HSC Economics Assignment Answer Exam 2022 Batch
Merit Academic care
Jashore
01792-043563
এইচএসসি অর্থনীতি ১ম পত্র অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্টঃ হাওর এলাকার কৃষক সালামত সাহেবের
একখন্ড জমিতে ধান ও গম উৎপাদনের নিন্মরূপ বিকল্প সম্ভাবনা অনুসৃত হয়েছে।
যেমন: ধান উৎপাদন যখন ১৬, ১০ ও ০ মন হয়, তখন উৎপাদন হয় যথাক্রমে ০, ১০, ও ১৬ মন। প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন
সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ কর।
শিখনফল ও বিষয়বস্তুঃ (প্রথম
অধ্যায়ঃ মৌলিক অর্থনীতির সমস্যা ও এর সমাধান)
নির্দেশনা
বা সংকেত
১। উৎপাদন সম্ভাবনা রেখা এর ধারণা
২। উৎপাদন সম্ভাবনা রেখা এর চিত্রাঙ্কন
৩। অ-অর্জনযোগ্য, পূর্ণনিয়োগ
ও সম্পদের অপূর্ণ ব্যবহার
৪। শিল্প প্রধান এবং কৃষি প্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন
সম্ভাবনা রেখা
৫। প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক
তাৎপর্য বিশ্লেষণ
মূল্যায়ন
নির্দেশনা (রুবিক্স)
নির্দেশক |
৪ |
৩ |
২ |
১ |
উৎপাদন সম্ভাবনা রেখা এর ধারণার ব্যাখ্যা |
যথাযথ ভাবে ব্যাখ্যা করেছে |
অধিকাংশ ক্ষেত্রে যথাযথ ভাবে
ব্যাখ্যা করে |
আংশিক ক্ষেত্রে যথাযথ ভাবে ব্যাখ্যা
করেছে |
ধারণার ব্যাখ্যা যথাযথ নয় |
উৎপাদন সম্ভাবনা রেখা এর চিত্রাংকন
ও ব্যাখ্যা |
যথাযথভাবে অংকন করেছে |
অধিকাংশ ক্ষেত্রে যথাযথ ভাবে অংকন করেছে |
আংশিক ক্ষেত্রে যথাযথ ভাবে অংকন করেছে |
রেখাচিত্র অংকন যথাযথ নয় |
উৎপাদন সম্ভাবনা রেখা থেকে ও অ-অর্জনযোগ্য পূর্ণনিয়োগ ও সম্পদের অপূর্ণ
ব্যবহার |
ধারাবাহিকতা বজায় রেখে যথাযথভাবে
প্রদর্শন করেছে |
অধিকাংশ ক্ষেত্রে ধারাবাহিকতা বজায়
রেখে যথাযথভাবে প্রদর্শন করেছে |
আংশিক ক্ষেত্রে ধারাবাহিকতা বজায়
রেখে যথাযথভাবে প্রদর্শন করেছে |
ধারাবাহিকতা বজায় রেখে প্রদর্শন
যথাযথ নয় |
শিল্প প্রধান এবং কৃষি প্রধান
অর্থনৈতিক ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা |
চিত্র যথাযথভাবে ব্যাখ্যা করেছে |
চিত্র অধিকাংশ ক্ষেত্রে যথাযথ ভাবে
ব্যাখ্যা করেছে |
চিত্র আংশিক ক্ষেত্রে যথাযথ ভাবে
ব্যাখ্যা করেছে |
চিত্র ব্যাখ্যা যথাযথ নয় |
প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন
সম্ভাবনা রেখা অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ |
বিশ্লেষণ যথাযথ ও উপস্থাপনা সৃজনশীল |
অধিকাংশ ক্ষেত্রে যথাযথ ও উপস্থাপনা
সৃজনশীল |
আংশিক ক্ষেত্রে যথাযথ ও উপস্থাপনা
সৃজনশীল |
বিশ্লেষণ যথাযথ নয় ও উপস্থাপনায়
সৃজনশীলতার অভাব |
উত্তরঃ
উৎপাদন সম্ভাবনা রেখাঃ
উৎপাদন সম্ভাবনা রেখা
হল এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ
নির্দেশ করে। এই রেখাটি PPC (Product Possibility curb )রেখা
নামে বেশি পরিচিত। অভাব অসীম এবং সম্পদের সীমাবদ্ধতার
কারণে আমরা সব অভাব একসাথে পূরণ করতে পারি না। তবে দুপ্রাপ্যতার সমস্যা এবং নির্বাচনের প্রয়োজনীয়
উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করতে। পারি। অর্থাৎ বর্তমান সম্পদ ও প্রযুক্তির
সাহায্যে সমাজে কোন দ্রব্য কি পরিমান উৎপাদন করা হবে তা আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখা হতে
জানতে পারি। এ প্রসংগে অধ্যাপক লিপসি বলেন, “উৎপাদন
সম্ভাবনা রেখা হল এমন একটি রেখা যা বিভিন্ন দ্রব্যের এমন বিকল্প সমন্বয়সমূহ
প্রকাশ করে যেগুলো তাৎক্ষণিকভাবে অর্জন করা সম্ভব যদি প্রাপ্ত উৎপাদিত সম্পদের
