Thursday, January 21, 2021

লালসালু উপন্যাসের MCQ

 HSC Bangla 1st Paper Suggestion 2020 | HSC | ১০০ টি প্রশ্ন ও উত্তর লালসালু উপন্যাস | লালসালু উপন্যাসের MCQ


১। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহন করেন- চট্রগ্রামে।

২। সৈয়দ ওয়াল্লিউল্লাহর উপন্যাসটি ফরাসি ও ইংরেজী ভাষায় অনুদিত হয়- লালসালু ।

৩। সাংবাদিক ‍হিসেবে- কর্মজীবন শুরু করেন সৈয়দ ওয়ালিউল্লাহ

৪। সৈয়দ ওয়ালীউল্লাহ মৃত্যুবরণ করেন- ১৯৭১ খ্রিষ্ট্রাব্দ

৫।বাংলাদেশের কথাসাহিত্যকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পথিকৃৎ ছিলেন- সৈয়দ ওয়ালীউল্লাহ

৬। ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসটি প্রকাশিত হয়- ১৯৬৮ সালে

৭। ‘নয়নচতারা’ গল্পগ্রন্থটি প্রকাশিত হয়- ১৯৪৬ সালে।

৮।‘লালসালু’ উপন্যাস অনুযায়ী কী না হলে বিদেশে এক পাও চলে না- বদনা।

৯। নোয়াখালি অঞ্চলে শস্যের চেয়ে বেশি- টুপি।

১০। ‘কিন্তু দেশটা কেমন মরার দেশ’ – বলা হয়েছে- শস্যহীন বলে।

১১।মজিদের শারীরিক গড়ন-শীর্ণকায়।

১২। মোদাচ্ছের পীরের কবর আবিষ্কার করায় মজিদ উম্মোচিত হয়েছে- মিথ্যাচার চরিত্রে।

১৩। বিভিন্ন গ্রাম থেকে মহব্বতনগরে মানেুষ আসতে লাগে- মাজারে মানত করতে।

১৪। মজিদ ভয় দেখেছে- রহিমার চোখে।

১৫। দুদু মিঞার মুখে লজ্জার হাসি আসে –কলমা জানে না তাই।

১৬। মজিদের শক্তির মূল উৎস- মাজার।

১৭। মজিদের সঙ্গে গ্রামবাসীর যোগসূত্রকারী চরিত্র হিসেবে সাদৃশ্যপূর্ণ হল- রহিমার্ চরিত্রটি |

১৮। ঢেঙা বুড়োর হাতে মার খেয়ে হাসুনির মা গিয়েছিল- মজিদের বাড়িতে।


১৯। ঝড় এলে হাসুনির মায়ের অভ্যাস ছিল- হৈ চৈ করা।



২০। মজিদ হাসুনির মার কাছ থেকে চেয়েছিল- তামাক।



২১। মহিদ হাসুনির মাকে শাড়ি কিনে দিয়েছিল- বেগুনি রঙ্গের।


২২। মজিদের গড়া মাজারে লোকজনের আসা কমে যায়- অন্য পীরদের আধিপত্য।



২৩।‘পাথর এবার হঠাৎ নড়ে’।– পাথর বলতে বোঝানো হয়েছে- মজিদকে।



২৪। আমেনা বিবি তার স্বামীকে পানিপড়া আনতে বলেছিল – মা হওয়ার আশায়।



২৫। মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা ছিল- নাটকীয়।



২৬। জমিলা আমাদের সমাজব্যবস্থার যে অসংগতির শিকার- বাল্যবিবাহ।



২৭। খোদার অন্যায়ের বিরুদ্ধে মাজারে খ্যাংটা বুড়ি নালিশ করেছিল- ছেলের মৃত্যুতে।



২৮।‘লালসালু’ উপন্যাসে যে পাড়ার উৎসবের কথা বর্ণিত আছে-ডোমপাড়া।



২৯। যার বিলাপ শুনে জমিলার মন খারাপ হয়েছিল- খ্যাংটা বুড়ির।



৩০।মজিদের বাড়িতে জিকিরের জন্য যে শিরনি রান্না চলছিল তার তদারকির দায়িত্ব ছিল- রহিমা ও জমিলার | 



৩১। জিকির করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছিল- আমেনা বিবি।



৩২। এশার নামাজ পড়ে মজিদ মাজারে কিসের আওয়াজ শুনেছিল বলে প্রকাশ করে- সিংহের।


৩৩। মজিদের মুখে থুথু ফেলেছিল- জমিলা।



৩৪। ‘লালসালু’ উপন্যাসে চৌকাঠে বসলে ঘরে কী আসে বলে উল্লেখ্য রয়েছে- বালা।



৩৫। সহজ প্রাণধর্মের উজ্জ্বল প্রতীক -জমিলা।



৩৬। গ্রামবাসীর অন্তর জর্জরিত হয়ে ওঠে - অনুশোচনায়।



৩৭। মজিদের শক্তি প্রতিফলিত হয়- গ্রামবাসীর ওপর।



৩৮। বুড়ো, হাসুনির মাকে বেধড়ক প্রহার করে- ঘরের কথা মজিদকে বলায়।



৩৯। মজিদকে শিকড়গাড়া বৃক্ষ করতে সক্রিয় ছিল- ধর্ম।



৪০। মজিদ মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে ছিল- মতিগঞ্জের সড়কের ওপর ।



৪১। আমেনা বিবির প্রতি মজিদের যে দৃষ্টিভঙ্গির প্রকাশ পেয়েছে- লালসা।




৪২। খালেক ব্যাপারীর সামনে বসে কথা বলতে অস্বস্তি বোধ করে- ধলা মিঞা।



৪৩। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে – জমিলার চোখ ।



৪৪। ‘লালসালু’ উপন্যাসে মজিদের মুখে জমিলার থুথু নিক্ষেপে প্রকাশ পেয়েছে- ক্রোধ।



৪৫। মজিদ পূর্বে যেখানে বাস করত- মধুপুর গড়ে।



৪৬। মজিদের দুদু মিয়াকে শাসনের মধ্যে নিহিত- আধিপত্য বিস্তার।



৪৭। রহিমার কাছে নিজের মৃত্যু কামনা করে- জমিলা।



৪৮। প্রথম যৌবনে মজিদ যেমন বৌ এর স্বপ্ন দেখতো-জমিলার মতো।



৪৯। ঢেঙ্গা বুড়োর বিচারে মজিদ যে সূরা পাঠ করেছিল- সূরা আন-নূর।



৫০। ‘ বতর’ শব্দের অর্থ- ফসল কাটার উপযুক্ত সময়।



৫১। ‘ওনারে কইবেন, আমার যেন মওত হয়।’ আর্জিটি করেছিল- হাসুনির মা।



৫২। মাঠের ধান নষ্ট হয়ে যায়- শিলা বৃষ্টি হলে।



৫৩। ‘শস্যের চেয়ে টুটি বেশি, ধর্মের আগাছা বেশি’ বলতে বোঝানো হয়েছে- ধর্মীয় গোঁড়ামী।



৫৪। গ্রামের লোকেরা যেন রহিমারই- অন্য সংস্করণ।



৫৫। বিশ্বাসের পাথরে যেন- খোদাই করা চোখ।



৫৬। ঘরের ম্লান আলোয় কবরের সেই অনাবৃত অংশটা - মৃত মানুষের খোলা চোখের মতো দেখায়।



৫৭। আমেনা বিবির বিয়ে হয়েছিল – ১৩ বছর বয়সে।



৫৮। মোনাজাত শেষে মজিদ পা ফেলছিল – উত্তর দিকে।



৫৯। আমেনা বিবি ও রহিমার মধ্যে মিল রয়েছে – নিঃসন্তানের দিকটা।



৬০। ঘুমকাতুরে- জমিলা।


৬১। খালেক ব্যাপারীর মতে আক্কাস দাড়ি রাখেনি- ইংরেজি পড়েছে বলে।



৬২। গ্রামে হিড়িত পড়েছে- মসজিদ স্থাপনের।



৬৩। আমেনা বিবির আনন্দ আর সুখের নিশানা- থোতা মুখের তালগাছ।



৬৪। আওয়ালপুরের পীরের মধ্যে প্রকাশ পেয়েছে- ধর্মব্যবসা।



৬৫।আওয়ালপুরের পীর আছরের সময় যে নামাজ পেয়েছে- জোহর।



৬৬। মজিদ হাসপাতালে গিয়েছিল- সমবেদনা প্রকাশ করতে।



৬৭। আওয়ালপুরের পীরের প্রতি আমেনার প্রকাশ পেয়েছে- অন্ধবিশ্বাস।



৬৮। খালেক ব্যাপারি সঙ্গে ধলা মিয়ার সম্পর্ক ছিল- শ্যালক।



৬৯। ধলা মিয়াকে ব্যাপারী আওয়ালপুরে যেতে বলেছিল- পানিপড়া আনতে।



৭০। ধলা মিয়ার দেবংশি তেঁতুল গাছকে ভয় পাওয়ার মধ্যে প্রকাশ পেয়েছে - কুসংস্কার বিশ্বাস।



৭১। মজিদ বারবার ধলা মিয়াকে আওয়ালপুরে যেতে বলায় প্রকাশ পেয়েছে- দৃঢ়তা।



৭২। আওয়ালপুরের পীরকে মজিদ আখ্যা দিয়েছে - ইবলিশ।



৭৩। খালেক ব্যাপারী মজিদকে ভায় পায় -ধর্মভীতির কারণে।



৭৪। ‘আমেনা’ ক্ষেত্রে প্রযোজ্য- নিঃসন্তান।




৭৫। ঢেঙ্গা বুড়োর স্ত্রীর জানাজা পাড়ানোর কথা ছিল- মোল্লা শেখের।



৭৬। “তানি যে খোদার মানুষ” উক্তিটি হল - রহিমার।



৭৭। উঠানোর পথটুকু পাড়ি দিতে আমেনা বিবি পরিপ্রান্ত বোধ করে- অসুস্থাতায়।



৭৮। আমেনা বিবি মজিদের কাছে চড়ে গিয়েছিল- পালকি।



৭৯। আমেনা বিবিকে পালকি থেকে নামিয়ে মজিদ যেতে বলেছিলেন- মাজারে।



৮০। মজিদ বার বার আমেনা বিবির দিকে আড়চোখে তাকাচ্ছিল- রূপের মোহে।



৮১। মজিদের সামনে খালেক ব্যাপারী অসহায় – ধর্মভীতির কারণে।



৮২। আমেনা বিবি মাজারে পাক শুরু করেছিল- ডান দিক থেকে।



৮৩। রহিমা মাজারে আমেনা বিবির দৃশ্যগুলো দেখেছিল- বেড়ার ফুটো দিয়ে।



৮৪। আমেনা বিবি মাজারের মধ্যে মূর্ছা গিয়েছিল- শারীরিক দুর্বলতায়।



৮৫। খালেক ব্যাপারীর গলায় শিশুর ভাব আসে- সন্দেহে।



৮৬। আমেনা বিবির ক্ষেত্রে প্রজোয্য- স্বামীভীরু।



৮৭। যে গাছ দেখে আমেনা বিবি বুঝত যে স্বামীর বাড়িতে পৌছেছে- তালগাছ।



৮৮।মোদাব্বের মিয়ার ছেলের নাম- আক্কাস।



৮৯। মজিদ আক্কাসকে দমাতে চাওয়ায় তার চরিত্রে উম্মোচিত হয়েছে- শোষণ।




৯০। ‘পুলক’ শব্দের অর্থ- আনন্দ।



৯১।“বেত্তমিজের মতো কথা কইস না” উক্তিটি যার সম্পর্কে করা হয়েছিল- আক্কাস।



৯২।মহব্বতনগর গ্রামের বড় মসজিদ নির্মাণে বারো আনা ব্যয় বহন করতে চেয়েছিল - খালেক ব্যাপারী।



