সৃজনশীল লেখার নিয়ম
প্রতি পৃষ্ঠায় = ১৪/১৫ লাইন
প্রতি লাইনে = ৫/৬টি শব্দ প্রতি CQ এর জন্য = ২১ মিনিট
(ক) → ১ মিনিটা
(খ) → ৫ মিনিটা
(গ) → ৭ মিনিট
(ঘ) ⇒ ৮ মিনিট
পদ্ধতি ==> ১ ( ৭/৮ মার্কের জন্য )
ক+খ= ১ পেইজ
গ = ১ পেইজ।
ঘ =১ পেইজ
পদ্ধতি= ২ (৮/৯ মার্ক)
ক+খ= ১ পেইজ
গ = ১.৫ পেইজ।
ঘ =১.৭৫ পেইজ
১নং উত্তর:
ক সরাসরি উত্তর কে, কী, কার ?
১নং উত্তরঃ খ
সরাসরি মূল উত্তর দিতে হবে। কে, কোথায় কেন, কোন অবস্থায়, কোন প্রেক্ষাপটে, কীভাবে হয়েছে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা
১নং উত্তর: গ
সরাসরি উত্তর দিতে হবে কার সাথে সাদৃশ্য , বসাদৃশ্য, প্রতিরুপ চরিত্র কোন ঘটনা।
পাঠ্য বইয়ের মধ্যে সেই গল্প/
কবিতার কোন অংশের সাথে মিল / আমিল রয়েছে এবং কীভাবে সেই সম্পর্ক বিদ্যমান তা
পাঠ্যবইয়ের আনোকে ব্যাখ্যা দিতে হবে প্রয়োজনে ঘটনা তুলে ধরবে
উদ্দীপকের মধ্যে সেই অংশের মিল/ অমিল কীভাবে রয়েছে তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কিংবা সমম্পর্কিত ঘটনা তুলে ধরবে
১নং উত্তর: (ঘ)
সরাসরি উত্তর দিতে হবে যেমন উক্তিটি যথার্থ / যথার্থ নয়, মূল ভাবকে ধারণ করে। সম্পূর্ণ ঘটনা প্রকাশ পায়নি, একসূত্রে গাঁথা, যুক্তিযুক্ত কিংবা যুক্তিসংগত নয়।
কেন যথার্থ / যথার্থ নয় তা পাঠ্য বইয়ের আলোকে তুলে ধরবে এবং সুন্দরভাবে ব্যাখ্যা দিতে হবে।
উদ্দীপকের মূলভাব অনুধারন করে তার মূল বক্তব্য তুলে ধরবে।
উদ্দীপক ও পাঠ্যবই দুটোর মধ্যে কীভাবে মিল অমিল রয়েছে তাঁর বিশ্লেষণ এই অংশে দিবে। পরিনতি প্রভাব, তাৎপর্য, গুরুত্ব, মূলভাব