Friday, April 16, 2021
Friday, April 2, 2021
Medical Admission MBBS Question Solution 2021
Exam Date 2 April, 2021
Time 10 AM to 11 AM
Total Time 1 Hour
Exam Type Written{MCQ}
Exam Taker DGHS
Location Own Division
Total Candidates 1,22,761
Total Marks 100
Total Question 100
Time 60 Minutes
Negative Mark Yes (0.25 Marks per Wrong Answer)
Website www.dghs.gov.bd
মেডিকেল (এম.বি.বি.এস / MBBS) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১
বায়োলজি অংশের সমাধান।
১.যকৃতের কোন খন্ডে পিত্তথলি – ডান খন্ডে
২.বহিক্ষরা নয় কোনটা? -থাইরয়েড
৩.goblet kotha thak khorito hy-মিউকোসা
৪.হাইড্রার লম্বা দূরত্ব অতিক্রম কোনটা দিয়ে-লুপিং
৫.অগ্নাশয়ে কোন এনজাইম থাকে না-টায়ালিন
৬.মাথার খুলি তে কয়টি আস্থি-২৯
৭. গ্রোথ হরমোন তৈরি – পিটুইটারিই হবে
(তৈরি ক্ষরণ দুইটাই পিটুইটারি)
৮.ঘাস ফড়িং এর রক্ত কণিকা কোনটা-হিমোসাইট
৯.Attenuated vaccine – BCG
১০. ম্যাক্রোফেজ তৈরি হয় – মনোসাইট থেকে
১১. Algae অযৌন জনন – স্পোর
১২.কুড়ি তৈরি হয় – গোলাপ
১৩.প্রশ্বাসে বায়ুতে কার্বনডাইঅক্সাইড -০.০৪%
১৪.কম তাপমাত্রায় সংরক্ষিত হয় – বীজ
১৫.গলগি বডি কোনটা সংশ্লেষ করে না/কাজ নয়?-রাইবোজোম
Vai question asce
১৬.ইন্সুলিন কিভাবে তৈরি হয়?- DNA Recombination
১৭. ক্রেবস চক্র – মাইট্রোকন্ড্রিয়া
১৮.মানুষের সোমাটিক কোষে কয়টি অটোসম থাকে?-৪৪
১৯. আমিষ পরিপাকের এনজাইম – পেপসিন
২০. সবচেয়ে বড় পর্ব – আর্থোপোডা
২১. ভাইরাসের বংশবৃদ্ধি প্রতিরোধ – ইন্টারফেরন
২২. পানিতে অদ্রবণীয় প্রোটিন – গ্লুটেলিন
২৩. ভ্রূণে RBC – প্লীহা
২৪. ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান – কাইটিন
২৫. ফসফোলিপিড কোনটা – লেসিথিন
২৬. নেমাটোসিস্টে কি থাকে /হাইড্রার বিষাক্ত তরল- হিপনোটক্সিন
২৭.অ্যালভিওলাসে কার্বন ডাই অক্সাইড আসে – ব্যাপন/Diffusion প্রক্রিয়ায়
২৮.রক্তের প্রকৃতি – সামান্য ক্ষারীয়
২৯ উদ্ভিদ দ্রুত শোষণ করে কোন আয়ন -NO3-
সাধারণ জ্ঞান অংশের সমাধান।
০১.পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? ৬.১৫ কিমি
০২.মুক্তিযুদ্ধে সময় ১০ সেক্টর ছিল কোনটি? নৌ – অধিদপ্তর
০৩.স্বাধীনতার পর দেশের প্রথম ভাস্কর্য? জাগ্রত চৌরাঙ্গী
০৪. বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী? W.S waserland
০৫. বাংলাদেশকে প্রথম স্বীকৃত দেয়? ভুটান
০৬. স্মৃতিসৌধের ভাস্কর? সৈয়দ মাইনুল ইসলাম
সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে নিচের Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
০৭. সাবাশ বাংলাদেশ? নিতুন কুম্ভ
০৮ .২১ শে ফ্রুেয়ারিকে ইউনেস্কো স্বীকৃত দেয় ১৭ ই মে ১৯৯৯
০৯. মুক্তিযুদ্ধের সময় নৌপথে পরিচালিত অপারেশন? জ্যাকপট
১০ .স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নিবাচর্ন? ৭ ই মার্চ ১৯৭৩
কেমেস্ট্রি অংশের সমাধান।
১. ডিনামাইট তৈরি? নাইট্রোগ্লিছারিন
২. Rokter bafar কোনটা-NaHCO3-H2CO3
৩.Fe নলে অ্যাসিটিলিন থেকে কী উৎপন্ন? বেনজিন
৪.ঋণাত্নক প্রভাবক – গ্লিসারিন
৫.কোনটার ব্যসার্ধ ছোট- Be2+
৬. ভ্রূপৃষ্টে বেশি – Al
৭.সহজে বিক্রিয়া করে না – Au
৮. বেশি অম্লীয় – P2O5
৯.d অরবিটলে ইলেকট্রন আছে – Sc
১০. কোনটার তরঙ্গদৈর্ঘ্যে বেশি – TV
১১. অসম্পূর্ণ দহনে – CO হয়
১২.সাইট্রিক এসিডের pH-3.14
১৩. কয়লায় কোনটা খারাপ – সালফার
১৪. কোনটার প্রবেশতা বেশি – গামা
১৫.ফটোক্যামিকাল স্মোগে কোনটি থাকেনা?- CFC
১৬.শুষ্ক H2 এর চাপ কত?-Not sure about option
১৭. 100° C এ H2O এর বাষ্পচাপ – 760 mmHg
১৮. ইলেকট্রন সমান হলে বন্ধন – সমযোজী/Covalent
১৯. কোনটার গলনাংক কম -AgI
২০. 0.1 M HCl – মেজারিং সিলিন্ডারে
২১.১ মোল CH3OH এ কয়টা পরমাণু থাকে – 3.6*10^24 (পরমাণু বলছে অণু না)
২২. 500ml 0.5M hcl theke 0.1M koto ml hcl banano jbe? 2500মি.লি.
২৩. সমযোজীতে e এর প্রতি আকর্ষণ কার বেশি – Br ( sure)
২৪. দুধের চিনি – ল্যাক্টোজ
২৫. কোনটার pH বেশি – 0.1M H2CO3
Physics অংশের সমাধান।
১. সরল দোলকের সর্বোচ্চ কোন – ৪ ডিগ্রী
২. নিউট্রন তারকা পরিণত – ব্লাকহোল
৩. আলোর দ্রুতিতে বস্তু চললে ওজন – অসীম
৪.৭৫ কেজি ব্যক্তির চাদে ভর -৭৫ কেজি
৫.200v-40w – ০.২
৬.15W কাজ – ১ সেকেন্ডে ১৫ জুল
৭.কাজ এর কোন ০ হলে – কাজ সর্বোচ্চ
৮. শিশিরাঙ্ক হলো- তাপমাত্রা
৯. বেগ ১২ ms-1 ও ভর 10 Kg হলে Momentum – 120
১০. পাইরোমিটার – বিকিরণ
১১. ডায়োড – Ac to Dc
১২. স্থির তাপমাত্রায় কোন প্যারামিটার ধ্রুব – গতিবেগ শক্তি
১৩.কোন বস্তুকে উপরে উঠাতে কোন বলের বিরুদ্ধে কাজ করতে হবে – মধ্যাকর্ষণ
১৪. শ্রাবতার সীমা – Odb ১৫.স্কেলার কোয়ান্টিটি আর গ্র্যাডিয়েন্ট এর সম্পরক কি – Not sure
১৬. ধূলিকণায় হাইড্রোজেন -৭৫%
১৭.ভর 2কেজি উচ্চতা 10 মি ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি – Blank
১৮.সূর্যোদয়ের দিকে ১২ কিমি যাওয়ার পর উত্তর দিকে ৫ কিমি গেলে, স্থানচ্যূতি কত?-১৩
১৯. পরমাণুর ব্যাস -10^-8 সে.মি.
