How to Write ICT Lab Khata
পরীক্ষণঃ একটি সাধারণ টেবিল তৈরির
কোড লিখ।
তত্ত্ব: একটি টেবিল তৈরিতে প্রাথমিকভাবে
৩টি ট্যাগের প্রয়োজন হয়।
<table> </table>
<tr></tr> (tr হলো table
row)
<td></td> (td হলো
table data)
এই ৩টি ট্যাগ দিয়ে একটি টেবিল বানানো
যাবে। ৮ দিয়ে row বা সারি এবং td দিয়ে column বা স্তম্ভ বানানো যাবে।
যন্ত্রপাতি: হার্ডওয়্যার : একটি কম্পিউটার।
সফটওয়্যার: অপারেটিং
সিস্টেম- Windows XP / Windows 7 / Windows 10, অ্যাপ্লিকেশন সফটওয়্যার / এইচটিএমএল
এডিটর– Notepad / Micromedia
Dreamweaver ব্রাউজার সফটওয়্যার- Google Chrome / Mozilla Firefox / Internet
Explorer/Opera/Safari
কার্যক্রম:
১. পর্দার নিচের দিকে বাম কোণে
Start Button এর উপর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে একটি মেনু বা তালিকা আসবে।
২. এখন Notepad এ ক্লিক করলে
Notepad প্রোগ্রাম চালু হয়ে পর্দায় একটি এডিটর উইন্ডো আসবে।
৩. এখন এডিটর উইন্ডোতে HTML কোড লিখতে
|
সংরক্ষণ: ফাইল সংরক্ষণ করার জন্য নিম্নলিখিতভাবে
কাজ করতে হবে-
১. File মেনু থেকে Save এ ক্লিক করতে
হবে। Save As ডায়ালগ বক্স আসবে।
২. উক্ত Save As ডায়ালগ বক্সে যে
নামে ফাইলটি সংরক্ষণ করা হবে সেই নাম লিখতে হবে (যেমন- Lab-10.html)
ফলাফল:
আলোচনা:
HTML কোডে যে সকল ট্যাগ ব্যবহার করা
হয়েছে তা নিচে ব্যাখ্যা করা হলো:
<html> </html> html এর ডকুমেন্ট বর্ণনা করে।
<body> </body> প্রোগ্রামের মূল Content অংশ নির্দেশ করে।
<table> </table> টেবিল তৈরিতে ব্যবহৃত হয়।
<tr> </tr> টেবিলের সারি তৈরিতে ব্যবহৃত হয়।
<td> </td> টেবিলের সেল তৈরিতে ব্যবহৃত হয়