সবটুকুই ব্যবহার করা যায়।
২। উৎপাদন সম্ভাবনা রেখা এর চিত্রাঙ্কনঃ
চিত্রে AB একটি উৎপাদন সম্ভাবনা রেখা।A বিন্দুতে X (ধান) দ্রব্যের উৎপাদন শুন্য এবং B
বিন্দুতে Y এর (গমের) উৎপাদন শূন্য। Y
দ্রব্যের A ও B এর মাঝে উভয় দ্রব্যের উৎপাদন নির্দেশিত। যেমন: R বিন্দুতে X এর উৎপাদন ১৬ মণ, এবংY এর উতপাদন ০ মণ। Q বিন্দুতে X (ধান) এর উৎপাদন ১০ ও Y (গম) এর উৎপাদন ১০ এবং R বিন্দুতে
X (ধান) এর উৎপাদন ০ মণ। ও Y (গম)
এর উৎপাদন ১৬ মণ।
অতএব,
এখানে সালামত
সাহেব যদি ১৬ মণ ধান উৎপাদন করে তাহলে তার গম উৎপাদন হয় শূন্য অর্থাৎ তার গম
উৎপাদন ছেড়ে দিতে হয়। এবং সে যদি ১৬ মণ গম উৎপাদন করে তাহলে তার ধানের উৎপাদন
হয় শুন্য এক্ষেত্রে তাকে ধান উৎপাদন ছেড়ে দিতে হয়। এক্ষেত্রে তার ১৬ মণ ধান
উৎপাদন হচ্ছে ১৬ মণ গম উৎপাদনের সুযােগ ব্যয় এবং তার ১৬ গম। উৎপাদন ১৬ মণ ধান
উৎপাদনের সুযােগ ব্যয়। সুতরাং এভাবে উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দুপ্রাপ্যতা ও
অসীম অভাব এর মাধ্যমে সৃষ্ট সমস্যাটি ব্যাখ্যা করা যায়।
৩। অ-অর্জনযোগ্য, পূর্ণনিয়োগ ও সম্পদের অপূর্ণ ব্যবহার
ক. চিত্র থেকে
আমরা বুজতে পারি যে, প্রদত্ত সম্পদ সাপেক্ষে X ওY দ্রব্যের উৎপাদন N বিন্দুতে অর্জন করা সম্ভব নয়, কিন্তু M
বিন্দুতে অর্জন করা সম্ভব। কিন্তু তা হবে অপূর্ণ নিয়োগ যা
বেকারত্ব নির্দেশ করবে।পক্ষান্তরে
I, J, K বিন্দুতে সম্পদ সম্পূর্ণ নিয়োজিত তথা পূর্ণ
নিয়োগ অবস্থা নির্দেশ করা হয়, বিন্দুগুলোর কোনোটিতে
সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করা যায়। তাই উৎপাদন সম্ভবনা রেখাকে অর্জনযােগ্য উৎপাদন
সম্ভবনা সীমান্ত (Production Possibility Frontier বা PPE)
রেখা বলা হয়।
খ। সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে দক্ষ ব্যবহার নির্বাচন মানব জীবনে অসীম অভাব
পূরণে যে সল্প বা সীমিত
সম্পদ ও সুযোগ বিদ্যমান , তার দক্ষ ব্যবহার ধারণাটি PPC রেখার মাধ্যমে উপলব্ধি করা যায় চিত্র থেকে
বােঝা যায়, AB উৎপাদন সম্ভবনা রেখা সম্পদের সীমাবদ্ধতা প্রকাশ করে। AB রেখার মধ্যে I ,J বা K বিন্দুতে উৎপাদন করা হলে সম্পদ – এর দক্ষ বা পূর্ণমাত্রার ব্যবহার
বােঝায়। M বিন্দুতে উৎপাদন করা হলে তা সম্পদের অদক্ষ বা
অপূর্ণ ব্যবহার নির্দেশ করে।
৪।শিল্প
প্রধান এবং কৃষি প্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা
সম্ভাবনা রেখাঃ
চিত্রে ভুমি অক্ষে কৃষি এবং লম্ব অক্ষে শিল্প । AA যুক্তরাষ্ট্র BB বাংলাদেশের উৎপাদন সম্ভাবনা রেখা নির্দেশ করে । চিত্র থেকে বঝা যায়
যুক্তরাষ্ট্র অর্থনীতি শিল্প নির্ভর এবং বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর।
৫। প্রাপ্ত
তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ
উৎপাদন সম্ভাবনা
রেখা সীমিত সম্পদের গণ্ডির মধ্যে উৎপাদন চালিয়ে যাওয়ার পদ্ধতি সম্পর্কে ধারণা
প্রদান করে । অর্জন যোগ্য এবং অ-অর্জনযোগ্য অঞ্চল নির্ধারণের মাধ্যমে বেকারত্ব নির্ধারণ । অর্থনৈতিক সমৃদ্ধি এবং অর্থনৈতিক
মন্দা নির্ধারণ। সুযোগ ব্যয় সম্পর্কে ধারণা । উন্নত এবং অনুন্নত দেশের অর্থনীতি সম্পর্কে ধারণা প্রদান
করে থাকে ।
পরিশেষে বলা যায় অর্থনীতিতে উৎপাদন গুরুত্বপূর্ণ উপাদান
হিসাবে বিবেচিত উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কনের মাধ্যমে উৎপাদনের বিভিন্ন পর্যায়
সম্পর্কে ধারণা পওয়া যায় ।