২০. এক্টিভেশন শক্তি নির্ণয়ে কোনটা সহায়ক -সংঘর্ষের হার
English অংশের সমাধান।
1. spelling – entrepreneur
2. Are you an early riser? here early- adjective
3. Spelling-sovereignty
4. Laud antonym – abhor
5. Look up the word in the dictionary.
6. Synonym of unwavering: steady
7. correct sentence: You have to cut down your expenditure
8. synonymous pair: acclimatize -accustom
9. masculine of bee: drone
10. A teacher discovers the hidden treasure _ each student: A. in B.with C. within D. into
11. Present participle of ” I have just seen Mithila”: Blank
12. Bizarre antonym- normal
13. A teacher not only teach us but also discover the talent hidden——— each students.
14. I am glad at your result.
15. I have not seen her _ A. For a long time B. For long C. Since lon
Thursday, April 1, 2021
Saturday, February 6, 2021
Friday, January 22, 2021
গুরুত্বপূর্ণ__১০০___সাধারণ__জ্ঞান
গুরুত্বপূর্ণ__১০০___সাধারণ__জ্ঞান
১। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর : কালুরঘাট, চট্টগ্রাম।
২। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উত্তর : ১৯৩৯ সালে
৩। ATM-এর জনক কে?
উত্তর : জন শেফার্ড ব্যারন।
৪। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পায়?
উত্তর : ১৯৮৮ সালে
৫। সুমাত্রা দ্বীপ কোথায়?
উত্তর : ভারত মহাসাগরে
৬। পৃথিবীর বৃহত্তম দ্বীপ—
উত্তর : গ্রিনল্যান্ড (২১,৩০,৮০০ বর্গ কিলোমিটার)
৭। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে?
উত্তর : এম আর আখতার মুকুল
৮। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?
উত্তর : শিল্পী কামরুল হাসান।
৯। দক্ষিণ সুদান স্বাধীন হয় কত সালে?
উত্তর : ২০১১ সালে
১০। জাপানের বৃহত্তম দ্বীপ
উত্তর : হনসু
১১। ‘রয়টার্স’-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : পল জুলিয়াস রয়টার
১২। দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানী—
উত্তর : বন্দর সেরি বেগাওয়ান
১৩। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর : ১৯৪৫ সালে
১৪। বাংলাদেশের সাংবিধানিক নাম—
উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
১৫। নিশীথ সূর্যের দেশ হলো—
উত্তর : নরওয়ে
১৬। কত সালে আরব-ইসরায়েল যুদ্ধ হয়?
উত্তর : ১৯৪৮ সালে
১৭। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক হলেন—
উত্তর : উইলিয়াম এ এস ওডারল্যান্ড।
১৮। চির শান্তির শহর—
উত্তর : রোম
১৯। এ পি জে আব্দুল কালাম মারা যান কত সালে?
উত্তর : ২০১৫ সালে
২০। হিসাববিজ্ঞানের জনক কে?
উত্তর : লুকা প্যাসিওলি
২১। ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে?
উত্তর : ১১৭৬ সালে
২২। রাঙামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে?
উত্তর : সাজেক ভ্যালিকে।
২৩। সুয়েজ খাল জাতীয়করণ হয়—
উত্তর : ১৯৫৬ সালে
২৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : ইতালির নাগরিক।
২৫। সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত কোথায়?
উত্তর : দক্ষিণ আটলান্টিক মহাসাগরে
২৬। বিবিসি বাংলার যাত্রা শুরু হয় কত সালে?
উত্তর : ১৯৪১ সালে
২৭। WWW মানে কী?
উত্তর : World Wide Web
২৮। বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানি বলা হয়?
উত্তর : খাগড়াছড়ি
২৯। বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় কখন?
উত্তর : ১৯৬৯ সালে
৩০। মালদ্বীপের দাপ্তরিক ভাষা কী?
উত্তর : ধিবেহি
৩১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে?
উত্তর : সাতটি
৩২। ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর : অ্যালেন গিনসবার্গ
৩৩। সাঙ্গু ভ্যালি কোথায়?
উত্তর : চট্টগ্রামে
৩৪। মাইনমুখী ভ্যালি কোন জেলায়?
উত্তর : রাঙামাটি জেলায়
৩৫। কাপ্তাই লেকে প্লাবিত উপত্যকা—
উত্তর : ভেঙ্গি ভ্যালি
৩৬। জাফনা দ্বীপ কোথায়?
উত্তর : শ্রীলঙ্কা
৩৭। কনসার্ট ফর বাংলাদেশ-এর প্রধান শিল্পী—
উত্তর : জর্জ হ্যারিসন।
৩৮। পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
উত্তর : বান্দরবান
৩৯। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
উত্তর : উ থান্ট।
৪০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন—
উত্তর : রিচার্ড নিক্সন
৪১। বাংলাদেশের ফুসফুস বলা হয়—
উত্তর : সুন্দরবনকে
৪২। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : ইন্দিরা গান্ধী।
৪৩। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে?
