ট, ২০১০

৫।জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে?

 

উত্তরঃ ২রা মার্চ, ১৯৭১

 

৬।বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম জেলা কোনটি?

 

উত্তরঃ রাঙ্গামাটি, নারায়ণগঞ্জ

৭। বঙ্গবন্ধু কে poet of politics ঘোষণা করে?

উত্তরঃ নিউজ উইক পত্রিকা

 

৮।এম হান্নান কোথা থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে?

 

উত্তরঃ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে

৯। স্বাধীন বাংলাদেশের ১ম শিক্ষা কমিশন কোনটি?

 

উত্তরঃকুদরাতই খোদা কমিশন

১০। সবচেয়ে বেশি গনহত্যা কোথায় হয়?

 উত্তরঃ চুকনগর

Subject:Chemistry

 

1. কোন স্তর সূর্যের uv রশ্মিকে বাধা দেয়?

 

উত্তরঃ স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা ওজন স্তর

2. নিচের কোনটি কার্বিল এমিন পরীক্ষা দেয়?

 

উত্তরঃ -R-NH2

 

3. NH4+  Cl- এখানে অনুবন্ধী ক্ষারক কোনটি? –

উত্তরঃ Cl

 

4. তীব্র এসিড দূর্বল ক্ষারের টাইট্রেশনের নির্দেশক কোনটি?

 

উত্তরঃ - মিথাইল অরেঞ্জ

 

5. RCH2-Br+NaOH(aq) এর বিক্রিয়া কোনটি? –

উত্তরঃ কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন

 

6. হেক্সিন- কোন ধরণের সমানুতা দেখায়?

 

উত্তরঃ - সিস/ট্রান্স সমাণুতা

 

7. কোনো পরমাণুর ধণাত্মক আয়নে পরিণত হওয়ার শক্তিকে কী বলে?

 

উত্তরঃ আয়নীকরণ শক্তি

. কোমটি অর্থ, প্যারা নির্দেশক?

 

উত্তরঃ -Br

9. এমিনো এসিড কার্বোহাইড্রেট কোন প্রক্রিয়ায় পৃথক করা যায়?

 

উত্তরঃ কলাম ক্রোমাটোগ্রাফি

 

10. কোনটি অধিক সমযোজী?

 

উত্তরঃ AlCl3

 

11. পানির আয়নিক গুণফল কত?

 

উত্তরঃ -10^-14

12. 10% Na2CO3 এর মোলারিটি কত?

 

উত্তরঃ -0.943

 

13. কোয়ান্টাম মেকানিক্সের নামকরণ করেন কে?

 

উত্তরঃ -ম্যাক্স প্ল্যাংক

 

14. কোনটির আয়নিকরণ শক্তি সর্বনিম্ন?

 

উত্তরঃ -Cs

15. ইথানয়িক এনহাইড্রেট এর সংকেত কী?

 

উত্তরঃ -CH3-COO-COO-CH3

 

16. নিচের দ্রাবকে তিনটি পদার্থের দ্রাব্যতা ১২,২৫ ৬২। পৃথকীকরণ পদ্ধতি কোনটি?

 

উত্তরঃ - আংশিক পাতন

 

17. নিচের কোন বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় চাপের প্রভাব নেই?

উত্তরঃ -H2+12 = 2HI

 

 

 18. স্থির তাপমাত্রায় দুই বিক্রিয়াহীন গ্যাস মিশ্রিত করা হয়, তখন মিশ্রণের মোট চাপ কত হবে?

 

উত্তরঃ গ্যাস দুইটির আংশিক চাপের যোগফল

 

- 19. নিচের কোন এসিড ক্ষারকের বিক্রিয়াটি সঠিক?

 

উত্তরঃ - HCl + NH3 = NH4+ + Cl

 

20. কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?

 

উত্তরঃ বেগুনী

 

21. জ্যামিতিক সমাণুতার শর্ত কোনটি?