৯৩। মহব্বতনগর গ্রামে মসজিদ নির্মাণে তদারকিতে ছিল- মজিদ।



৯৪। সচ্ছলতায় শিকড়গাড়া বৃক্ষ ছিল- মজিদ।



৯৫। মজিদের যশ, খ্যাতির উৎস –পুরনো কবরটি।



৯৬। মজিদের নিঃসঙ্গবোধের কারণ- নিঃসন্তান হওয়ায়।



৯৭। যার বিলাপে জমিলার মন খারাপ হয়েছিল- খ্যাংটা বুড়ির।



৯৮। রহিমা পোষ্য রাখতে চায়- হাসুনিকে।



৯৯। “মজিদের মনে কিন্তু অন্য কথা ঘোরে” এখানে অন্য কথা বলতে বোঝানো হয়েছে- দ্বিতীয় বিয়ে।



১০০। ‘লালসালু’ উপন্যাসের মূল বিষয়বস্তু- গ্রামীণ জীবন, কুসংস্কার ও গোঁড়ামি।

Saturday, January 2, 2021

HSC ICT MCQ (second chapter)

 এইসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনী প্রশ্নপত্র সমাধান

দ্বিতীয় অধ্যায়

ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং



১.ডেটা কমিউনিকেশন কী?


ক.দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়

খ.মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ

গ.শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ

ঘ.শুধুমাত্র কম্পিউটার নির্ভর যোগাযোগ


২.ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কয়টি?

ক.৩

খ.৪

গ.৫

ঘ.৬


৩.ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কোনটি?

ক.কম্পিউটার

খ.অপটিক্যাল ফাইবার ক্যাবল

গ.মডেম

ঘ.টেলিফোন


৪.মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কী বলে?

ক.মডুলেশন

খ.ডিমডুলেশ

গ.ব্রডকাস্ট

ঘ.হাফ ডুপ্লেক্স




৫.ডেটা কমিউনিকেশন মাধ্যম হচ্ছে-


i.টুইস্টেড পেয়ার ক্যাবল

ii.রেডিও ওয়েভ

iii.মডেম


নিচের কোনটি সঠিক?

ক.i,ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i, ii ও ii


৬.ডেটা স্থানান্তরের হারকে বলে-

ক.ব্যান্ড মিটার

খ.ব্যান্ড উইড্থ

গ.ডেটা ট্রান্সমিশন

ঘ.ডেটা কানেকশন


৭.bps এর পূর্ণরূপ কী?

ক.bit per second

খ.byte per second

গ.binary per second

ঘ.bit per system


৮.একটি চ্যানেল দিয়ে ৩ সেকেন্ডে ৮১০০ বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ড উইড্থ কত?

ক.1800bps

খ.2700bps

গ.5400bps

ঘ.600bps




৯.একটি চ্যানেলের মধ্য দিয়ে ১০ সেকেন্ডে ১,০০,০০০ বিট, ডেটা ট্রান্সফার হেলে এর ব্যান্ড উইড্থ কত?

ক.১০০০০kbps

খ.১০০০০bps

গ.১০০০kbps

ঘ.১০০০bps


১০.ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়?

ক.২

খ.৩

গ.৪

ঘ.৫


১১.নিচের কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়?

ক.টেলিফোন

খ.টেলিগ্রাফ

গ.স্যাটেলাইট ফোন

ঘ.ওয়াকিটকি


১২.ন্যারো ব্যান্ডে সর্বনিম্ন ডেটা স্পীড কত বিপিএস?

ক.35

খ.45

গ.200

ঘ.300


১৩.ন্যারো ব্যান্ডে কত গতিতে ডেটা স্থানান্তর হয়?

ক.1 mbps

খ.9600 bps

গ.1200 bps

ঘ.300 bps


১৪.ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?

ক.300 bps

খ.6900 bps

গ.9600 bps

ঘ.1 mbps


১৫.ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়?

ক.টেলিগ্রাফ

খ.টেলিফোনে

গ.রাউটারে

ঘ.গেটওয়ে


১৬.ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত?

ক.6900bps

খ.6900kbps

গ.9600bps

ঘ.9600kbps


১৭.কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয়-

ক.ন্যারো ব্যান্ড

খ.ভয়েস ব্যান্ড

গ.হাফ ডুপ্লেক্স

ঘ.ফুল ডুপ্লেক্স


১৮.ব্রড ব্যান্ডের ব্যান্ডউইডথ কত?

ক.১ এমবিপিএস বা অধিক

খ.৯৬০০ বিপিএস

গ.৪৫-৩০০ বিপিএস

ঘ.৪৫ বিপিএস এর কম






১৯.ডেটা ক্যারেব্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় কোন ট্রান্সমিশনে?

ক.সিনক্রোনাস

খ.এসিনক্রোনাস

গ.আইসোক্রোনাস

ঘ.ক্রিপটোক্রোনাস


২০.এসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য কোনটি?

ক.ট্রান্সমিশনের দক্ষতা তুলনামূলকভাবে কম

খ.Start bit এবং End bit এর প্রয়োজন হয় না

গ.ট্রান্সমিশনের গতি কম

ঘ.তুলনামূলকভাবে ব্যয়বহুল


২১.এসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো-

ক.প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না

খ.ডেটা ট্রান্সমিশনের গতি বেশি

গ.ব্লক আকারে ডেটা প্রেরিত হয়

ঘ.স্যাটেলাইটে ব্যবহার উপযোগী


২২.কী বোর্ড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হলো-

i.ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয়

ii.যে কোন সময় ডেটা প্রেরণ ও গ্রহন করতে পারে

iii.প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না

নিচের কোনটি সঠিক?

ক.i,ii             খ.i ও iii

গ.ii ও iii         ঘ.i, ii ও ii


২৩.বিট সিনক্রোনাইজেশন হচ্ছে-

i.বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি

ii.বিটের শুরু এবং শেষ বুঝতে পারা

iii.ব্যন্ড উইড্থের পরিমাণ বৃদ্ধি পাওয়া

নিচের কোনটি সঠিক?

ক.i,ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i, ii ও ii


২৪.৫ কিলেঅবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত?

ক.72.73%

খ.77.23%

গ.90.25%

ঘ.95.24%


২৫.ডেটা ট্রান্সমিশনে প্রতিটি ডেটা পাঠাতে কত সময়ের প্রয়োজন?

ক.অ্যাসিনক্রোনাস

খ.আইসোক্রোনাস

গ.ব্রডকাস্ট

ঘ.ইউনিকাস্ট


২৬.আইসোক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ডেটা পাঠাতে কত সময়ের প্রয়োজন?

ক.12 ms

খ.125 ms

গ.125s

ঘ.125ks





২৭.কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি?

ক.সিমপ্লেক্স

খ.হাফ-ডুপ্লেক্স

গ.ফুল-ডুপ্লেক্স

ঘ.মাল্টিকাস্ট


২৮.একই সাথে উভয় প্লে দিয়ে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কী বলে?

ক.সিমপ্লেক্স


খ.হাফ-ডুপ্লেক্স


গ.ফুল-ডুপ্লেক্স


ঘ.মাল্টিকাস্ট


উত্তর:গ.ফুল-ডুপ্লেক্স


২৯.কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে?


ক.Simplex


খ.Half Duplex


গ.Broadcast


ঘ.Full Duplex


উত্তর:ঘ.Full Duplex


৩০.মোবাইল ফোনে  কথা বলার সিস্টেম কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সফার করে?


ক.সিমপ্লেক্স


খ.হাফ ডুপ্লেক্স


গ.ফুল ডুপ্লেক্স


ঘ.মাল্টিকাস্ট


উত্তর:গ.ফুল ডুপ্লেক্স


উদ্দীপকটি পড় এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও:


কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না।


৩১.তারা কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেন?


ক.সিমপ্লেক্স


খ.হাফ-ডুপ্লেক্স


গ.ফুল-ডুপ্লেক্স


ঘ.মাল্টিপ্লেক্স


উত্তর:খ.হাফ-ডুপ্লেক্স


৩২.একই সময়ে যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন-


i.মোবাইল


ii.ওয়াকি-টকি


iii.রেডিও


নিচের কোনটি সঠিক?


ক.i


খ.ii


গ.i ও ii


ঘ.i, ii ও ii


উত্তর:খ.ii


উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও


রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন।যে সকল শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত থাকে তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অবহিত করা হয়।


৩৩.উদ্দীপকের আলোকে রায়হান সাহেবের ক্লাস নেয়ার সময় কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়েছে?


ক.সিমপ্লেক্স


খ.হাফ ডুপ্লেক্স


গ.ফুল ডুপ্লেক্স


ঘ.ব্রডকাস্ট


উত্তর:ক.সিমপ্লেক্স


৩৪.অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যকহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো-


ইউনিকাস্ট

ii.মাল্টিকাস্ট


iii.ব্রডকাস্ট


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ক.i,ii


৩৫.ফুল ডুপ্লেক্স মোডে চলে-


i.মোবাইল ফোন


ii.ল্যান্ড ফোন


iii.রেডিও ব্রডকাস্ট


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ক.i,ii


৩৬.গ্রূপ SMS প্রদান হলো-


ক.ইউনিকাস্ট


খ.মাল্টিকাস্ট


গ.ব্রডকাস্ট


ঘ.টেলিকাস্ট


উত্তর:খ.মাল্টিকাস্ট


৩৭.টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে-


i.সিমপ্লেক্স


ii.মাল্টিকাস্ট


iii.ব্রডকাস্ট


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:খ.i ও iii


৪০.ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো-


ক.টিভি সম্প্রচার


খ.ভিডিও কনফারেন্সিং


গ.টেলিফোনে কথোপকথন


ঘ.SMS প্রেরণ


উত্তর:ক.টিভি সম্প্রচার


উদ্দীপকটি পড়ে ৪১ও৪২ নং প্রশ্নের উত্তর দাও:


কলেজের বিজ্ঞান ভবনে বিশটি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হলো। ২০১৮ সালে শিক্ষা সচিব মহোদয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত ভবনে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাশ উদ্বোধন করেন।


৪১.উদ্দীপকে বর্ণিত ভবনে ব্যবহৃত নেটওয়ার্কটি কোন ধরনের?


ক.LAN


খ.MAN


গ.WAN


ঘ.PAN


উত্তর:ক.LAN


৪২.উদ্দীপকের নেটওয়ার্কে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড কোনটি?


ক.সিমপ্লেক্স


খ.হাফ ডুপ্লেক্স


গ.ফুল ডুপ্লেক্স


ঘ.মাল্টিকাস্ট


উত্তর:ঘ.মাল্টিকাস্ট


ডেটা কমিউনিকেশন মাধ্যম


৪৩.টেলিফোনের জন্য ব্যবহৃত ক্যাবল কোনটি?