উত্তর : ২১ নভেম্বর।
৪৪। হোক্কাইডো দ্বীপটি কোথায়?
উত্তর : জাপানে
৪৫। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
উত্তর: প্রশান্ত মহাসাগরে।
৪৬। আবু মুসা দ্বীপ কোন সাগরে?
উত্তর : পারস্য উপসাগরে
৪৭। ভারত মহাসাগরের কোন দ্বীপ আয়তনে সবচেয়ে বড়?
উত্তর : মাদাগাস্কার
৪৮। ওকিনাওয়া দ্বীপ যে দেশের নিয়ন্ত্রণাধীন—
উত্তর : জাপান
৪৯। ফকল্যান্ড যুদ্ধ হয় কত সালে?
উত্তর : ১৯৮২ সালে
৫০। আগুনের দ্বীপ হলো—
উত্তর : আইসল্যান্ড
৫১। ‘ম্যাপল পাতার দেশ’ কোন দেশের উপনাম?
উত্তর : কানাডা
৫২। ‘সাত পাহাড়ের দেশ’ বলা হয় কোন দেশকে?
উত্তর : রোম
৫৩। পৃথিবীর ছাদ হলো—
উত্তর : পামির মালভূমি
৫৪। শিকাগো শহরকে বলা হয়—
উত্তর : বাতাসের শহর
৫৫। কোন শহরকে দক্ষিণের রানি বলা হয়?
উত্তর : সিডনি
৫৬। বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী হলেন—
উত্তর : নিশাত মজুমদার
৫৭। পদ্মা নদীর উৎপত্তিস্থল হলো
উত্তর : গঙ্গোত্রী হিমবাহ
৫৮। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে
উত্তর : ১৯২১ সালে
৫৯। BRICS-এর সদস্যগুলো হলো—
উত্তর : ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা
৬০। বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মারা যান কত সালে?
উত্তর : ২০১৬ সালে
৬১। সর্বাধিক ভাষার দেশ কোনটি?
উত্তর : পাপুয়া নিউগিনি
৬২। ভাটির দেশ নামে পরিচিত
উত্তর : বাংলাদেশ
৬৩। ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে?
উত্তর : স্ট্রম্বোলি
৬৪। গুগলের প্রতিষ্ঠাতা—
উত্তর : ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।
৬৫। মার্ক জাকারবার্গ ও তাঁর ৩ সহপাঠী কতসালে ফেসবুক প্রতিষ্ঠা করেন?
উত্তর : ২০০৪ সালে
৬৬। টুইটারের যাত্রা শুরু হয়—
উত্তর : ২০০৬ সালে
৬৭। মার্কেটিংয়ের জনক কে?
উত্তর : ফিলিপ কটলার
৬৮। এনাটমির জনক—
উত্তর : আঁদ্রে ভেসালিয়াস
৬৯। ‘রয়টার্স’ কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর : যুক্তরাজ্য
৭০। আধুনিক শিক্ষার জনক—
উত্তর : সক্রেটিস
৭১। আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তর : বাল মেগারিজ।
৭২। নিষিদ্ধ শহর বলা হয়—
উত্তর : তিব্বতকে
৭৩। মুক্তার দেশ—
উত্তর : কিউবা
৭৪। ইন্টারনেটের জনক কে?
উত্তর : ভিনটন জি কার্ফ।
৭৫। WWW-এর জনক কে?
উত্তর : টিম বার্নাস লি ।
৭৬। ই-মেইলের জনক কে?
উত্তর : রে টমলিনসন।
৭৭। ‘বলিশিরা ভ্যালি’ কোন জেলায় অবস্থিত?
উত্তর : মৌলভীবাজার জেলায়
৭৮। হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর : খাগড়াছড়ি।
৭৯। নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর : কক্সবাজার
৮০। বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না?
উত্তর : মালভূমি
৮১। হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে ?
উত্তর : পঞ্চগড়কে
৮২। আধুনিক ফিন্যান্সের জনক কে?
উত্তর : ড. ইউগেন ফামা।
৮৩। বাংলাদেশের আমাজান বলা হয়—
উত্তর : সিলেটের রাতারগুল বনকে
৮৪। কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?
