Friday, October 1, 2021

Dhaka University Admission 2021 KA Uniti Question Solution PDF

 

 

 

Dhaka University Admission 2021
KA Uniti Question Solution




Download PDF


https://drive.google.com/file/d/1d5-OMyUh__ay7l-s3IMnmwErS3KNdqa1/view?usp=sharing




Bangla Section Answer

 

১. “চিত্রময় বর্ণনার বাণী”- কবি কোথা থেকে কুড়িয়ে আনেন?

 

ক. প্রকৃতির ঐকতান স্রোত থেকে    . ভ্রমন বৃত্তান্ত থেকে

গ. মানষের কীর্তি থেকে            ঘ. কবিতা থেকে

 

২. সালামের হাত থেকে কিসের মতো অবিনাশী বর্ণমালা ঝরে?

ক. কৃষ্ঞচূড়ার মত               খ. রক্তের বুদবুদের মত

খ. বিপ্লবের মত                      ঘ. নক্ষত্রের মত

 

৩. স্থির শব্দের বিপরীত শব্দ হলো-

ক. জঙ্গম            খ. কোলাহল

গ. উচ্চরব               ঘ. নিশ্চল

 

৪. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সভ্যতার সঙ্গে দারিদ্র্য বৃদ্ধির কী কারণ নির্দেশ করেছেন-

ক. অলসতা        . বিলাসিতা

গ. অসততা          ঘ. অজ্ঞতা

 

৫. কাজী নজরুল ইসলামের মতে, কিসের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়?

ক. মনুষ্যত্ব      খ. ধর্ম

গ. সংগ্রাম       ঘ. ভুল

 

৬. বৃক্ষ কেবল বৃদ্ধির ইশারা নয়, মোতাহের হোসেন চৌধুরী বলেছেন, তা আরো কিছুর ইঙ্গিত; সেটি কী?

ক. বিবেচনাবোধ      খ. প্রশান্তি

গ. ধৈর্যশীলতা ঘ. গতিময়তাবাজি

 

৭. কোনটি পর্তুগিজ শব্দ নয়?

ক. আলপিন    . আলবেলা

গ. আলমারি ঘ. আনারস

 

৮. বিচার করে কাজ করে না যে, তাকে এককথায় বলে|

ক. অনুদার              খ. অশিক্ষিতপটু

. অবিমৃষ্যকারী      ঘ.অকুতোভয়

 

৯. নিচের কোনটি উত্তম পুরুষের ক্রিয়াপদের উদাহরণ?

ক. করেছ              খ. করেছি

গ. করেছিস           ঘ. করেছেন

 

১০. ণ-ত্ব বিধান অনুসারে ভুল বানান আছে কোন গুচ্ছে?

ক. ধরন, পুরোনো               খ. নেত্রকোনা, গৃহকোণ

গ.ক্ষণকাল, বর্ষণ                .মূল্যায়ণ, নিরূপন

 

১১. কোনটি অপপ্রয়োগ?

ক. একত্র           . একত্রিত

গ. একতাল      ঘ. একতা

 

১২. ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’-এখানে কারক-বিভক্তি বিচারে স্বাধীনতার’ হলো

রাতে )

 

ক. নিমিত্তার্থে ৬ষ্ঠী  খ. অপাদানে ৭মী

গ. নিমিত্তার্থে ৭মী    ঘ. কর্মে ৬ষ্ঠী

 

 

১৩. অনাবৃষ্টির ‍দিনে মতো ফুলের কুড়ির মধ্যে মেয়ের বিমর্ষ মুখ। কোন রচনার বাক্য?

 

ক. রেইন কোট           খ.মহাজাগতিক কিউরেটর

গ. চাষার দুক্ষু           ঘ. অপরিচিতা

 

১৪. নিচের কোন কবিতায় ট্রয় নগরীর প্রসঙ্গ আছে?

 

ক. সাম্যবাদী        খ. সেই অস্ত্র

গ. ঐকতান         ঘ. বিভীষণের প্রতি মেঘনাদ

 

১৫. ‘সাম্যবাদী’ কবিতায় উল্লেখকৃত ‘জেন্দাবেস্তা কী?

 

ক. একপ্রকারের খাদ্য        খ. ধর্ম বিশেষ

গ. পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ ও ভাষা   ঘ.উড়িষ্যার একটি স্থান


English:



 ১/ Because of

২/ Answer D

৩/ The

৪/ on, with

৫/ is trying

৬/ having

৭/blessed with

৮/ will have taken

৯/ Unsuitable

১০/ Doubtful

১১/ (A)

১২/ Boredom is the noun form of bore

১৩/ It’s mita’s

১৪/ Benign

১৫/ Hypocrisy


 

Biology:

 

১/ নিচের কোনটিতে কোরালয়েড মূল পাওয়া যায়- সাইকাস

 

২/ দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস এর অনুপাত হলো- ৯ঃ৭

 

৩/ জলাভূমির উদ্ভিদ কোনটি- Barringtonia acutangula

 

৪/ নিচের কোন এন্টিবডি বুকের দুধের মাধ্যমে প্রবাহিত হয়- IgA

 

৫/পতঙ্গের সম্পূর্ণ রূপান্তরের ধাপ হলো- ডিম-লার্ভা-পিউপা-পূর্ণাঙ্গ পতঙ্গ

 

৬/মানবদেহে স্টেম কোষ কোথায় পাওয়া যায়- অস্থিমজ্জায়

 

৭/মানবদেহে কটিদেশীয় অঞ্চলে কশেরুকার সংখ্যা- ৫টি

 

৮/চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম- Faciola hepatica

 

৯/ম্যান্টল কোন পর্বের বৈশিষ্ট- Mollusca

 

১০/কোন ব্যাক্টেরিয়ায় একটি মাত্র ফ্লাজেলা থাকে- Vibrio cholerae

 

১১/উদ্ভিদের রোম অথবা ট্রাইকোম কোনটির অংশ- ত্বক

 

১২/কোনটিতে একটিনি এবং হেটোরেসিস্ট পাওয়া যায়- Nostoc

 

১৩/কোন কোডনটি কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না- UGA

 

১৪/প্রোফেজ-১ এর কোন পর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়- প্যাকাইটিন

 

১৫/মানবদেহে রক্তের প্লাজমার স্বাভাবিক pH কত- 7.4

0 comments:

Post a Comment

Featured Post

২০২৫ ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস

  ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস (২০২৩ সালের সিলেবাসের অনুরূপ) পত্রিকার খবরের লিঙ্ক     ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস (২০২৩ সালের...

Powered by Blogger.