ক.সাধারণ


খ.কো এক্সিয়াল


গ.টুইস্টেড পেয়ার


ঘ.ফাইবার অপটিক


উত্তর:গ.টুইস্টেড পেয়ার


৪৪. কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?


ক.100 mbps


খ.200 mbps


গ.2 gbps


ঘ.40 gbps


উত্তর:ক.100 mbps


৪৫.1 Mbps ডেটা ট্রান্সমিশন হয় কোনটিতে?


ক.টেলিগ্রাফিতে


খ.টেলিফোন লাইনে


গ.কার্ড রিডারে


ঘ.কো-এক্সিয়াল ক্যাবলে


উত্তর:ঘ.কো-এক্সিয়াল ক্যাবলে


৪৬.তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-


ক.টেলিফোন ক্যাবল


খ.কো এক্সিয়াল ক্যাবল


গ.টুইস্টেড পেয়ার ক্যাবল


ঘ.ফাইবার অপটিক ক্যাবল


উত্তর:গ.টুইস্টেড পেয়ার ক্যাবল


৪৭.টুইস্টেড পেয়ার ক্যাবল এর সাধারন রং কোনটি?


ক.কমলা


খ.বাদামী


গ.কাল


ঘ.সাদা


উত্তর:ঘ.সাদা


৪৮.অপটিক্যাল ফাইবার ক্যাবল-


i.উচ্চগতিসম্পন্ন


ii.দামে সস্তা


iii.বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:খ.i ও iii


৪৯.ফটো ডিটক্টেররের কাজ কী ?


ক.অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করা


খ.ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা


গ.বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা


ঘ.আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা


উত্তর:ঘ.আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা


৫০.অপটিক্যাল ফাইবার ক্যাবলে তথ্য আদান প্রদানের মূল অংশ-


i.আলোক উৎস


ii.প্রেরক মাধ্যম


iii.ডিটেক্টর


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ঘ.i, ii ও ii


তারবিহীন মোড


৫১.10 কিলোহার্জ থেকে 1 গিগাহার্জের মধ্যে সীমিত ইলেকট্রো ম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয়-


ক.মাইক্রোওয়েভ


খ.রেডিও ওয়েভ


গ.ইনফ্রারেড


ঘ.স্যাটেলাইট


উত্তর:খ.রেডিও ওয়েভ


৫২.রেডিও তরঙ্গ কত প্রকার?


ক.2


খ.4


গ.3


ঘ.5


উত্তর:ক.2


৫৩.GEO স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়?


ক.12000km


খ.22000km


গ.27000km


ঘ.36000km


উত্তর:ঘ.36000km


৫৪.ভূপৃষ্ঠে ট্রান্সমিটার বসানো থাকে কোন ওয়েভে?


ক.স্যাটেলাইট মাইক্রোওয়েভ


খ.রেডিও মাইক্রোওয়েভ


গ.টিভি মাইক্রোওয়েভ


ঘ.টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ


উত্তর:ঘ.টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ


৫৫.টেলিভিশনের রিমোর্ট কন্ট্রোলে ব্যবহৃত হয়-


ক.Infared


খ.Radio Wave


গ.Microwave


ঘ.Bluetooth


উত্তর:ক.Infared


৫৬.মাইক্রোওয়েভ এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত?


ক.0.3 GHz-300GHz


খ.10kHz-1GHz


গ.3 kHz-3 MHz


ঘ.300GHz-400THz


উত্তর:ক.0.3 GHz-300GHz


উদ্দীপকটি পড় এবং ৫৭ ও ৫৮ নং প্রশ্নের উত্তর দাও:


মোহনা লক্ষ করল তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলোর ওপর বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো যাদের মাঝখানে কোনো বাঁধা নেই। একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টিনা আকাশমুখী করে রাখা হয়েছে।


৫৭.উদ্দীপকের উচুঁ টাওয়ারগুলো কোন ধরনের  মিডিয়া ব্যবহার করে?


ক.রেডিও ওয়েভ


খ.টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ


গ.ইনফ্রারেড


ঘ.স্যাটেলাইট মাইক্রোওয়েভ


উত্তর:খ.টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ


৫৮.উদ্দীপকের আকাশমুখী ব্যবস্থা ব্যবহার করা হয়-


i.টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে


ii.আবহাওয়ার সর্বশেষ অবস্থা পযবেক্ষন


iii.আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ঘ.i, ii ও ii


৫৯.৩০০ গিগাহার্জ থেকে ৪০০ টেরাহার্জ পযন্ত ফ্রিকোয়েন্সি বলা হয়-


i.ইনফ্রারেড


ii.রেডিও ওয়েভ


iii.মাইক্রো ওয়েভ


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:


ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম


৬০.হটস্পট কী?


ক.বিশেষ নিরাপত্তা ব্যবস্থা


খ.তারযুক্ত ইন্টারনেট ব্যবস্থা


গ.তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা


ঘ.বিশেষ ধরনের সফটওয়্যার


উত্তর:গ.তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা


৬১.৬০.হটস্পট কী?


ক.নির্দিষ্ট উত্তপ্ত এলাকা


খ.তারযুক্ত ইন্টারনেট ব্যবস্থা


গ.বিশ্বব্যাপী নেটওয়ার্ক


ঘ.তারবিহীন ইন্টারনেট প্রটোকল


উত্তর:ঘ.তারবিহীন ইন্টারনেট প্রটোকল


৬২.কোন যন্ত্রটি নিম্নশক্তিসম্পন্ন রেডিও সঞ্চালনে ডেটা পরিবর্তন করতে সক্ষম?


ক.ব্লটুথ


খ.রেডিও


গ.টেলিভিশন


ঘ.কম্পিউটার


উত্তর:ক.ব্লটুথ


৬৩.কোনটি ব্লটুথ স্ট্যন্ডার্ড?


ক.802.11


খ.802.11 b


গ.802.15


ঘ.802.16


উত্তর:গ.802.15


৬৪.ব্লটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-


ক.LAN


খ.PAN


গ.MAN


ঘ.WAN


উত্তর:খ.PAN


৬৫.সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো-


i.তারবিহীন যোগাযোগ ব্যবস্থা


ii.শুধুমাত্র কথা বলার ব্যবস্থা


iii.ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:খ.i ও iii


ওয়াইফাই


৬৬.নিচের কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড?


ক.802.10


খ.802.11


গ.802.01


ঘ.802.16


উত্তর:খ.802.11


৬৭.কোনটি লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রযুক্তি?


ক.Wi-Max


খ.ব্ল-টুথ


গ.ইনফ্রারেড


ঘ.Wi-Fi


উত্তর:ঘ.Wi-Fi


৬৮.IEEE.802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা যাবে?


ক.PAN


খ.LAN


গ.CAN


ঘ.WAN


উত্তর:খ.LAN


ওয়াই-ম্যাক্স


৬৯.কোনটি Wi-Max স্ট্যান্ডার্ড?


ক.802.11


খ.802.12


গ.802.15


ঘ.802.16


উত্তর:ঘ.802.16


৭০.Wi-Max কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়?


ক.PAN


খ.LAN


গ.MAN


ঘ.WAN


উত্তর:গ.MAN


৭১.Wi-Fi এবং Wi-Max এর মধ্যে পার্থক্য হচ্ছে-


i.কভারেজ এরিয়ার


ii.ট্রান্সমিশন মোড


iii.ট্রান্সমিশন স্পীডে


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ঘ.i, ii ও ii


৭২.সাশ্রয়ীভাবে পাহাড়ী এলাকায় কাযকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক?


ক.অপটিক্যাল ফাইবার


খ.রেডিও ওয়েভ


গ.ওয়াইফাই


ঘ.ওয়াইম্যাক্স


উত্তর:ঘ.ওয়াইম্যাক্স


বিভিন্ন প্রজন্মের মোবাইল


 


৭৩.কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম MMS সার্ভিস চালু হয়?


ক.প্রথম


খ.দ্বিতীয়


গ.তৃতীয়


ঘ.চতুর্থ


উত্তর:খ.দ্বিতীয়


৭৪.গ্রীন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইল ফোনকে?


ক.FDMA


খ.TDMA


গ.CDMA


ঘ.PDMA


উত্তর:গ.CDMA


৭৫.নিচের কোন প্রযুক্তিটি ইউনিক কোডিং পদ্ধতি ব্যবহার করে?


ক.CDMA


খ.TDMA


গ.GPRS


ঘ.GSM


উত্তর:গ.GPRS


৭৬.মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়?


ক.১ম


খ.২য়


গ.৩য়


ঘ.৪র্থ


উত্তর:গ.৩য়


৭৭.মোবাইল কমিউনিকেশনে কোন প্রজন্মে Analog Radio Signal ব্যবহৃত হয়?


ক.প্রথম


খ.দ্বিতীয়


গ.তৃতীয়


ঘ.চতুর্থ


উত্তর:ক.প্রথম


৭৮.রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহৃত হয়?


ক.1G


খ.2G


গ.3G


ঘ.4G


উত্তর:খ.2G


৭৯.GSM এর পূর্ণরূপ হলো-


ক.General System for Mobile Communication


খ. Global Standard for Mobile Communication


গ. General Standard for Mobile Communication


ঘ. Global System for Mobile Communication


উত্তর:ঘ. Global System for Mobile Communication


৮০.Sim এর পূর্ণরূপ কোনটি?


ক.Subscribe Identity Module


খ. Subscriber Identity Module


গ. Subscriber Identity Model


ঘ. Subscriber Identity Modulity


উত্তর:খ. Subscriber Identity Module


৮১.আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি?


ক.1G


খ.2G


গ.3G


ঘ.4G


উত্তর:ঘ.4G


৮২.নিচের কোনটি ডেটা সার্ভিস?


ক.EDGE


খ.TETRA


গ.P25


ঘ.DMR


উত্তর:ক.EDGE


৮৩.কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য?


ক.আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক


খ.বিশ্বব্যাপী রোমিং সুবিধা


গ.ফোনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ


ঘ.সেমিকন্ডাক্টর ও মাইক্রো প্রসেসর প্রযুক্তি


উত্তর:ক.আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক


৮৪.কোন প্রজন্মের মোবাইল ফোনে আল্ট্রা ব্রড ব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়?


ক.১ম


খ.২য়


গ.৩য়


ঘ.৪র্থ


উত্তর:ঘ.৪র্থ


উদ্দীপকটি পড়ে ৮৫ ও ৮৬ নং প্রশ্নের উত্তর দাও:


রাসেল 4g মোবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে sms এর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে।


৮৫.বার্তা জানানোর মোড কোনটি?


