Friday, October 2, 2020

 এক নজরে যশোর সরকারি
মহিলা কলেজ 


EIIN no.116107
National University College0506
Education Board Code6025
Stipend Code4414706
College phone0421-65645
Mobile01748311386
Emailjgmcollege@yahoo.com
Websitewww.jgmc.gov.bd



অধ্যক্ষের বার্তা

দক্ষিণ বাংলায় নারী শিক্ষার প্রসারে যশোরের বিদ্যোৎসাহীদের প্রচেষ্টায় ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় যশোর মহিলা কলেজ। ১৯৮০ সালে কলেজটি 'যশোর সরকারি মহিলা কলেজ' নামে জাতীয়করণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি এই এলাকার নারী শিক্ষায় এবং সার্বিকভাবে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উচ্চমাধ্যমিক, ডিগ্রি (পাস), ডিগ্রি (অনার্স) এবং মাস্টার্স পর্যায়ে পাঠদান করা হয়। বর্তমানে কলেজে ৯টি বিষয়ে অনার্স এবং মাস্টার্স কোর্স চালু আছে। কলেজের শিক্ষকবৃন্দ আন্তরিকতার সাথে নারী শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছেন। এই কলেজের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রী পরবর্তী কর্মজীবনে সাফল্য লাভ করেছন এবং দেশের জন্য অবদান রাখছেন। শ্রেণিপাঠদান ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া অঙ্গনেও ছাত্রীদের অংশগ্রহণে উৎসাহিত করা হয়। ছাত্রীরা সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া অঙ্গনে স্থানীয় এবং জাতীয় পর্যায়েও অবদান রাখছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রত্যয় ধারণ করে কলেজের সকল কার্যক্রম পরিচালনা করা হয়। প্রয়োজনীয় তথ্যাবলী সহজলভ্য করার জন্য কলেজের ওয়েবসাইটে প্রদান করা হয় যেন সহজে দৈনন্দিন তথ্যাদি যে কোন স্থানে বসে জানা সম্ভব হয়। কলেজে শিক্ষার মানোন্নয়নে কলেজ প্রশাসনের নেতৃত্বে শিক্ষকবৃন্দের সহযোগিতায় নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে পরবর্তী পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করা হয়। ইতোমধ্যে বেশ কয়েকটি শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করা হচ্ছে। ফলে ছাত্রীদের জন্য পাঠ আয়ত্ব করা অধিকতর সহজ এবং বোধগম্য হচ্ছে। পর্যায়ক্রমে সকল শ্রেণিকক্ষই ডিজিটালাইজড করার পরিকল্পনা রয়েছে। কলেজের সার্বিক শৃঙ্খলার উপর সার্বক্ষণিক নজরদারি বাড়াতে সমগ্র কলেজকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে। অধ্যক্ষের কক্ষে বসেই পুরো কলেজ ক্যাম্পাস এক নজরে পর্যবেক্ষণে রাখা সম্ভব হচ্ছে। আমি আশা করি, যশোর সরকারি মহিলা কলেজ নারী শিক্ষায় তথা সামগ্রিক শিক্ষায় প্রতিনিয়ত অবদান রেখে যাবে।

প্রফেসর ড. মো. আহসান হাবীব

অধ্যক্ষ 

যশোর সরকারি মহিলা কলেজ

যশোর

প্রোফাইল

নামপ্রফেসর ড. মো. আহসান হাবীব
অবস্থানঅধ্যক্ষ
ব্যক্তিগত যোগাযোগ নং01911629462
অফিসের যোগাযোগ নং042165645



প্রতিষ্ঠাকাল১৯৬৫ সন। কলেজ প্রতিষ্ঠা: ১০/০৯/১৯৬৫ খ্রি:, জাতীয়করণ: ০১/০৩/১৯৮০ খ্রি:
মোট জমির পরিমাণ২.৮৯ একর
অনুষদ সংখ্যা০৪ টি
বিভাগ সংখ্যা১৪ টি
স্নাতক (সম্মান) কোর্স চালু০৯ টি বিষয় [বাংলা, ইংরেজী, অর্থনীতি, রাষ্টবিজ্ঞান,দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামীশিক্ষা এবং ভূগোল ও পরিবেশ]
মাস্টার্স কোর্স চালু০৮ টি বিষয় [বাংলা,ইংরেজী,অর্থনীতি, রাষ্টবিজ্ঞান,দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ভূগোল ও পরিবেশ]
সর্বমোট ছাত্রী সংখ্যা৫,৯৭৪ (প্রায়)
প্রশাসন পদ সংখ্যা (১ম শ্রেণি)০২ টি [অধ্যক্ষ ও উপাধ্যক্ষ]
শিক্ষকের পদসংখ্যা (১ম শ্রেণি)৭০ টি [শূন্য ৬ টি]
গ্রন্থাগারিক পদসংখ্যা (১ম শ্রেণি)০১ টি (পদটি শূণ্য)
প্রদর্শকের পদসংখ্যা০৪ টি [শূন্য: ৩ টি]
সহকারি গ্রন্থাগারিক পদসংখ্যা০১ টি
শরীর চর্চা শিক্ষক পদসংখ্যা০১ টি [পদটি শূন্য ]
৩য় শ্রেণীর কর্মচারী পদসংখ্যা০৭ টি [শূন্য : ২ টি]
৪র্থ শ্রেণীর কর্মচারী পদসংখ্যা১৬ টি [শূন্য: ৮ টি ]
মাস্টাররোল কর্মচারী সংখ্যা৪৭জন
ছাত্রী নিবাসভবন: ০৩ টি; ছিট সংখ্যা: ৪৯০ টি
ভবন০৫ টি/শ্রেণী কক্ষ সংখ্যা: ২৫ টি
বহি: ক্রীড়া ব্যবস্থাভলিভল, হ্যান্ডবল,ব্যাডমিন্টন
অন্ত: ক্রীড়া ব্যবস্থাকেরাম, টেবিলটেনিস,দাবা
সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থাগান,নৃত্য, কবিতা আবৃতি, কৌতুক, নাটক
সাহিত্য পত্রিকা, দেওয়াল পত্রিকাপ্রকাশিত হয়
কলেজ ম্যাগাজিনপ্রকাশিত হয়
বিএনসিসি কার্যক্রমআছে; সদস্য:
রোভার স্কাউট কার্যক্রমআছে; সদস্য:
রেড ক্রিসেন্ট কার্যক্রমআছে; সদস্য:
কম্পিউটার ল্যাব০১ টি, কম্পিউটার: ৩৩ টি
মাল্টিমিডিয় ক্লাসরুম০৪ টি
ইন্টারনেট ব্যবহারের সুযোগআছে
কলেজ পরিবহন ব্যবস্থা০১ টি বাস
ক্যান্টিন০১ টি
কেন্দ্রীয় লাইব্রেরিতে বইয়ের সংখ্যা১৩,১৪২
সেমিনার লাইব্রেরিতে বইয়ের সংখ্যাপ্রায় ১০,০০০
শহীদ মিনারআছে
স্বাধীনতা ভাস্কর্যের নামপ্রদীপ্ত স্বাধীনতা
প্রাণি মিউজিয়াম০১ টি
ফুলের বাগান০১ টি
বিপন্ন উদ্ভিদ কর্নারআছে


0 comments:

Post a Comment

Featured Post

২০২৫ ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস

  ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস (২০২৩ সালের সিলেবাসের অনুরূপ) পত্রিকার খবরের লিঙ্ক     ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস (২০২৩ সালের...

Powered by Blogger.