 

উত্তরঃ - প্রতিস্থাপিত এলকিন

 

 

 

22. মিঠাপানির উৎস কোনটি?

 

উত্তরঃ - দক্ষিণ মেরুর বরফ

23. কোনটি তাড়িৎচৌম্বকীয় তরঙ নয়?

 

উত্তরঃ - আল্ট্রাসাউন্ড

 

24.1000ml পানিতে 58.5g NaCl দ্রবীভূত। দ্রবণকে কী বলা হয়?

 

উত্তরঃ - মোলার দ্রবণ

 

25. নিচের কোনটি দিয়ে ক্ষারীয় বাফার তৈরী করা হয়?

 

উত্তরঃ - NH4Cl and NH4OH

 

26.ভূপৃষ্ঠের পানিতে দ্রবীভূত অক্সিজেনের (DO) জন্য কোন বাক্যটি সঠিক?

 

উত্তরঃ -জীবাণু উপস্থিতি DO বাড়িয়ে দেয়

Subject:Physics

 

) অক্সিজেনের গড় বর্গমূল বৰ্গবেগ কত?

 

Ans. 461m/s

 

)কোন নিত্যতার সূত্র রকেটের কার্যনীতির ভিত্তি?—

উত্তরঃ রৈখিক ভরবেগ

 

)সরল দোলকের সময়কাল দ্বিগুন করতে হলে এর দৈর্ঘ

উত্তরঃ ৪গুন বাড়াতে হবে

 

)ডায়োড বিমূখী বায়াস হলে নিঃশেষিত স্তর-

উত্তরঃ বৃদ্ধি পায়

 

 

)১০ কেজি ভরের বস্তুর উপর ১০০ নিউটন বল প্রয়গে ত্বরণ হবে

উত্তরঃ ১০ms2

 

 

)সালাম ওয়াইনবার্গ কোন দুটি বল একিভূত করছেন-

উত্তরঃ তাড়িতচৌম্বক দূর্বল নিউক্লিয় বল

 

 

) কোন রঙ এর আলোক তরঙ্গদৈর্ঘ সবচেয়ে কম-

উত্তরঃ বেগুনী

)তাপগতিবিদ্যার কোন সূত্র এর উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরী করা হয়?- উত্তরঃ শূন্যতম

)আলোর অপবর্তন কোনটির জন্য ঘটে?-

উত্তরঃ ব্যাতিচার

১১)কোনটি যান্ত্রিক ত্রুটি নয় কোনটি?-

উত্তরঃ সূচক ত্রুটি

 

১২)কোনটি SI একক নয়?-

 উত্তরঃ লিটার

 

 

১৩) জড়তার ভ্রামক নির্ভর করে কোনটির ওপর?-

 উত্তরঃ ভর ঘূর্ণন অক্ষের ওপর

 

১৪)CGS পরিবাহীতার একক কোনটি?—

উত্তরঃ Blank

 

 

 

১৫) অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল কত?-

উত্তরঃ 461m/s

১৬)নিচের কোন যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য তড়িচ্চালক শক্তি নির্ণয় করা যায়?-

উত্তরঃ পোটেনশিওমিটার

 

১৭)একটি ২২০ ভোল্ট ৪০ ওয়াট বাল্বে তড়িৎ প্রবাহ কত?-

উত্তরঃ 0.2 A

 

১৮)একটি ধাতব পৃষ্ঠে UV রশ্মি পড়লে কোনটি নির্গত হয়?

 

উত্তরঃ ইলেকট্রন

 

১৯)দূর্বল নিউক্লিয় বল সৃষ্টির জন্য দায়ী-বিটা ক্ষয় ২০)বল সরণের মধ্যবর্তী কোন হলে কাজ কত?-

উত্তরঃ সর্বোচ্চ

 

 

 

Featured Post

২০২৫ ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস

  ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস (২০২৩ সালের সিলেবাসের অনুরূপ) পত্রিকার খবরের লিঙ্ক     ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস (২০২৩ সালের...

Blog Archive

Powered by Blogger.