ক.সিমপ্লেক্স


খ.ফুল ডুপ্লেক্স


গ.মাল্টিকাস্ট


ঘ.ব্রডকাস্ট


উত্তর:গ.মাল্টিকাস্ট


৮৬.রাসেলের মোবাইল ফোনের প্রযুক্তি দিয়ে সম্ভব-


i.সার্কিট সুইচ পদ্ধতিতে ডেটা প্রেরণ


ii.IP নির্ভর ওয়ারলেস নেটওয়ার্ক স্থাপন


iii.ত্রি মাত্রিক পরিবেশে ডেটা স্থানান্তর


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:গ.ii ও iii


নিচের উদ্দীপকের আলোকে ৮৭ ও ৮৮ নং প্রশ্নের উত্তর দাও:


মি. হারুন যে কোম্পানির মোবাইল ফোন ব্যবহার করেন সেটির কারনে তিনি দীর্ঘ সময় ধরে কথা বলতে পারেন।কিন্তু গত বছর ভারতে বেড়াতে গিয়ে তিনি তার ফোন নম্বরটি ব্যবহার করতে পারেননি।


৮৭.মি. হারুনের ব্যবহৃত মোবাইল ফোনের প্রযুক্তি হচ্ছে-


ক.GSM


খ.CDMA


গ.TDMA


ঘ.FDMA


উত্তর:খ.CDMA


৮৮.উদ্দীপকের উল্লেখিত প্রযুক্তির বৈশিষ্ট্য-


i.Identification Module ব্যবহার করা যায়


ii.প্রাইবেসী বেশি


iii.রিপিটারসমূহ ব্যবহারে সক্ষম


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ক.i,ii


কম্পিউটার নেটওয়ার্কিং


৮৯.কম্পিউটারের পারস্পারিক যোগাযোগকে কী বলা হয়?


ক.মডেম


খ.নেটওয়ার্ক


গ.ফ্যাক্স


ঘ.হাইওয়ে


উত্তর:খ.নেটওয়ার্ক


৯০.সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্কটি তৈরি হয়?


ক.PAN


খ.LAN


গ.MAN


ঘ.WAN


উত্তর:খ.LAN


৯১.একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কী বলে?


ক.PAN


খ.LAN


গ.MAN


ঘ.WAN


উত্তর:ঘ.WAN


৯২.ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে?


ক.PAN


খ.LAN


গ.MAN


ঘ.WAN


উত্তর:খ.LAN


নিচের উদ্দীপকটি পড় এবং ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও:


একটি রূমে থাকা ল্যাপ্টপগুলো নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহন করা হয়।


৯৩.উদ্দীপকে উাল্লিখিত নেটওয়ার্ক হবে কোনটি?


ক.WPAN


খ.WLAN


গ.WMAN


ঘ.WWAN


উত্তর:খ.WLAN


৯৪.উদ্দীপকের নেটওয়ার্ক-


i.ক্যাবলের মাধ্যমে


ii.ক্লায়েন্ট সার্ভার


iii.ওয়াইফাই-এর মাধ্যমে


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ঘ.i, ii ও ii


৯৫.নেটওয়ার্ক বহুল পরিমাণে ব্যবহৃত নয় এমন মাধ্যমগুলো-


i.ক্যাবল বা তার


ii.রেডিও ওয়েভ এবং মাইক্রোওয়েভ


iii.স্যাটেলাইট ও ইনফ্রারেড


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ক.i,ii


নিচরে উদ্দীপকটি পড় এবং ৯৬ ও ৯৭ নং প্রশ্নের উত্তর দাও:


একটি অফিসের আটতলা ভবনের বিভিন্ন তলায় অবস্থিত সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে।


৯৬.তাদের নেটওয়ার্কটি কী ধরনের হবে?


ক.LAN


খ.MAN


গ.WAN


ঘ.PAN


উত্তর:ক.LAN


৯৭.অফিসটির নেটওয়ার্কটিকে তারবিহীন প্রযুক্তিতে গড়ে তুলতে কোন ফ্রিকুয়েন্সি সীমা ব্যবহৃত হবে?


ক.1-9 Mbps


খ.10-50 Mbps


গ.51-100 Mbps


ঘ.101-150 Mbps


উত্তর:গ.51-100 Mbps


উদ্দীপকটি পড়ে ৯৮ ও ৯৯ নং প্রশ্নের উত্তর দাও:


রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তাঁর থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসার ও একই সাথে প্রিন্ট নিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলার ব্যবস্থা করে দিলেন।


৯৮.উদ্দীপকে নেটওয়ার্কের ধরন হচ্ছে-


i.LAN


ii.MAN


iii.WAN


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:খ.i ও iii


৯৯.উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব-


i.স্বল্প ডিভাইসে অধিক সেবা


ii.গ্রাহকের সাথে সহজ যোগাযোগ


iii.ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ  কাযক্রম


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ক.i,ii


উদ্দীপকটি পড়ে ১০০ ও ১০১ নং প্রশ্নের উত্তর দাও:


”ক” কলেজের মান উন্নয়নের জন্য সরকার ১২ টি কম্পিউটার প্রদান করে।কম্পিউটারগুলো একই ফ্লোরে অবস্থিত কম্পিউটার ল্যাব,লাইব্রেরী এবং ক্লাসরুমে ব্যবহৃত হচ্ছে।কম্পিউটারগুলোর মধ্যে ডেটা স্থানান্তরের জন্য পেনড্রাইভ ব্যবহৃত হওয়ার কারনে অনেক অসুবিধা হচ্ছিল।তাই আইসিটি শিক্ষকের পরামর্শে কলেজ কর্তৃপক্ষ কম্পিউটারগুলোকে পরস্পরের সাথে সংযোগের ব্যবস্থা করলেন।


১০০.উদ্দীপক অনুযায়ী উপযুক্ত সংযোগ ব্যবস্থা কোনটি?


ক.PAN


খ.MAN


গ.LAN


ঘ.WAN


উত্তর:গ.LAN


১০১.কলেজে কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থায় যে যে রিসোর্সসমূহ শেয়ার করা সম্ভব হবে-


i.হার্ডওয়্যার


ii.সফটওয়্যার


iii.ইনফরমেশন


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ঘ.i, ii ও ii


উদ্দীপকটি পড়ে ১০২ ও ১০৩ নং প্রশ্নের উত্তর দাও:


একটি অফিসের দু’টি কক্ষ থেকে দ’জন কম্পিউটার অপারেটের একটি প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারেন। অফিসের পরিচালক কম্পিউটার ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় তার ছেলের সাথে প্রবাসী মেয়ের কথা বলিয়ে দিলেন।


১০২.উদ্দীপকে প্রিন্টিংএর ক্ষেত্রে নেটওয়ার্কের ধরন হলো-


ক.PAN


খ.LAN


গ.MAN


ঘ.WAN


উত্তর:খ.LAN


১০৩.উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব-


i.স্বল্প প্রযুক্তিতে অধিক সেবা


ii.স্বল্প পরিরসরে সীমাবদ্ধ কাযক্রম


iii.সহজ যোগাযোগ


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:খ.i ও iii


নিচের উদ্দীপকের আলোকে ১০৪ ও ১০৫ নং প্রশ্নের উত্তর দাও:


সোহেল সাহেব তাঁর অফিসের সবগুলো কম্পিউটারকে নেটওয়ার্কে সংযুক্ত করেছেন। আবার বিদেশি কাস্টমার ও কোম্পানীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ প্রত্যেকটি কম্পিউটারে সক্ষম।কিছুসংখ্যক প্রিন্টার,স্ক্যনার ব্যবহার করেই তিনি তার যাবতীয় কাজ সম্পন্ন করতে পারেন এর ফলে সোহেল সাহেব বেশ অর্থ সাশ্রয় করতে পারেন।


১০৪.উদ্দীপকে বর্ণিত অফিসটিতে ব্যবহৃত নেটওয়ার্কটি হচ্ছে-


i.LAN


ii.MAN


iii.WAN


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:খ.i ও iii


১০৫.উদ্দীপকের অফিসটিতে বিদ্যমান ব্যবস্থায়-


i.রিসোর্স শেয়ারিং সহজতর হবে


ii.সিদ্ধান্ত গ্রহন দ্রুততর হবে


iii.তথ্য ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধি পাবে


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ক.i,ii


নিচের উদ্দীপকটি পড় এবং ১০৬ ও ১০৭ নং প্রশ্নের উত্তর দাও:


মনিমার কলেজটি ৩ তলা। তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একই নেটওয়ার্কের আওতায় আনবেন।


১০৬.কলেজটির নেটওয়ার্ক গড়ে উঠতে পারে-


i.ক্যাবল ব্যবহারের মাধ্যমে


ii.স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে


iii.রেডিও লিঙ্ক ব্যবহারের মাধ্যমে


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:খ.i ও iii


১০৭.নেটওয়ার্ক চালুর ফলে মনিমারা যে সুবিধা পাবে-


i.সবাই সফটওয়্যারসমূহ ব্যবহার করতে পারবে


ii.সকল কম্পিউটারের কাজের মধ্যে সমন্বয় করতে পারবে


iii.এক কম্পিউটারের ডিভাইস অন্য কম্পিউটারে স্থানান্তর


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ক.i,ii


নেটওয়ার্ক ডিভাইস


১০৮.নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব?


ক.হাব


খ.সুইচ


গ.রিপিটার


ঘ.রাউটার


উত্তর:ঘ.রাউটার


১০৯.কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করা যায়?


ক.হাব


খ.সুইচ


গ.রিপিটার


ঘ.ব্রিজ


উত্তর:খ.সুইচ


১১০.প্রটোকল ট্রান্সলেশনে সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস?


ক.NIC


খ.ব্রিজ


গ.রিপিটার


ঘ.গেটওয়ে


উত্তর:ঘ.গেটওয়ে


১১১.কোন ডিভাইসটি প্রটোকল ট্রান্সলেশনে ব্যবহৃত হয়?


ক.গেটওয়ে


খ.রাউটার


গ.ব্রিজ


ঘ.সুইচ


উত্তর:ক.গেটওয়ে


১১২.মডেম-


i.ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে


ii.প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে


iii.ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কাজ করে


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ক.i,ii


১১৩.মডেমের কাজ হলো-


i.ডেটা পাঠানো


ii.ডেটা গ্রহন


iii.ডেটা সংরক্ষণ


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:খ.i ও iii


১১৪.রাউটার এর কাজ হচ্ছে-


i.নেটওয়ার্ক সম্প্রসারণ করা


ii.একাধিক প্রটোকলের নেটওয়ার্ক সংযুক্ত করা


iii.দুটি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ ঘটানো


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ঘ.i, ii ও ii


নেটওয়ার্ক টপোলজি


১১৫.কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয়?


ক.৩


খ.৪


গ.৫


ঘ.৬


উত্তর:ঘ.৬


১১৬.স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?


ক.হাব


খ.মডেম


গ.রাউটার


ঘ.রিপিটার


উত্তর:ক.হাব


১১৭.কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে?


ক.স্টার


খ.রিং


গ.বাস


ঘ.মেশ


উত্তর:ক.স্টার


১১৮.একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপোলজি সংযুক্ত থাকে?


ক.BUS


খ.MESH


গ.RING


ঘ.STAR


উত্তর:ঘ.STAR


১১৯.সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয়?


ক.মেশ


খ.রিং


গ.স্টার


ঘ.হাইব্রিড


উত্তর:গ.স্টার


১২০.একটি কম্পিউটার নষ্ট হলেও কোন টপোলজিতে ডেটা পারাপারে কোন সমস্যা হয় না?


i.স্টার


ii.বাস


iii.মেশ


নিচের কোনটি সঠিক?