উত্তর : তুলা গাছকে
৮৫। সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জেলাকে?
উত্তর : রাঙামাটিকে
৮৬। প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত বাংলাদেশের কোন জেলা?
উত্তর : নারায়ণগঞ্জ
৮৭। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়—
উত্তর : চট্টগ্রামকে
৮৮। ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
উত্তর : সিলেট
৮৯। ১২ আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে?
উত্তর : চট্টগ্রাম
৯০। সার্চ ইঞ্জিনের জনক কে?
উত্তর : অ্যালান এমটাজ।
৯১। ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন কোনটি?
উত্তর : ডট কম।
৯২। বাংলাদেশে শীতল পানির ঝরনা অবস্থিত?
উত্তর : কক্সবাজার
৯৩। গরম পানির ঝরনা অবস্থিত কোথায়?
উত্তর : সীতাকুণ্ড
৯৪। বাংলার ভেনিস তথা বাংলার শস্যভাণ্ডার হিসেবে পরিচিত কোন জেলা?
উত্তর : বরিশাল
৯৫। বাংলাদেশের দ্বীপের রানি বলা হয়—
উত্তর : ভোলা জেলাকে
৯৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?
উত্তর : সংবিধান
৯৭। বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন?
উত্তর : পরিবর্তন সহজ নয় বলে।
৯৮। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ (অধ্যায়) আছে?
উত্তর : ১১টি।
৯৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
উত্তর : ১৫৩টি।
১০০। প্রকৃতির কন্যা বলা হয়—
উত্তর : সিলেটের জাফলংকে.
Thursday, January 21, 2021
লালসালু উপন্যাসের MCQ
HSC Bangla 1st Paper Suggestion 2020 | HSC | ১০০ টি প্রশ্ন ও উত্তর লালসালু উপন্যাস | লালসালু উপন্যাসের MCQ
১। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহন করেন- চট্রগ্রামে।
২। সৈয়দ ওয়াল্লিউল্লাহর উপন্যাসটি ফরাসি ও ইংরেজী ভাষায় অনুদিত হয়- লালসালু ।
৩। সাংবাদিক হিসেবে- কর্মজীবন শুরু করেন সৈয়দ ওয়ালিউল্লাহ
৪। সৈয়দ ওয়ালীউল্লাহ মৃত্যুবরণ করেন- ১৯৭১ খ্রিষ্ট্রাব্দ
৫।বাংলাদেশের কথাসাহিত্যকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পথিকৃৎ ছিলেন- সৈয়দ ওয়ালীউল্লাহ
৬। ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসটি প্রকাশিত হয়- ১৯৬৮ সালে
৭। ‘নয়নচতারা’ গল্পগ্রন্থটি প্রকাশিত হয়- ১৯৪৬ সালে।
৮।‘লালসালু’ উপন্যাস অনুযায়ী কী না হলে বিদেশে এক পাও চলে না- বদনা।
৯। নোয়াখালি অঞ্চলে শস্যের চেয়ে বেশি- টুপি।
১০। ‘কিন্তু দেশটা কেমন মরার দেশ’ – বলা হয়েছে- শস্যহীন বলে।
১১।মজিদের শারীরিক গড়ন-শীর্ণকায়।
১২। মোদাচ্ছের পীরের কবর আবিষ্কার করায় মজিদ উম্মোচিত হয়েছে- মিথ্যাচার চরিত্রে।
১৩। বিভিন্ন গ্রাম থেকে মহব্বতনগরে মানেুষ আসতে লাগে- মাজারে মানত করতে।
১৪। মজিদ ভয় দেখেছে- রহিমার চোখে।
১৫। দুদু মিঞার মুখে লজ্জার হাসি আসে –কলমা জানে না তাই।
১৬। মজিদের শক্তির মূল উৎস- মাজার।
১৭। মজিদের সঙ্গে গ্রামবাসীর যোগসূত্রকারী চরিত্র হিসেবে সাদৃশ্যপূর্ণ হল- রহিমার্ চরিত্রটি |
১৮। ঢেঙা বুড়োর হাতে মার খেয়ে হাসুনির মা গিয়েছিল- মজিদের বাড়িতে।
Featured Post
২০২৫ ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস (২০২৩ সালের সিলেবাসের অনুরূপ) পত্রিকার খবরের লিঙ্ক ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস (২০২৩ সালের...