ক.i


খ.ii ও iii


গ.i ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ঘ.i, ii ও ii


১২১.একটি ছয়তলা ভবনের বিভিন্ন তলায় নেটওয়ার্ক ব্যবস্থা স্থাপন করা হলো.প্রচলিতভাবে একে বলা হবে-


ক.PAN


খ.LAN


গ.MAN


ঘ.WAN


উত্তর:ক.PAN


১২২. ক্লাউড কম্পিউটিং হচ্ছে 


i. একটি ব্যবসায়ী মডেল  


ii. অন-ডিমান্ড সেবা


iii. পে অ্যাজ ইউ গো


নিচের কোনটি সঠিক?


ক.i


খ.ii ও iii


গ.i ও iii


ঘ.i, ii ও iii

উত্তর ঘ 

১২৩. MAC অ্যাড্রেস কী?


ক. একটি ৪৮ বিটের ক্রমিক নাম্বার 

খ. একটি ৪৮ বিটের অদ্বিতীয় ক্রমিক নাম্বার

গ. একটি ৪৮ বিটের পরিবর্তনশীল নাম্বার

ঘ. একটি ৪৮ বিটের IP  অ্যাড্রেস 


উত্তর:খ 

১২৪. সল্প দূরত্বে একাধিক LAN  যুক্ত করে কোনটি ?


ক. Bridge

খ. HUB

গ. Repeater

ঘ. Switch 


উত্তর:ক




HSC ICT MCQ (First Chapter)

এইসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  প্রশ্নপত্র সমাধান প্রথম অধ্যায়

বিশ্বগ্রামের ধারণা-


১.বিশ্বগ্রামের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন-

ক.মার্শাল ম্যাকলুহান

খ.মার্ক জুকারবার্গ

গ.বিল গেটস

ঘ.টিম বার্নার্স লি

উত্তর : ক.মার্শাল ম্যাকলুহান

২. বিশ্বগ্রামের মেরুদন্ড কোনটি?

ক.হার্ডওয়্যার

খ.সফটওয়্যার

গ.কানেকটিভিটি

ঘ.ডেটা

উত্তর : গ.কানেকটিভিটি

৩. কোন উপাদানটি Global Village এর ক্ষেত্রে সবচেয়ে গুরত্বপূর্ণ?

ক.ইন্টারনেট

খ.সংবাদপত্র

গ.টেলিভিশন

ঘ.মোবাইল

উত্তর : ক.ইন্টারনেট


৪. বিশ্বগ্রাম বলতে বোঝায়-

i. রিয়েল টাইম সেবা বিনিময়

ii.তথ্য বিনোদনের সহজলভ্যতা

iii.বিশ্বের গ্রামসমূহের আন্তঃসম্পর্ক

নিচের কোনটি সঠিক?


ক.i ও ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ. i,ii ও iii

উত্তর : ঘ. i,ii ও iii


৫. বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত?

ক.গ্রামের সাথে শহরের যোগাযোগ

খ.ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার

গ.বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন

ঘ.শিক্ষার অবাধ সুযোগ-সুবিধার বিস্তার

উত্তর : খ.ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার


৬. বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো-


i.কানেকটিভিটি


ii.ডেটা


iii.সক্ষমতা


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i, ii, ও iii

উত্তর : ঘ.i, ii, ও iii


নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:




মইন সাহেব একটি সরকারি দপ্তরে চাকরি করেন।তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্ধান্ত গ্রহন করেন।


৭. উদ্দীপকে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে?

ক.বিশ্বগ্রাম

খ.ভার্চুয়াল রিয়েলিটি


গ.ন্যানোটেকনোলজি

ঘ.নেটওয়ার্ক

উত্তর : ক.বিশ্বগ্রাম


৮.উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে তা সম্ভব হয়েছে কিসের কল্যাণে?


i.সংবাদপত্রের


ii.তথ্য প্রযুক্তির


iii.ইন্টারনেট প্রযুক্তির


নিচের কোনটি সঠিক?


ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i,ii ও iii


উত্তর : গ.ii ও iii


নিচের উদ্দীপকের আলোকে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:


মইন সাহেব একটি সরকারি দপ্তরে চাকরি করেন।তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যাবহার করে জরুরি  সিদ্ধান্ত গ্রহন করেন।




৯. উদ্দীপকের প্রযুক্তি দাপ্তরিক কার্যক্রম ব্যতীত আর যে ক্ষেত্রে ব্যবহৃত হয় তা হলো-


i.শিক্ষা ক্ষেত্রে


ii.গোয়েন্দা নজরদারিতে


iii.সামাজিক যোগাযোগ


নিচের কোনটি সঠিক?


ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i,ii, ও iii

উত্তর : ঘ.i,ii, ও iii


১০.মইন সাহেবের তথ্য ও প্রযুক্তি ব্যবহার কোন ধরনের কর্মকান্ড?


i.ইতিবাচক


ii.কার্যকরি


iii.সময়োপযোগী


নিচের কোনটি সঠিক?

ক.i

খ.i ও ii

গ.i ও iii

ঘ.i ও ii,ও iii

উত্তর : ঘ.i ও ii,ও iii


উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:


অসুস্থতার কারণে অমিত অনুপস্থিত থাকায় ICT ক্লাসের অ্যসাইনমেন্ট বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বন্ধু শফিক তাকে বলে “এক্ষুণি তোমার অ্যড্রেস পাঠিয়ে দিচ্ছি।”অমিত নিজেও তার পড়াশুনার কাজে কম্পিউটার ও মোবাইল ফোনে প্রয়োজনীয় তথ্যের টেক্সট, অডিও ভিডিও ডাউনলোড করে থাকে এবং অন্যান্য বন্ধুদের সহায়তা করে।


১১. উদ্দীপকে অমিতের বন্ধু তথ্য প্রযুক্তির কোন সুবিধাটি গ্রহন করেছে?

ক.অডিও কনফারেন্সিং

খ.ভিডিও কনফারেন্সিং

গ.মোবাইল প্রযুক্তি

ঘ.ইলেকট্রনিক্স মেইলিং

উত্তর : ঘ.ইলেকট্রনিক্স মেইলিং


১২. অমিতের ভূমিকার ফলে বৃদ্ধি পাবে-


i.ক্লাসের অনুপস্থিতি


ii.তথ্য প্রযুক্তির ব্যবহার


iii.ই লার্নিং সিস্টেম


নিচের কোনটি সঠিক?


ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i,ii ও iii

উত্তর : গ.ii ও iii


১৩.বহুল ব্যবহৃত সামাচিক যোগাযোগ মাধ্যম কোনটি?

ক.Facebook

খ.Twitter

গ.Zorpia

ঘ.Tagged

উত্তর : ক.Facebook


১৪. ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহনকারীরা-


i.একে অপরের ছবি দেখতে পারে


ii.প্রত্যেকে প্রত্যেকের কথোপকথোন শুনতে পারে


iii.নিজেদের মধ্যে চিঠিপত্র আদান প্রদান করতে পারে


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i,ii ও iii

উত্তর : ক.i ও ii


১৫. আউটসোর্সিং কী?

ক.নির্দিষ্ট শ্রম ঘন্টায় কাজ করা

খ.ইন্টারনেট ভিত্তিক কাজ

গ.বিশেষ ব্রাউজিং সুবিধা

ঘ.বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা

উত্তর : খ.ইন্টারনেট ভিত্তিক কাজ




১৬. ফ্রিল্যাান্সার কে?

ক.দীর্ঘমেয়াদি চুক্তিতে কর্মরত ব্যাক্তি

খ.যিনি নিয়মমাফিক ১০ টা-৫ টা অফিস করেন

গ.যিনি স্বাধীনভাবে প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়ে কাজ করেন

ঘ.সুনির্দিষ্ট কাজের লাইসেন্স নিয়ে কাজ করেন

উত্তর : ঘ.সুনির্দিষ্ট কাজের লাইসেন্স নিয়ে কাজ করেন


১৭. ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয়?

ক.ই কমার্স

খ.আউটসোর্সিং

গ.ই-বিজনেস

ঘ.ই-গভর্নেন্স

উত্তর : খ.আউটসোর্সিং


১৮. কর্মসংস্থানের জন্য বর্তমানে-


i.ঘরে বসেই কাজ পাওয়া যায়


ii.ইন্টারনেট সুবিধা নেওয়া যায়


iii.বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i,ii ও iii

উত্তর : ঘ.i,ii ও iii


নিচের উদ্দীপকের আলোকে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:




আবির নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয় । এতে তার বেশ আয় হচ্ছে।আজকাল সে গ্রামের কৃষকদের নিয়ে উচ্চফলনশীল নতুন জাতের গমের চাষাবাদ,পণ্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষিবিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষণের আয়োজন করে।


১৯. উদ্দীপকে আবিরের আয়ের উৎসটি কী?

ক.ভিডিও কনফারেন্সিং

খ.ই কমার্স

গ.জেনেটিব ইঞ্জিনিয়ারিং

ঘ.আউটসোর্সিং

উত্তর : ঘ.আউটসোর্সিং


২০. আবিরের উদ্যেগের ফলে-


i.প্রযুক্তির প্রসার ঘটবে


ii.জনসম্পদ তৈরি হবে


iii.কর্মসংস্থান হ্রাস পাবে


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i,ii ও iii

উত্তর : ক.i ও ii


২১. khanacademy.org নামক ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা কে?

ক.জাভেদ করিম

খ.সালমান খান

গ.রে টমলিনসন

ঘ.মার্শাল ম্যাকলুহান

উত্তর : খ.সালমান খান




২২. ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করাকে কী বলে?

ক.ই মেইল

খ.ই কমার্স

গ.ই ট্রেড

ঘ.ই গভর্নেন্স

উত্তর : খ.ই কমার্স


২৩. ই-কমার্স এর অন্তভূর্ক্ত নয়-

ক.বিপণন

খ.সরবরাহ

গ.লেনদেন

ঘ.প্রচার

উত্তর : ঘ.প্রচার


২৪.বর্তমান বিশ্বে কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়া একমাত্র আধিপত্য বিস্তারকারী মাধ্যমের নাম কী ?

ক.ইন্টারনেট

খ.ই মেইল

গ.ই কমার্স

ঘ.ই গভর্নেন্স

উত্তর : ক.ইন্টারনেট


২৫. গুগলের ভার্চুয়াল চ্যাটিং সার্ভিসের নাম কী?

ক.Vurtual

খ.Google

গ.Lively

ঘ.Be Virtuality

উত্তর : গ.Lively


২৬. টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক-


i.বিশেষজ্ঞ চিকিৎসক


ii.রোগ নির্ণয় কেন্দ্র


iii.বিশেষায়িত নেটওয়ার্ক


নিচের কোনটি সঠিক?

ক.iও ii

খ.iও iii

গ.iiওiii

ঘ.i,iiওiii

উত্তর : ঘ.i,iiওiii


উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:


ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিঁলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।


২৭. প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে-


i.ভিডিও কনফারেন্সিং


ii.টেলি-মেডিসিন


iii.ই-মেইল


নিচের কোনটি সঠিক?


ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i,ii ও iii

উত্তর : ক.i ও ii


২৮. বন্ধুর চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে-


i.পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে


ii.রোগীর ব্যাথা কম হবে


iii.সুস্থ হতে সময় কম লাগবে


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i,ii ও iii

উত্তর : ঘ.i,ii ও iii


২৯. মাইসিন কোন প্রকৃতির কৃত্রিম ব্যবস্থা?

ক.যোগাযোগ

খ.কর্ম

গ.চিকিৎসা

ঘ.বাসস্থান

উত্তর : গ.চিকিৎসা


নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও:


শুভ সাহেব এর ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করলেন।আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন।


৩০. উদ্দীপকে বিশ্বগ্রামের কোন উপাদানের ইঙ্গিত দেওয়া হয়েছে?

ক.শিক্ষা

খ.যোগাযোগ

গ.চিকিৎসা

ঘ.অফিস

উত্তর : খ.যোগাযোগ


৩১. উদ্দীপকে নীলের ব্যবহৃত প্রযুক্তিতে-


i.বিশেষ সফটওয়্যার প্রয়োজন


ii.টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে


iii.বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবে


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i,ii ও iii

উত্তর : ক.i ও ii


ভার্চুয়াল রিয়েলিটি


নিচের উদ্দীপকটি পড় এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:


মিজান বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি ও কলেজের ছবি 3G প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত তার বন্ধু বান্ধব ও আত্নীয়স্বজনকে জানায়। তাদের কেউ কেউ ভিডিও কল করে অথবা ফেসবুকে তাকে অভিনন্দন জানায়।


৩২. মিজানের খবরটি পাঠানোর ব্যবস্থা কোনটি?

ক.ফ্যাক্স

খ.এমএম এস

গ.এসএমএস

ঘ.টেলিগ্রাফ

উত্তর : খ.এমএম এস


৩৩. উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে যে সকল সুবিধা পাওয়া যাবে-


i.ভার্চুয়াল ড্রাইভিং


ii.অনলাইন ব্যাংকিং


iii.আউটসোর্সিং


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.ii ও iii

গ.ii ও iii

ঘ.i,ii ও iii

উত্তর : গ.ii ও iii


৩৪. ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রিক জগৎ তৈরি হয়?

ক.একমাত্রিক

খ.দ্বিমাত্রিক

গ.ত্রিমাত্রিক

ঘ.চতুমার্তিক

উত্তর : গ.ত্রিমাত্রিক


৩৫. ভিজুয়্যাল ম্যানুফ্যাকচারিং সিস্টেম অটোমোশনে ব্যবহৃত হয়-

ক.CAD

খ.CAE

গ.CAM

ঘ.CPD

উত্তর : গ.CAM


৩৬. কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়?

ক.ত্রিমাত্রিক সিমুলেশন

খ.দ্বিমাত্রিক সিমুলেশন

গ.হ্যান্ড জিওমেট্রি

ঘ.বায়োলজিক্যাল ডেটা

উত্তর : ক.ত্রিমাত্রিক সিমুলেশন


৩৭. ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবে-


i.চিকিৎসাক্ষেত্রে ঝুঁকি কমে


ii.সৈনিকদের উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়


iii.মানুষের দৃষ্টি ও শ্রবণ শক্তি বাড়ায়


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i,ii ও iii

উত্তর : ক.i ও ii




৩৮. কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি?

ক.ক্রায়োসার্জারি


খ.ভার্চুয়াল রিয়েলিটি

গ.ইন্টারনেট

ঘ.ভিডিও কনফারেন্সিং

উত্তর : খ.ভার্চুয়াল রিয়েলিটি


নিচের উদ্দীপকটি পড় এবং ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও:


ICT শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে যেতে ল্যাবের দরওজার দিকে তাকাতে দরজা খুলে গেল।তারপর ছাত্রদের মাথায় হেলমেট পড়িয়ে আলো নিভিয়ে নিয়ে গেল সমুদ্র সৈকতে যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল।


৩৯. শিক্ষক মিজান কোন বৈশিষ্টের প্রয়োগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন?

ক.আঙুলের ছাপ

খ.মুখের গড়ন

গ.কন্ঠস্বর

ঘ.রেটিনা

উত্তর : ঘ.রেটিনা


৪০.ছাত্ররা বাস্তব স্বাদ পাওয়ার সময় দেখতে পেল-


i.দ্বি-মাত্রিক দৃশ্য


ii.ত্রি-মাত্রিক দৃশ্য


iii.কৃত্রিম জীবন্ত দৃশ্য


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i, ii ও iii

উত্তর : গ.ii ও iii


৪১. ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়?

ক.কম্পিউটার

খ.আচরণ

গ.তথ্য ব্যবস্থা

ঘ.পরিবেশ

উত্তর : ঘ.পরিবেশ


কৃত্রিম  বুদ্ধিমত্তা ও রোবটিক্স


৪২. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়?

ক.বায়োমেট্রিক্স

খ.বায়োইনফরমেট্রিক্স

গ.রোবটিক্স

ঘ.ন্যানোটেকনোলজি

উত্তর : গ.রোবটিক্স


উদ্দীপকটি পড়ে ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও:


মি. “ক” ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ক্রটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুণে পুড়ে যায়।


৪৩. দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত হতে পারে-

ক.Finger Print

খ.Hand Geometry

গ.Retina Scan

ঘ.DNA Analysis

উত্তর : ঘ.DNA Analysis


৪৪. 


i.চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদেরকে হৃৎপিন্ডের কার্যকারিতা বুঝানোর ক্ষেত্রে


ii.প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদেরকে ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে


iii.পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষনের ক্ষেত্রে


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i, ii ও iii

উত্তর : ঘ.i, ii ও iii


৪৫. রোবটের হাত ও পা নাড়াচাড়া করার জন্য সেটির মধ্যে থাকে-

ক.বৈদ্যুতিক জেনারেটর

খ.ধাতব স্প্রিং

গ.বৈদ্যুতিক মটর

ঘ.লেড এসিড ব্যাটারি

উত্তর : বৈদ্যুতিক মটর


৪৬. রোবটিক্স এর ক্ষেত্রে প্রযোজ্য-


i.হার্ডওয়্যার


ii.আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স


iii.নতুন গবেষণা পরিচালনা


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i, ii ও iii

উত্তর : ঘ.i,ii,iii


৪৭. কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটারের চিন্তা ভাবনা হয়-

ক.কম্পিউটারের মতো

খ.সফটওয়্যারের মতো

গ.মানুষের মতো

ঘ.বুদ্ধিমানের মতো

উত্তর : বুদ্ধিমানের মতো


৪৮. কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ-


i.এক্সপার্ট সিস্টেম


ii.ফাজি লজিক


iii.লার্নিং সিস্টেম


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i, ii ও iii

উত্তর : ঘ.i,ii,ওiii


৪৯. মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি?

ক.বায়োমেট্রিক্স

খ.বায়োইনফরমেট্রিক্স

গ.কৃত্রিম বুদ্ধিমত্তা

ঘ.ভার্চুয়াল রিয়েলিটি

উত্তর : কৃত্রিম বুদ্ধিমত্তা


৫০. কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি?

ক.PYTHON

খ.HTML

গ.COBOL

ঘ.PROLOG

উত্তর : ঘ.PROLOG


৫১. কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যাবহারিক ক্ষেত্রসমূহ-


i.এক্সপার্ট সিস্টেম


ii.ফাজি লজিক


iii.লার্নিং সিস্টেম


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i, ii ও iii

উত্তর : ঘ.i,ii,ও iii


৫২. কোনটি রোবটের ব্যবহার?

ক.জটিল সার্জারি চিকিৎসায়

খ.ব্যাক্তির স্বাক্ষর সনাক্তকরণে

গ.নতুন জাতের বীজ উৎপাদনে

ঘ.টেনিস বলের আকৃতি তৈরিতে

উত্তর :ক. জটিল সার্জারি চিকিৎসায়


৫৩. রোবচ ব্যবহৃত হয়-


i.বাসাবাড়িতে গৃহস্থালি কাজে


ii.পরিকল্পনা প্রণয়নে


iii.খনির অভ্যন্তরীণ কাজে


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i, ii ও iii

উত্তর : খ.i ও iii


৫৪. কোন পদ্ধতিতে Aactuator ব্যবহৃত হয়?

ক.জেনেটিক ইঞ্জিনিয়ারিং

খ.ন্যানো টেকনোলজি

গ.রোবটিক্স

ঘ.বায়োইনফরমেট্রিক্স

উত্তর : গ.রোবটিক্স


৫৫. কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানো যায়?

ক.৯০ ডিগ্রি

খ.১৮০ ডিগ্রি

গ.২৭০ ডিগ্রি

ঘ.৩৬০ ডিগ্রি

উত্তর : ৩৬০ ডিগ্রি


৫৬. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো-


i.ক্রায়োপ্রোব


ii.স্প্রে ডিভাইস


iii.অ্যাকচুয়েটর


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i, ii ও iii

উত্তর : ক.i ও ii


৫৭.কোনটি ক্রায়োসার্জারির সাথে সর্ম্পকিত?

ক.ফাজি লজিক

খ.বিশেষ ধরনের গ্লাভস

গ.নাইট্রোজেন

ঘ.নেভিগেশন

উত্তর : গ. নাইট্রোজেন


৫৮. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান-

ক.অক্সিজেন

খ.নাইট্রোজেন

গ.হাইড্রোজেন

ঘ.মিথেন

উত্তর : খ. নেইট্রোজেন


৫৯. ক্রায়োসার্জারিতে চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃৃত হয়-

ক.আর্গন

খ.কার্বন মনোক্রাইড

গ.কঠিন নাইট্রোজেন

ঘ.ডাই মিথানল ইথেন

উত্তর : ক. আর্গন


৬০. ক্রায়োসার্জারিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়-

ক.ভার্চুয়াল রিয়েলিটি

খ.ইমেজিং

গ.স্যাটেলাইট

ঘ.রোবটিক্স

উত্তর : খ.ইমেজিং


৬১. ক্রায়োসার্জারিতে কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?

ক.ব্লাডপ্রেসার

খ.হাইপোথার্মিয়া

গ.চামড়ার প্রদাহ

ঘ.এইডস

উত্তর : ঘ.এইডস


৬২.ক্রায়োসার্জারিতে-


i.টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস-বৃদ্ধি করা হয়


ii.নাইট্রোজেন ব্যবহার করা হয়


iii.অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i, ii ও iii

উত্তর : ঘ.i,ii,ওiii


উদ্দীপকটি পড়ে ৬৩ ও ৬৪ নং প্রশ্নের ‍উত্তর দাও:


ডা. মুনির শিক্ষাণবিশদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশনের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারী প্রশিক্ষণ দেন যাতে কোনরূপ ঝুঁকি না থাকে। একজন যকৃৃত ক্যান্সারের রোগী তার কাছে এলে তিনি তাকে -১২০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা দেন।


৬৩. প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে-

ক.ক্রায়োসার্জারী

খ.আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স

গ.ভার্চুয়াল রিয়েলিটি

ঘ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং

উত্তর : গ.ভার্চুৃয়াল রিয়েলিটি


৬৪. ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে-


i.চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম


ii.অপারেশনের ধকল সহ্য করতে হয় না


iii.আশেপাশের কোষের ক্ষতি হয় না


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i, ii ও iii

উত্তর : ঘ.i,iiও iii


৬৫. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয়-


i.তরল হাইড্রোজেন


ii.আর্গন গ্যাস


iii.হিলিয়াম গ্যাস


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i, ii ও iii

উত্তর : গ.ii ও iii


বায়োমেট্রিক্স


৬৬. ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি?

ক.বায়োইনফরমেট্রিক্স

খ.বায়োমেট্রিক্স

গ.ন্যানোটেকনোলজি

ঘ.রোবটিক্স

উত্তর : খ.বায়োমেট্রিক্স


৬৭. বায়োমেট্রিক্স প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?

ক.নিরাপত্তা ক্ষেত্রে

খ.শিক্ষাক্ষেত্রে

গ.কৃষি ক্ষেত্রে

ঘ.বিনোদন ক্ষেত্রে

উত্তর : ক.নিরাপত্তা ক্ষেত্রে


৬৮. বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য-

ক.কী স্ট্রোক

খ.DNA গঠন

গ.রেটিনা স্ক্যান

ঘ.মুখমন্ডল শনাক্তকরণ

উত্তর : কী স্ট্রোক


৬৯. বায়োমেট্রিক্স পদ্ধতিতে কোনটি বেশি ব্যবহৃত হয়?

ক.রেটিনা

খ.আঙ্গুলের ছাপ

গ.কন্ঠস্বর

ঘ.স্বাক্ষর

উত্তর :খ.আঙ্গুলের ছাপ


৭০.আচরণগত বৈশিষ্ঠের বায়োমেট্রিক্স হচ্ছে-


i.ফেইস রিকগনিশন


ii.ভয়েস রিকগনিশন


iii.টাইপিং কী স্ট্রোক


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i, ii ও iii

উত্তর : গ.ii ও iii


৭১. বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়-


i.কম্পিউটার ব্যবহার নিয়ন্ত্রণে


ii.অপরাধী ব্যক্তি শনাক্তকরণে


iii.পাসপোর্ট তৈরিতে


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i, ii ও iii

উত্তর : ঘ.i,ii,ও iii


৭২. মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে?

ক.বায়োমেট্রিক্স

খ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ.ন্যানোটেকনোলজি

ঘ.ক্রায়োসার্জারি

উত্তর : ক.বায়োমেট্রিক্স


৭৩. বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে-


i.জাতীয় পরিচয়পত্রে


ii.পাসপোর্টে


iii.জন্ম নিবন্ধনে


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i, ii ও iii

উত্তর : ঘ.i,ii,ওiii


৭৪. বায়োমেট্রিক্স এর মাধ্যমে সিকিউরিটি সিস্টেম তৈরি করে-


i.কম্পিউটার নিয়ন্ত্রণ করা হয়


ii.নতুন প্রজাতি সৃষ্টি করা হয়


iii.অনুমোদিত ব্যাক্তিকে শনাক্ত করা হয়


নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ.i, ii ও iii

উত্তর : খ.i ও iii


৭৫. বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়-

ক.অনধিকার প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ক্ষেত্রে

খ.ওয়েব পেইজ তৈরি করার ক্ষেত্রে

গ.সামাজিক যোগাযোগ করার ক্ষেত্রে

ঘ.তথ্য আদান প্রদান করার ক্ষেত্রে

উত্তর : ক. অনধিকার প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ক্ষেত্রে


উদ্দীপকটি পড়ে ৭৬ ও ৭৭ নং প্রশ্নের উত্তর দাও:


চার বন্ধু চারটি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত ।এদের অফিসের প্রবেশ পথে কাউকে হাতের আঙুল বা কাউকে সম্পূর্ন হাত একটি যন্ত্রের ওপর রেখে অফিসে ডুকতে হয়। কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাড়াঁতে হয় কিংবা সম্পূর্ণই মুখমন্ডলই ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয়। এদের প্রত্যেকের দাবি হচ্ছে,অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে স্ব-স্ব অফিসে ব্যবহৃত পদ্ধতি অধিক কার্যকর।


৭৬. উদ্দীপকে অফিসের প্রবেশ পথে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে?

ক.ভার্চুয়াল রিয়েলিটি

খ.বায়োমেট্রিক্স

গ.বায়োইনফরমেট্রিক্স

ঘ.ন্যানোটেকনোলজি

উত্তর : খ.বায়োমেট্রিক্স


৭৭. উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে নির্ভুলভাবে কর্মকর্তাদের দাবি পূরণে কোনটি সবচেয়ে বেশি কার্যকর?

ক.ফিংগার প্রিন্ট

খ.হ্যান্ড জিওমেট্রি

গ.আইরিশ ও রেটিনা স্ক্যান

ঘ.ফেইস রিকগনিশন

উত্তর : গ.আইরিশে ও রেটিনা স্ক্যান


বায়োইনফরমেট্রিক্স


৭৮. কম্পিউটারকেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় কোনটিকে?

ক.বায়োইনফরমেট্রিক্স

খ.ন্যানোটেকনোলজি

গ.বায়োমেট্রিক্স

ঘ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং

উত্তর : ক.বায়োইনফরমেট্রিক্স


৭৯. নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেজ অ্যালগরিদম ,পরিসংখ্যান ইত্যাদী বিষয়ের সমন্বয় হয়েছে?

ক.বায়োমেট্রিক্স

খ.রোবটিক্স

গ.বায়োইনফরমেট্রিক্স

ঘ.জেনেটিক ইনিঞ্জনিয়ারিং

উত্তর : গ.বায়োইনফরমেট্রিক্স


৮০.কোনটি ডিএনএ এর নতুন সিকুয়েন্স তৈরির প্রযুক্তি?

ক.ন্যানোটেকনোলজি

খ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ.বায়োমেট্রিক্স

ঘ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং

উত্তর : খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং




৮১.কোনটি বায়োইনফরমেট্রিক্স এর বৈশিষ্ঠ?


ক.স্বল্প ডেটা সংরক্ষণ


খ.জৈবিক ডেটার সমাহার


গ.ন্যানোটেকনোলজির ব্যাবহার


ঘ.প্রযুক্তি নির্ভর নিরাপত্তা


উত্তর:খ.জৈবিক ডেটার সমাহার




৮২.বিভিন্ন জটিল রোগের কারন আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে?


ক.বায়োইনফরমেট্রিক্স


খ.ন্যানোটেকনোলজি


গ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং


ঘ.ক্রায়োসার্জারি


উত্তর:ক.বায়োইনফরমেট্রিক্স




৮৩.বায়োইনফরমেট্রিক্স ব্যাবহারের ক্ষেত্রগুলো হলো-


i.জৈব প্রযুক্তি


ii.জীবাণু অস্ত্র তৈরী


iii.মহাকাশ গবেষণা


নিচের কোনটি সঠিক?


ক.i ও ii


খ.iও iii


গ.iiও iii


ঘ.i,ii,ও iii


উত্তর:ক.i ও ii


জেনেটিক ইঞ্জিনিয়ারিং


৮৪.জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে?


ক.Jack Williamson


খ.E Coli


গ.Paul Berg


ঘ.Stanley Cohen


উত্তর:গ.Paul Berg




৮৫.জিন ফাইন্ডিং গবেষনায় কী ব্যবহৃত হয়?


ক.বায়োমেট্রিক্স


খ.বায়োইনফরমেট্রিক্স


গ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং


ঘ.ন্যানোটেকনোলজি


উত্তর:খ.বায়োইনফরমেট্রিক্স


৮৬.প্রথম ট্রান্সজেনিক প্রাণী-


ক.ইঁদুর


খ.বানর


গ.ভেড়া


ঘ.সিম্পাজি


উত্তর:ক.ইঁদুর


৮৭.পাটের জিন মানচিত্র আবিষ্কার করেন কে?


ক.ড.মাকসুদুল আলম


খ.মার্শাল ম্যাকলুহান


গ.হারবারট বয়ার


ঘ.রবার্ট সোয়ানসন


উত্তর:ক.ড.মাকসুদুল আলম


৮৮.আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি?


ক.রোবটিক্স


খ.ন্যানোটেকনোলজি


গ.বায়োমেট্রিক্স


ঘ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং


উত্তর:খ.ন্যানোটেকনোলজি


৮৯. উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?


ক.বায়োমেট্রিক্স


খ.ভার্চুয়াল রিয়েলিটি–


গ.ন্যানোটেকনোলজি


ঘ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং


উত্তর:ঘ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং






৯০.জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে-


i.জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়


ii.বাণিজ্যিকভাবে ইনসুলিন আবিষ্কার করা যায়


iii.খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও iii


উত্তর:ক.i,ii


৯১.জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে শস্যের-


i.গুণগত মান বৃদ্ধি পায়


ii.উৎপাদনে বৈচিত্র আসে


iii.উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও iii


উত্তর:ঘ.i, ii ও iii


উদ্দীপকটি পড়ে ৯২ ও ৯৩ নং প্রশ্নের উত্তর দাও:


চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন কৃষক তার জমিতে প্রায় ২০০ টি আম গাছের চারা লাগিয়েছিলেন। তার গাছে এবছর শীতকালে মৃদুমন্দ বাতাসের সাথে প্রতিটি গাছেই বড় বড় আম ঝুলছে দেখে তিনি খুব খুশি হলেন।তিনি ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে আম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হলেন।


৯২.উদ্দীপকের আলোকে আম বিক্রির প্রক্রিয়া কিসের সাথে সম্পর্কযুক্ত?


ক.ই-সেবা


খ.ই-কমার্স


গ.ই-ব্যাংকিং


ঘ.ই-বিজনেস


উত্তর:খ.ই-কমার্স


৯৩.উদ্দীপকের আলোকে কৃষক যে ধরনের সুবিধা পাবেন-


i.অধিক ফলন ঘরে তুলতে পারবে


ii.টিস্যু কালচার ব্যবহার করতে পারবে


iii.বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস করতে পারবে


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ক.i,ii


উদ্দীপকটি পড়ে ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও:


মি.সালাম উচ্চ ফলনশীল ধান উৎপাদন নিয়ে গবেষণা করছেন।তার কপালের টিউমারটি চিকিৎসক -২০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল নাইট্রোজেন ব্যবহার করে অপসারন করেন।


৯৪.চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হচ্ছে-


ক.ক্রায়োসার্জারি


খ.বায়োমেট্রিক্স


গ.বায়োইনফরমেট্রিক্স


ঘ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং


উত্তর:ক.ক্রায়োসার্জারি


৯৫.গবেষণায় ব্যবহৃত প্রযুক্তির দ্বারা-


i.বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়


ii.জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়


iii.অর্থনৈতিক উন্নয়ন ঘটবে


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ঘ.i, ii ও ii


নিচের উদ্দীপকের আলোকে ৯৬ ও ৯৭ নং প্রশ্নের উত্তর দাও:


লোকমান সাহেব গবেষণা করে নানান  প্রজাতির ফল ও ফুল বানানোর জন্য নতুন প্রযুক্তি প্রয়োগ করেন;এতে তিনি আকারে বড় এবং আকর্ষনীয় ফল ও ফুল উৎপাদন করতে সক্ষম হলেন।


৯৬.উদ্দীপকে লোকমান সাহেবের গবেষণার সহায়ক প্রযুক্তি কোনটি?


ক.বায়োমেট্রিক্স


খ.ন্যানোটেকনোলজি


গ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং


ঘ.বায়োইনফরমেট্রিক্স


উত্তর:গ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং


৯৭.লোকমান  সাহেবের সাফল্যে-


i.অর্থনৈতিক উন্নয়ন ঘটবে


ii.দেশে প্রচুর ফল ও ফুল উৎপাদন হবে


iii.দেশীয় প্রজাতি বিলুপ্তির সম্ভাবনা রয়েছে


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ঘ.i, ii ও ii


নিচের উদ্দীপকের আলোকে ৯৮ ও ৯৯ নং প্রশ্নের উত্তর দাও:


রহিম সাহেব বন্যাপ্রবণ এলাকায় চাষাবাদ উপযোগী ধান উৎপাদনের লক্ষ্যে কাজ করার পর একটি বিশেষ জাতের ধান উৎপাদন করলেন যা বন্যার পানিতে তলিয়ে গেলেও সহজে নষ্ট হয় না।


৯৮.উল্লেখিত প্রযুক্তি হচ্ছে০


ক.ক্রায়োসার্জারি


খ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং


গ.ন্যানোটেকনোলজি


ঘ.বায়োমেট্রিক্স


উত্তর:খ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং


৯৯.উপরোক্ত কর্মকান্ডটি-


i.খাদ্য ঘাটতি পূরণে সহায়তা করবে


ii.পরিবেশের ভারসাম্য রক্ষা করবে


iii.অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ঘ.i, ii ও ii


উদ্দীপকটি পড়ে ১০০ ও ১০১ নং প্রশ্নের উত্তর দাও:


বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট গবেষণা করে উপকূলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্ভাবন করেছে যার ফলে উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদন বহুগুণে বেড়েছে।


১০০.উদ্দীপকের গবেষণার সহায়ক প্রযুক্তি হলো-


ক.বায়োইনফরমেট্রিক্স


খ.ন্যানোটেকনোলজি


গ.বায়োমেট্রিক্স


ঘ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং


উত্তর:




১০১.প্রতিষ্ঠানটির সাফল্যে দেশে-


i.অর্থনৈতিক উন্নয়ন হবে


ii.জীববৈচিত্র সৃষ্টির পথ সুগম হবে


iii.ধানের দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ঘ.i, ii ও ii


উদ্দীপকটি পড়ে ১০২ ও ১০৩ নং প্রশ্নের উত্তর দাও:


বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে।তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছেন।


১০২.বাবুর ব্যবহৃত প্রযুক্তিটি-


ক.ভার্চুয়াল রিয়েলিটি


খ.ই-লার্নিং


গ.ই-কমার্স


ঘ.কৃত্রিম বুদ্ধিমত্তা


উত্তর:ক.ভার্চুয়াল রিয়েলিটি


১০৩.বাবার ব্যবহৃত প্রযুক্তিটির সীমাবদ্ধতা হলো-


i.দেশীয় প্রজাতির বিলুপ্তি


ii.ফলন কমে যাওয়া


iii.নতুন রোগ সৃষ্টি হতে পারে


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:খ.i ও iii


উদ্দীপকটি পড়ে ১০৪ ও ১০৫ নং প্রশ্নের উত্তর দাও:


সোনার বাংলা নামক প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৫ বছর যাবৎ গবেষণা করে একটি নতুন জাতের ধানের উদ্ভাবন করেছে যা বন্যার পানিতে ডুবে থাকার পরও নষ্ট হয় না।বর্তমানে প্রতিষ্ঠানটি নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কর্মী ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে।


১০৪.উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তি হচ্ছে-


i.জেনেটিক ইঞ্জিনিয়ারিং


ii.বায়োমেট্রিক্স


iii.বায়োইনফরমেট্রিক্স


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ঘ.i, ii ও ii




১০৫.উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিদ্যমান ব্যবস্থায়-


i.নতুন গবেষণার ক্ষেত্র তৈরি হবে


ii.জীববৈচিত্রের সৃষ্টির পথ সুগম করবে


iii.তথ্য প্রযুক্তির নৈতিকতা বিঘ্নিত হবে


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ক.i,ii


নিচের উদ্দীপকটি পড় এবং ১০৬ ও ১০৭ নং প্রশ্নের উত্তর দাও:


BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।


১০৬.উদ্দীপকে BRRI কর্তৃক ব্যবহৃত প্রযুক্তি কোনটি?


ক.বায়োমেট্রিক্স


খ.বায়োইনফরমেট্রিক্স


গ.ন্যানোটেকনোলজি


ঘ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং


উত্তর:ঘ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং


১০৭.উদ্দীপকের কর্মকান্ড-


i.অর্থনৈতিক উন্নয়ন হবে


ii.চিকিৎসাক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে


iii.জীববৈচিত্র্যের উদ্ভব হবে


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:খ.i ও iii


ন্যানোটেকনোলজি


১০৮.খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি-


ক.বায়োমেট্রিক্স


খ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং


গ.বায়োইনফরমেট্রিক্স


ঘ.ন্যানোটেকনোলজি


উত্তর:ঘ.ন্যানোটেকনোলজি


১০৯.পলিথিন,ফাইবার প্রভৃতি কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয়?


ক.বায়োমেট্রিক্স


খ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং


গ.ক্রায়োসার্জারি


ঘ.ন্যানোটেকনোলজি


উত্তর:ঘ.ন্যানোটেকনোলজি


১১০.টপ ডাউন  পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এর সাখে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি?


ক.বায়োমেট্রিক্স


খ.বায়োইনফরমেট্রিক্স


গ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং


ঘ.ন্যানোটেকনোলজি


উত্তর:ঘ.ন্যানোটেকনোলজি


১১১.ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে?


ক.মলিকুলার কম্পোনেন্ট থেকে


খ.লার্জার এন্টিটি হতে


গ.সাইনিং এর মাধ্যমে


ঘ.প্রোগ্রামিং দ্বারা


উত্তর:ক.মলিকুলার কম্পোনেন্ট থেকে


১১২.মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কী বলে?


ক.বায়োমেট্রিক্স


খ.জেনেটিক ইঞ্জিনিয়ারিং


গ.ন্যানোটেকনোলজি


ঘ.বায়োইনফরমেট্রিক্স


উত্তর:গ.ন্যানোটেকনোলজি


১১৩.ন্যানোটেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে-


i.কম্পিউটার


ii.ক্রায়োপ্রোব


iii.রোবট


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:খ.i ও iii


১১৪.১ ন্যানোমিটার সমান কত মিটার?


ক.১০-৯


খ.১০-৬


গ.১০-৩


ঘ.১০-২


উত্তর:ক.১০-৯


১১৫.দশ ন্যানোমিটার = কত মিটার?


ক.১০-১১


খ.১০-৬


গ.১০-৩


ঘ.১০-২


উত্তর:ঘ.১০-২


উদ্দীপকটি পড় এবং ১১৬ ও ১১৭ নং প্রশ্নের উত্তর দাও:


মি. হাসান তার ফ্যাক্টরিতে উৎপাদিত ,চিপসের গুণগত মান বৃদ্ধি ও দীর্ঘ সময় মচমচে রাখতে পকেটজাতকরণে পদার্থের মাইক্রোস্পোপিক অণু দিয়ে তৈরী প্যাকেট ব্যবহার করে। পণ্যের বিপণন,মজুদকরণ এবং উৎপাদনে গতিশীলতার কারণে বাজারে তার অবস্থা আরো শক্তিশালী হয়।


১১৬.মি. হাসানের ব্যবহৃত প্রযুক্তি কোনটি?


ক.জেনেটিক ইঞ্জিনিয়ারিং


খ.বায়োমেট্রিক্স


গ.ন্যানোটেকনোলজি


ঘ.বায়োইনফরমেট্রিক্স


উত্তর:গ.ন্যানোটেকনোলজি


১১৭.মি. হাসানের বাজারে শক্ত অবস্থানের কারণ পণ্যটি-


i.আকর্ষণীয় মোড়কযুক্ত


ii.আর্দ্রতা প্রতিরোধী


iii.পরিবহনে সুবিধা


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ঘ.i, ii ও ii


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা




১১৮.ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটার বা সিস্টেমে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে বলা হয়-


ক.ই-কমার্স


খ.ই-ব্যাংকিং


গ.কম্পিউটার ম্যাচিং


ঘ.হ্যাকিং


উত্তর:ঘ.হ্যাকিং


১১৯.কম্পিউটার ইথিকসের নির্দেশনা কয়টি?


ক.৮


খ.১০


গ.১২


ঘ.১৪


উত্তর:খ.১০


১২০.হ্যাকার বলা হয় কাদেরকে?


ক.যারা পণ্য বাজারজাত করে


খ.যারা সংবাদপত্র বাজারজাত করে


গ.যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে


ঘ.যারা ইন্টারনেট ব্যবহার করে


উত্তর:গ.যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে


১২১.নেটভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কী বলে?


ক.হ্যাকিং


খ.ফিশিং


গ.স্নিকিং


ঘ.প্লেজিয়ারিজম


উত্তর:ঘ.প্লেজিয়ারিজম


১২২.প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত?


ক.অন্যের লেখা চুরি


খ.সফটওয়্যার পাইরেসি


গ.কপিরাইট লঙ্ঘন


ঘ.আইডেন্টিটি চুরি


উত্তর:ক.অন্যের লেখা চুরি


১২৩.অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কী বলে?


ক.সফটওয়্যার পাইরেসী


খ.ন্যানোটেকনোলজী


গ.প্লেজিয়ারিজম


ঘ.হ্যাকিং


উত্তর:ঘ.হ্যাকিং


নিচের উদ্দীপকটি পড় এবং ১২৪ ও ১২৫ নং প্রশ্নের উত্তর দাও:


”ক” শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করে পড়াশুনার প্রয়োজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্মপেপার তৈরি করে। কিন্তু “খ” শিক্ষার্থী কোন অনুমতি ছাড়াই লাইব্রেরীর কম্পিউটার থেকে ফাইল কপি করে নেয়। এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে।


১২৪.উদ্দীপকের “খ” শিক্ষার্থীর কমৃকান্ড কোনটি?


ক.স্প্যামিং


খ.হ্যাকিং


গ.স্নিকিং


ঘ.স্পুফিং


উত্তর:খ.হ্যাকিং


১২৫.উদ্দীপকের আলেঅকে “ক” শিক্ষার্থীর কর্মকান্ড-


i.কপিরাইট আইন মানা


ii.টেলনেট


iii.কম্পিউটার এথিকস


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:খ.i ও iii


১২৬.কম্পিউটার অপরাধের অন্তর্ভূক্ত বিষয় হলো-


i.সফটওয়্যার পাইরেসি


ii.প্লেজিয়ারিজম


iii.ডেটা চুরি


নিচের কোনটি সঠিক?


ক.i,ii


খ.i ও iii


গ.ii ও iii


ঘ.i, ii ও ii


উত্তর:ঘ.i, ii ও ii


Featured Post

২০২৫ ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস

  ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস (২০২৩ সালের সিলেবাসের অনুরূপ) পত্রিকার খবরের লিঙ্ক     ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস (২০২৩ সালের...

Powered by Blogger.